ধুমধাম বিয়ে, এল ফুলশয্যার রাত, সকালে ঘর থেকে বেরোলেন না নবদম্পতি! শেষে দরজা ভাঙতেই...! হতবাক পরিবার

Last Updated:
Uttar Pradesh News: সকালে ঘর থেকে বর-কনে কেউই বেরোল না! পরিবারের লোকেরা ডাকাডাকি করেও সাড়া না পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন। অবশেষে দরজা ভাঙতেই যা দেখা গেল, তাতে স্তম্ভিত হয়ে যান সবাই।
1/6
নতুন বউকে বরণ করে নেওয়ার সাজসাজ রব। সিঁদুর, মালা, আশীর্বাদ—সবই সম্পন্ন। বর-কনে হাসিমুখে প্রবেশ করল ফুলসজ্জার ঘরে। কিন্তু রাত পেরিয়ে সকাল এলেও কেউ বেরোল না।
নতুন বউকে বরণ করে নেওয়ার সাজসাজ রব। সিঁদুর, মালা, আশীর্বাদ—সবই সম্পন্ন। বর-কনে হাসিমুখে প্রবেশ করল ফুলসজ্জার ঘরে। কিন্তু রাত পেরিয়ে সকাল এলেও কেউ বেরোল না।
advertisement
2/6
প্রথমে কেউ কিছু ভাবেনি, কিন্তু যখন ডাকাডাকির পরও কোনো সাড়া পাওয়া গেল না, তখন উদ্বেগ ছড়িয়ে পড়ে চারদিকে। দরজা ভাঙতেই যা দেখা গেল, তাতে হতবাক হয়ে গেল সবাই!
প্রথমে কেউ কিছু ভাবেনি, কিন্তু যখন ডাকাডাকির পরও কোনো সাড়া পাওয়া গেল না, তখন উদ্বেগ ছড়িয়ে পড়ে চারদিকে। দরজা ভাঙতেই যা দেখা গেল, তাতে হতবাক হয়ে গেল সবাই!
advertisement
3/6
 ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। আনন্দের মুহূর্ত এক নিমেষে পরিণত হল চরম শোকে। পুলিশ তদন্ত শুরু করেছে, কিন্তু প্রশ্ন একটাই—সেই রাতে কী এমন ঘটল যে নবদম্পতির জীবন শেষ হয়ে গেল?
ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। আনন্দের মুহূর্ত এক নিমেষে পরিণত হল চরম শোকে। পুলিশ তদন্ত শুরু করেছে, কিন্তু প্রশ্ন একটাই—সেই রাতে কী এমন ঘটল যে নবদম্পতির জীবন শেষ হয়ে গেল?
advertisement
4/6
ঘরের ভেতরে কী দেখা গেল?ঘরের দরজা ভাঙার পর দেখা যায়, সিলিং ফ্যানের হুকে ঝুলছে বর! আর বিছানার উপর নিথর অবস্থায় পড়ে আছে কনে। মুহূর্তেই আনন্দের পরিবেশ বদলে যায় শোকের আবহে। দ্রুত চিকিৎসককে ডাকা হলে তিনি বর ও কনেকে মৃত ঘোষণা করেন।
ঘরের ভেতরে কী দেখা গেল? ঘরের দরজা ভাঙার পর দেখা যায়, সিলিং ফ্যানের হুকে ঝুলছে বর! আর বিছানার উপর নিথর অবস্থায় পড়ে আছে কনে। মুহূর্তেই আনন্দের পরিবেশ বদলে যায় শোকের আবহে। দ্রুত চিকিৎসককে ডাকা হলে তিনি বর ও কনেকে মৃত ঘোষণা করেন।
advertisement
5/6
এই ঘটনা ঘটে থানার ক্যান্টনমেন্ট এলাকার সাহাদগঞ্জ মুরাবন টোলায়। নতুন বিয়ে হওয়া দম্পতির জন্য সাজানো হয়েছিল এক সুন্দর সাজানো ঘর। কিন্তু রাত কাটার পরেও সকাল ৭টা বেজে গেলেও যখন কেউ বাইরে এল না, তখন সন্দেহ হয় পরিবারের। বহুবার ডাকাডাকি করেও সাড়া না পেয়ে দরজা ভাঙতেই বেরিয়ে আসে ভয়ঙ্কর সত্য!
এই ঘটনা ঘটে উত্তরপ্রদেশের অযোধ্যার সাহাদগঞ্জ মুরাবন টোলার থানার ক্যান্টনমেন্ট এলাকার সাহাদগঞ্জ মুরাবন টোলায়। রাত কাটার পরেও সকাল ৭টা বেজে গেলেও যখন কেউ বাইরে এল না, তখন সন্দেহ হয় পরিবারের। বহুবার ডাকাডাকি করেও সাড়া না পেয়ে দরজা ভাঙতেই বেরিয়ে আসে ভয়ঙ্কর সত্য!
advertisement
6/6
পরিবারের পক্ষ থেকে পুলিশে খবর দেওয়া হয়। ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। কী কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটল, তা জানার জন্য প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
পরিবারের পক্ষ থেকে পুলিশে খবর দেওয়া হয়। ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। কী কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটল, তা জানার জন্য প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
advertisement
advertisement
advertisement