Magic Tree: নিম গাছের গা দিয়ে দরদর করে বেরোচ্ছে সাদা দুধ! তাতেই সারছে সব রোগ, এ কোন ম্যাজিক

Last Updated:
Miracle Tree: নিম গাছ থেকে ঝরছে দুধের মতো তরল, পান করলেই সারছে কঠিন রোগ, অলৌকিক না কি অন্য কিছু? কোথায় হচ্ছে এই ম্যাজিক
1/6
প্রকাণ্ড নিম গাছ। ডালপালা নিয়ে ঝাঁকরা চেহারা। মাটি থেকে সোজা উপরে উঠে গিয়েছে। এই নিম গাছ নিয়েই নিয়েই এখন জোর চর্চা চলছে রাজস্থানের করৌলীর ভাঁকরি গ্রামে। দূরদূরান্ত থেকে মানুষ আসছেন। ভিড় জমাচ্ছেন গাছের নীচে। সবার মুখে এখন শুধু একটাই আলোচনা। Photo- Collected
প্রকাণ্ড নিম গাছ। ডালপালা নিয়ে ঝাঁকরা চেহারা। মাটি থেকে সোজা উপরে উঠে গিয়েছে। এই নিম গাছ নিয়েই নিয়েই এখন জোর চর্চা চলছে রাজস্থানের করৌলীর ভাঁকরি গ্রামে। দূরদূরান্ত থেকে মানুষ আসছেন। ভিড় জমাচ্ছেন গাছের নীচে। সবার মুখে এখন শুধু একটাই আলোচনা। Photo- Collected
advertisement
2/6
ব্যাপারটা কী? নিম গাছের গা বেয়ে ঝরছে দুধের মতো তরল পদার্থ। গত ২ মাস ধরে টানা ঝরেই চলেছে। স্থানীয়রা অবাক। তাঁরা বলছেন, এমন অলৌকিক কাণ্ড আগে কখনও ঘটেনি। কোথা থেকে আসছে এই তরল? এই নিয়ে নানা মুনির নানা মত। গ্রামের অনেকে এই তরল পদার্থ চেখেও দেখেছেন। তাঁদের দাবি, অপূর্ব স্বাদ। শুধু তাই নয়, এই নিম গাছের ডাল নিঃসৃত তরল খেয়ে না কি অনেকের অনেক কঠিন রোগও সেরে গিয়েছে। আশপাশের গ্রাম থেকেও ভিড় জমাচ্ছেন অনেকে। হাতে বাটি, গ্লাস। নিম গাছ দেখে, বাটি ভর্তি দুধের মতো সাদা তরল নিয়ে বাড়ি ফিরছেন তাঁরা।
ব্যাপারটা কী? নিম গাছের গা বেয়ে ঝরছে দুধের মতো তরল পদার্থ। গত ২ মাস ধরে টানা ঝরেই চলেছে। স্থানীয়রা অবাক। তাঁরা বলছেন, এমন অলৌকিক কাণ্ড আগে কখনও ঘটেনি। কোথা থেকে আসছে এই তরল? এই নিয়ে নানা মুনির নানা মত। গ্রামের অনেকে এই তরল পদার্থ চেখেও দেখেছেন। তাঁদের দাবি, অপূর্ব স্বাদ। শুধু তাই নয়, এই নিম গাছের ডাল নিঃসৃত তরল খেয়ে না কি অনেকের অনেক কঠিন রোগও সেরে গিয়েছে। আশপাশের গ্রাম থেকেও ভিড় জমাচ্ছেন অনেকে। হাতে বাটি, গ্লাস। নিম গাছ দেখে, বাটি ভর্তি দুধের মতো সাদা তরল নিয়ে বাড়ি ফিরছেন তাঁরা।
advertisement
3/6
ভাঁকরি গ্রামের বাসিন্দা ভগবান সিং মীনা। এই নিম গাছ তাঁরই। ভগবান সিং মীনা জানান, গত ২ মাস ধরে নিম গাছ থেকে এই তরল বের হচ্ছে। এলাকায় আরও অনেক নিম গাছ আছে। কিন্তু আর কোনও গাছেই এমন কাণ্ড ঘটেনি। এই কারণে অনেকেই তাঁর নিম গাছ দেখতে আসছেন। মীনা বলেন, গাছের এই তরল অনেকেই খেয়ে দেখছেন। অনেকে আবার বাড়িও নিয়ে যাচ্ছেন।
