1 Rupee Note: ১ টাকার নোটের দাম ৭ লক্ষ! এখনই খুঁজে দেখুন, লাখপতি হওয়ার সুযোগ হাতছাড়া করবেন না...কীভাবে বিক্রি করবেন? জানুন
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
1 Rupee Note:পুরনো নোট বা কয়েনেই কয়েক বছর পর হয়ে উঠতে পারে প্রচুর দামী। কারণ পুরনো নোট চলে যায় অ্যান্টিকের দলে। বাতিল হয়ে যাওয়া নোট বা কয়েন বিক্রি করে লক্ষ লক্ষ টাকা উপার্জন করা যেতে পারে।
পুরনো নোট বা কয়েন জমিয়ে রাখার শখ অনেকেরই থাকে। বাড়ির অন‍্যরা যখন বাতিল, কোনও কাজে লাগবে না বলে ফেলে দিতে চায়, শখের বসে তখন অনেকেই সেগুলি জমিয়ে রাখেন। এই শখের জোরেই হয়ে যেতে পারেন লাখপতি।
advertisement
পুরনো নোট বা কয়েনেই কয়েক বছর পর হয়ে উঠতে পারে প্রচুর দামী। কারণ পুরনো নোট চলে যায় অ‍্যান্টিকের দলে। বাতিল হয়ে যাওয়া নোট বা কয়েন বিক্রি করে লক্ষ লক্ষ টাকা উপার্জন করা যেতে পারে।
advertisement
পুরানো ১ টাকা, ২ টাকার কয়েন বা ১ টাকা, ২ টাকা বা ৫ টাকার নোট অনলাইনে নিলামের মাধ‍্যমে বিপুল পরিমাণ অর্থলাভ করা যেতে পারে। পুরনো কয়েন অ‍্যান্টিক সামগ্রী হিসেবে নিলাম করা হয়।
advertisement
ব্রিটিশ আমলের একটি ১ টাকার নোট যদি কারও কাছে থাকে, তবে তা বেচে প্রায় ৭ লক্ষ টাকা আয় করা যেতে পারে। কোন নোট থাকলে পেতে পারেন সাত লাখ? কীভাবে বিক্রি করা যাবে? জেনে নিন
advertisement
এই বিশেষ ১ টাকার নোটটি ব্রিটিশ আমলের। ১৯৩৫ সালে জারি করা হয়েছিল এই নোটে গভর্নর জে ডব্লিউ এর স্বাক্ষর রয়েছে। নোটটি প্রায় ৯০ বছরের পুরনো। এই নোটের মূল‍্যই উঠতে পারে প্রায় ৭ লক্ষ।
advertisement
কেন এত গুরুত্বপূর্ণ ১ টাকার নোট? প্রায় ২৯ বছর আগে ১ টাকার নোট ছাপানো বন্ধ হয়ে গিয়েছিল। যদিও ২০১৫ সালে মুদ্রণ পুনরায় শুরু হয়েছিল। তবে অ‍্যান্টিকের জগতে তাই ১ টাকার নোটের মূল‍্য অপরিসীম।
advertisement
কয়েনবাজারের মতো বেশ কয়েকটি ওয়েবসাইট রয়েছে যা পুরানো এবং দুর্লভ কয়েন বিক্রি এবং ক্রয় করে। এখানে ব্যবহারকারীরা নাম, ঠিকানা, ইমেল এবং ফোন নম্বর ইত্যাদি প্রাথমিক তথ্য প্রবেশ করে নিজেদের নাম রেজিস্টার করতে পারেন।
advertisement
তবে রিজার্ভ ব‍্যাঙ্ক অফ ইন্ডিয়াআনুষ্ঠানিকভাবে পুরানো নোট এবং কয়েন ক্রয় এবং বিক্রয়ের অনুমতি দেয় না। আপনার বাড়ির পুরানো আলমারিতেও অনুসন্ধান করুন, যদি আপনার কাছেও এই নোট থাকে তাহলে আপনিও এই ওয়েবসাইটে নোট বিক্রি করতে পারবেন।(প্রতিবেদন বিভিন্ন তথ্যের ভিত্তিতে লেখা। কোনও বিনিয়োগের আগে অবশ্যই কোনও বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে নিন। কোনও বস্তু বিক্রয়ের ক্ষেত্রেও সতর্ক থাকুন।)