নবরাত্রি ২০২০: কোন দিনে কোন রঙ পরলে নিশ্চিত লাভ হবে দেবীর আশীর্বাদ?
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
দেখে নেওয়া যাক, দেবীপক্ষের কোন দিনে পার্বতীর কোন রূপের উপাসনা করা হয় এবং কোন রং প্রতীকায়িত করে সংশ্লিষ্ট দেবীমাহাত্ম্যকে।
নবরাত্রির সঙ্গে অঙ্গাঙ্গী ভাবে জড়িয়ে রয়েছে নবদুর্গার রূপসত্ত্বা। হিন্দু পৌরাণিক মতে নবদুর্গা দেবী পার্বতীর ৯টি ভিন্ন ভিন্ন রূপের প্রকাশ। এই নয় দেবী হলেন যথাক্রমে- শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা, কুষ্মাণ্ডা, স্কন্দমাতা, কাত্যায়নী, কালরাত্রি, মহাগৌরী এবং সিদ্ধিদাত্রী। প্রতি শরৎকালের দেবীপক্ষের নয়টি দিনে পার্বতীর এই একেকটি রূপের উপাসনা করা হয়ে থাকে। বলা হয়, ৯টি রং দিয়ে প্রতীকায়িত করা হয় এই দেবীদের মাহাত্ম্য। আসুন, দেখে নেওয়া যাক, দেবীপক্ষের কোন দিনে পার্বতীর কোন রূপের উপাসনা করা হয় এবং কোন রং প্রতীকায়িত করে সংশ্লিষ্ট দেবীমাহাত্ম্যকে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
মোক্ষদায়িনী সিদ্ধিদাত্রী দেবীপক্ষের নবমী তিথিটি দেবী সিদ্ধিদাত্রীর আরাধনার জন্য নির্দিষ্ট। এই দিন এবং দেবীমাহাত্ম্যের পরিচয়বাহী রং হল পার্পল বা বেগুনি। যা সৌন্দর্য, উচ্চাকাঙ্ক্ষা এবং অভীষ্টপূরণের বার্তা দেয়। চাইলে এই নবরাত্রিতে আপনিও নিজেকে সাজিয়ে তুলতে পারেন এই নয় রঙে। দেবীর আশীর্বাদ সঙ্গেই থাকবে আপনার!