Monitor Lizard or Goshaap: গোসাপ সাপ নয়, তবুও প্রাণীটিকে কেন সাপ বলা হয়? কারণ জানলে চমকে যাবেন
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
ইংরেজিতে গোসাপ মনিটর লিজার্ড নামে পরিচিত। বাংলার নানা অঞ্চলে গোসাপকে স্বর্ণ গোধিকা, সোনাগো, সোনাগুই, গোহরকেল, গরগেল, গুইল, গুল, গুলসাপ নামে ডাকা হয়
advertisement
advertisement
advertisement
গোসাপ সর্বোচ্চ সাড়ে ১০ ফুটের মতো লম্বা হতে পারে। তবে গড় দৈর্ঘ্য ৪ ফুট ১১ ইঞ্চির মতো। ওজন সর্বোচ্চ ২৫ কেজি। ইন্দোনেশিয়ার কোমোডো ড্রাগন হচ্ছে বৃহত্তম গোসাপ প্রজাতি। গোসাপ খুবই নিরীহ প্রাণী। মানুষ দেখলে পালিয়ে যায়। আমাদের দেশে বর্তমানে গোসাপের তিনটি প্রজাতি কোনওরকমে টিকে আছে। এগুলি হলো—কালো গোসাপ, সোনা গোসাপ ও রামগদি গোসাপ।
advertisement
কালো গোসাপ লোকালয়ে বসতবাড়ির আশপাশে বেশি দেখা যায়। বড় গোসাপ বা রামগদি দেখতে গাঢ় বাদামি বা কালচে। এদের সারা শরীরে চামড়ার উপরের ত্বকে হলুদ রঙের রিং থাকে। পা ও নখ লম্বাটে, লেজ চ্যাপ্টা ও শিরযুক্ত। এরা দ্রুত গাছে উঠতে পারে। সহজেই সাঁতরে পাড় করে খাল-বিল-পুকুর। বড় গোসাপ দেখতে পাওয়া যায় ভারত, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, চীনেও। সোনা গোসাপ দেখা যায় পুকুর ও বীলের আশপাশে।
advertisement
