Sixth Mass Extinction: মহাপ্রলয়! ক্রমেই শূন্য হবে অক্সিজেন, জল বিষাক্ত এই ভাবেই ঘনিয়ে আসছে মহাবিনাশ, নিরন্তর সমীক্ষায় ভয়ানক দাবি

Last Updated:
Sixth Mass Extinction: ছাড় পাবেনা কেউ কোনও ভাবেই
1/23
আজ থেকে কোটি বছর আগে প্রলয় হয়েছিল ৷ এরফলে সারা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গিয়েছিল ডায়নাসোর ৷ সেই ঘটনার ফলে পঞ্চম সামুদ্রিক বিনাশ হয়েছিল ৷ প্রতীকী ছবি ৷
আজ থেকে কোটি বছর আগে প্রলয় হয়েছিল ৷ এরফলে সারা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গিয়েছিল ডায়নাসোর ৷ সেই ঘটনার ফলে পঞ্চম সামুদ্রিক বিনাশ হয়েছিল ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/23
বর্তমানে এই চর্চা চলছে সেই ভয়ঙ্কর প্রভাব আবার ফিরতে চলেছে ৷ ফের মহাপ্রলয় হতে চলেছে ৷ একে ডুস ডেও বলা হয়ে থাকে ৷ প্রতীকী ছবি ৷
বর্তমানে এই চর্চা চলছে সেই ভয়ঙ্কর প্রভাব আবার ফিরতে চলেছে ৷ ফের মহাপ্রলয় হতে চলেছে ৷ একে ডুস ডেও বলা হয়ে থাকে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/23
ষষ্ঠ মহাবিনাশ শুধুই জীবনজন্তু সহ বিভিন্ন প্রাণীই নয় মানুষও হতে পারে শেষ ৷ একটি বিজ্ঞান সংক্রান্ত রিপোর্টে জানতে পারা গিয়েছে ষষ্ঠ মহাবিনাশে জল ও অক্সিজেনের অভাব দেখা দিতে পারে, অন্তত এমনই সম্ভাবনা বলছে ৷ প্রতীকী ছবি ৷
ষষ্ঠ মহাবিনাশ শুধুই জীবনজন্তু সহ বিভিন্ন প্রাণীই নয় মানুষও হতে পারে শেষ ৷ একটি বিজ্ঞান সংক্রান্ত রিপোর্টে জানতে পারা গিয়েছে ষষ্ঠ মহাবিনাশে জল ও অক্সিজেনের অভাব দেখা দিতে পারে, অন্তত এমনই সম্ভাবনা বলছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/23
হিন্দুশাস্ত্র মতে যখন যখন প্রলয় দেখা দিয়েছে তখনই বিভিন্ন অবতারে বিধাতার আবিভার্ব হয়েছে ৷ এমন ঘটনা অতীতে এটি ঠিক ভাবে বলা যায়না ৷ তবে বিজ্ঞান সূত্রে খবর এর আগে মহাপ্রলয় বা সামুদ্রিক প্রলয় পাঁচবার হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
হিন্দুশাস্ত্র মতে যখন যখন প্রলয় দেখা দিয়েছে তখনই বিভিন্ন অবতারে বিধাতার আবিভার্ব হয়েছে ৷ এমন ঘটনা অতীতে এটি ঠিক ভাবে বলা যায়না ৷ তবে বিজ্ঞান সূত্রে খবর এর আগে মহাপ্রলয় বা সামুদ্রিক প্রলয় পাঁচবার হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/23
অর্থাৎ পূর্বজ পাঁচবার মহাপ্রলয় সামলেছেন ৷ এমন সময় হয়েছে একসঙ্গে পুরোপুরি প্রজাতি পৃথিবী থেকে গায়েব হয়ে যাবে ৷ প্রতীকী ছবি ৷
অর্থাৎ পূর্বজ পাঁচবার মহাপ্রলয় সামলেছেন ৷ এমন সময় হয়েছে একসঙ্গে পুরোপুরি প্রজাতি পৃথিবী থেকে গায়েব হয়ে যাবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/23