ভাঁকরি গ্রামের বাসিন্দা ভগবান সিং মীনা। এই নিম গাছ তাঁরই। ভগবান সিং মীনা জানান, গত ২ মাস ধরে নিম গাছ থেকে এই তরল বের হচ্ছে। এলাকায় আরও অনেক নিম গাছ আছে। কিন্তু আর কোনও গাছেই এমন কাণ্ড ঘটেনি। এই কারণে অনেকেই তাঁর নিম গাছ দেখতে আসছেন। মীনা বলেন, গাছের এই তরল অনেকেই খেয়ে দেখছেন। অনেকে আবার বাড়িও নিয়ে যাচ্ছেন।
advertisement
4/6
নিম গাছটির বয়স মাত্র ২৫ বছর। সেদিক থেকে তরুণই বলা যায়। কিন্তু কীভাবে আপনাআপনিই এভাবে তরল পদার্থ নিঃসরণ হচ্ছে তা বুঝতে পারছেন না ভগবান সিং মীনা। তাঁর কথায়, অনেকেই এই তরল পান করেছেন, বাড়িতে নিয়ে গিয়েছেন। তাঁদের দাবি, তরল পান করার পর তাঁদের অনেক পুরনো রোগও সেরে গিয়েছে।
নিম গাছটির বয়স মাত্র ২৫ বছর। সেদিক থেকে তরুণই বলা যায়। কিন্তু কীভাবে আপনাআপনিই এভাবে তরল পদার্থ নিঃসরণ হচ্ছে তা বুঝতে পারছেন না ভগবান সিং মীনা। তাঁর কথায়, অনেকেই এই তরল পান করেছেন, বাড়িতে নিয়ে গিয়েছেন। তাঁদের দাবি, তরল পান করার পর তাঁদের অনেক পুরনো রোগও সেরে গিয়েছে।
advertisement
5/6
তবে অলৌকিকত্বের দাবি উড়িয়ে দিয়েছেন উদ্ভিদবিদ্যার অধ্যাপক ড. সীতারাম খান্ডেলওয়াল। এই ঘটনা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত, এর মধ্যে অলৌকিক কিছু নেই। অনেক সময় ছোট পোকামাকড় বা এফিড সংক্রমণের কারণে উদ্ভিদের ফ্লোয়েম টিস্যু ক্ষতিগ্রস্ত হয়। তখন ফ্লোয়েমে উপস্থিত তরল বেরিয়ে আসে। একে বলা হয় ‘নিম টোডি’।
তবে অলৌকিকত্বের দাবি উড়িয়ে দিয়েছেন উদ্ভিদবিদ্যার অধ্যাপক ড. সীতারাম খান্ডেলওয়াল। এই ঘটনা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত, এর মধ্যে অলৌকিক কিছু নেই। অনেক সময় ছোট পোকামাকড় বা এফিড সংক্রমণের কারণে উদ্ভিদের ফ্লোয়েম টিস্যু ক্ষতিগ্রস্ত হয়। তখন ফ্লোয়েমে উপস্থিত তরল বেরিয়ে আসে। একে বলা হয় ‘নিম টোডি’।
advertisement
6/6
ভগবান সিং মীনার নিম গাছেও কোনও সংক্রমণের কারণে ফ্লোয়েমে উপস্থিত তরল ঝরে পড়ছে। এটা আর অন্য কিছু নয় বলেই মত সীতারাম খান্ডেলওয়ালের। পাশাপাশি এই তরল পান করে রোগ সারার সম্ভাবনা নেই বলেও জানিয়েছেন তিনি।
ভগবান সিং মীনার নিম গাছেও কোনও সংক্রমণের কারণে ফ্লোয়েমে উপস্থিত তরল ঝরে পড়ছে। এটা আর অন্য কিছু নয় বলেই মত সীতারাম খান্ডেলওয়ালের। পাশাপাশি এই তরল পান করে রোগ সারার সম্ভাবনা নেই বলেও জানিয়েছেন তিনি।
advertisement
advertisement
advertisement