মহাবিনাশের দিনে মহাপ্রলয় হয়েছে ৷ পৃথিবীর ধ্বংস, মহাপ্রলয়, পৃথিবীর শেষ মানব জাতির অস্থিত্ব সঙ্কট দেখা দিয়েছে ৷ এটিই হল এক ভয়াবহ ঘটনা ৷ বৈজ্ঞানিকেরা মনে করেন পৃথিবীতে প্রথম প্রলয় দেখা দিয়েছিল সেখানে ৪৪ কোটি তিরিশ লক্ষ্য বছর আগে প্রলয় শুরু করেছে ৷ প্রতীকী ছবি ৷
মহাবিনাশের দিনে মহাপ্রলয় হয়েছে ৷ পৃথিবীর ধ্বংস, মহাপ্রলয়, পৃথিবীর শেষ মানব জাতির অস্থিত্ব সঙ্কট দেখা দিয়েছে ৷ এটিই হল এক ভয়াবহ ঘটনা ৷ বৈজ্ঞানিকেরা মনে করেন পৃথিবীতে প্রথম প্রলয় দেখা দিয়েছিল সেখানে ৪৪ কোটি তিরিশ লক্ষ্য বছর আগে প্রলয় শুরু করেছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/23
একটি সমীক্ষায় দাবি করা হয়েছে পৃথিবীতে যত জল আছে তা বরফে পরিণত হবে ৷ প্রথম মহাপ্রলয়ের পরে পৃথিবীতে থাকা সমস্ত জীবজন্তু সামুদ্রিক ঠান্ডায় মৃত হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
একটি সমীক্ষায় দাবি করা হয়েছে পৃথিবীতে যত জল আছে তা বরফে পরিণত হবে ৷ প্রথম মহাপ্রলয়ের পরে পৃথিবীতে থাকা সমস্ত জীবজন্তু সামুদ্রিক ঠান্ডায় মৃত হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/23
এই সময়ে ৮৬ প্রজাতি শেষ হয়েছে ৷ যারা বেঁচে গিয়েছে ৷ নতুন জলবায়ুর সঙ্গে মানিয়ে নিয়েছে ৷ ২০১৭ সালে কারেন্ট বায়োলজি জার্নালে জানতে পাওয়া গিয়েছে প্রথম মহাপ্রলয় সম্পর্কে ৷ প্রতীকী ছবি ৷
এই সময়ে ৮৬ প্রজাতি শেষ হয়েছে ৷ যারা বেঁচে গিয়েছে ৷ নতুন জলবায়ুর সঙ্গে মানিয়ে নিয়েছে ৷ ২০১৭ সালে কারেন্ট বায়োলজি জার্নালে জানতে পাওয়া গিয়েছে প্রথম মহাপ্রলয় সম্পর্কে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/23
পশ্চিমী দেশের মিডিয়া রিপোর্টে জানতে পারা গিয়েছে পৃথিবীতে দ্বিতীয় প্রলয় ৩৬ বছর আগে শুরু হয়েছিল ৷ তবে সঠিক সময় সম্বন্ধে বিশেষ কোনও ভাবে জানা গিয়েছে ৷ হঠাৎ করে অক্সিজেনের অভাব দেখা দিয়েছে ৷ প্রতীকী ছবি ৷
পশ্চিমী দেশের মিডিয়া রিপোর্টে জানতে পারা গিয়েছে পৃথিবীতে দ্বিতীয় প্রলয় ৩৬ বছর আগে শুরু হয়েছিল ৷ তবে সঠিক সময় সম্বন্ধে বিশেষ কোনও ভাবে জানা গিয়েছে ৷ হঠাৎ করে অক্সিজেনের অভাব দেখা দিয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
10/23
মনে করা হয় জ্বালামুখী হঠাৎ সক্রিয় হওয়ার পরে অক্সিজেন স্তর কম হয়ে থাকে ৷ এটি অত্যন্ত ভয়ানক সেই সময়ে ৭৫%-রও বেশি প্রজাতি শেষ হয়ে গিয়েছে ৷ বেশ কিছু মাছ ও প্রবাল ধ্বংসপ্রাপ্ত হয়ে গিয়েছে ৷ প্রতীকী ছবি ৷
মনে করা হয় জ্বালামুখী হঠাৎ সক্রিয় হওয়ার পরে অক্সিজেন স্তর কম হয়ে থাকে ৷ এটি অত্যন্ত ভয়ানক সেই সময়ে ৭৫%-রও বেশি প্রজাতি শেষ হয়ে গিয়েছে ৷ বেশ কিছু মাছ ও প্রবাল ধ্বংসপ্রাপ্ত হয়ে গিয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
11/23
মহাবিনাশের পরে অ্যাম্ফিবিয়ন রেষ্টাইল মেমল ভাগ করা শুরু করে দিয়েছে ৷ তৃতীয় প্রলয় অর্থাৎ মহাবিনাশকে বিজ্ঞানীরা অ্যান্ড পমিওন নাম দিয়েছেন ৷ একে চারকোল গ্যাপ নামেও অভিহিত করা হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
মহাবিনাশের পরে অ্যাম্ফিবিয়ন রেষ্টাইল মেমল ভাগ করা শুরু করে দিয়েছে ৷ তৃতীয় প্রলয় অর্থাৎ মহাবিনাশকে বিজ্ঞানীরা অ্যান্ড পমিওন নাম দিয়েছেন ৷ একে চারকোল গ্যাপ নামেও অভিহিত করা হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
12/23
প্রায় ২৫ কোটি বছর আগে সাইবেরিয়ায় একটি জ্বালামুখী যখন ফাটতে শুরু করেছে সেই সময়ে আকাশে বাতাসে অ্যাসিড ছড়িয়ে পড়তে শুরু করে ৷ ওজনস্তর ফেটে গিয়েছিল ৷ এরপরেই পৃথিবীতে অতি বেগুনি রশ্মি তাণ্ডব সৃষ্টি করেছে ৷ তখন জঙ্গল ভস্ম হয়েছে বিভিন্ন প্রজাতি শেষ করেছে ৷ প্রতীকী ছবি ৷
প্রায় ২৫ কোটি বছর আগে সাইবেরিয়ায় একটি জ্বালামুখী যখন ফাটতে শুরু করেছে সেই সময়ে আকাশে বাতাসে অ্যাসিড ছড়িয়ে পড়তে শুরু করে ৷ ওজনস্তর ফেটে গিয়েছিল ৷ এরপরেই পৃথিবীতে অতি বেগুনি রশ্মি তাণ্ডব সৃষ্টি করেছে ৷ তখন জঙ্গল ভস্ম হয়েছে বিভিন্ন প্রজাতি শেষ করেছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
13/23
চতুর্থবার পৃথিবীতে মহাপ্রলয় বা মৃত্যুর তাণ্ডব ২১ বছর আগে সমস্যা সৃষ্টি করেছিল ৷ এইবারে লাগাতার মহাপ্রলয় জ্বালামুখী পৃথিবীতে কোন কোন স্তরে প্রস্তুত ছিল ৷ ডায়নাসোর ও কুমিরের বিশেষ প্রজাতি নিজেদের রক্ষা করা হয়েছিল ৷ প্রতীকী ছবি ৷
চতুর্থবার পৃথিবীতে মহাপ্রলয় বা মৃত্যুর তাণ্ডব ২১ বছর আগে সমস্যা সৃষ্টি করেছিল ৷ এইবারে লাগাতার মহাপ্রলয় জ্বালামুখী পৃথিবীতে কোন কোন স্তরে প্রস্তুত ছিল ৷ ডায়নাসোর ও কুমিরের বিশেষ প্রজাতি নিজেদের রক্ষা করা হয়েছিল ৷ প্রতীকী ছবি ৷
advertisement
14/23
পঞ্চম সামুদ্রিক বিনাশকে অ্যান্ড উিটেশিওস নাম দেওয়া হয়েছে ৷ অ্যাস্টোরয়েড পৃথিবীর সঙ্গে সংঘর্ষের কারণ হিসাবে চিহ্নিত করা হয়েছে ৷ বিজ্ঞানীরা মনে করেন ঠিক এই সময়েই পৃথিবী থেকে বিলুপ্ত হয়েছিল ডায়নাসোর ৷ প্রতীকী ছবি ৷
পঞ্চম সামুদ্রিক বিনাশকে অ্যান্ড উিটেশিওস নাম দেওয়া হয়েছে ৷ অ্যাস্টোরয়েড পৃথিবীর সঙ্গে সংঘর্ষের কারণ হিসাবে চিহ্নিত করা হয়েছে ৷ বিজ্ঞানীরা মনে করেন ঠিক এই সময়েই পৃথিবী থেকে বিলুপ্ত হয়েছিল ডায়নাসোর ৷ প্রতীকী ছবি ৷
advertisement
15/23
প্রায় ৬ কোটি বছর আগে এই বিষয় নিয়েই নানান তর্ক বিতর্ক শুরু হয়েছে ৷ এটি সব থেকে ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হয়েছে ৷ এই প্রলয় নিয়েই নানান ধরনের অধ্যয়ন শুরু হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
প্রায় ৬ কোটি বছর আগে এই বিষয় নিয়েই নানান তর্ক বিতর্ক শুরু হয়েছে ৷ এটি সব থেকে ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হয়েছে ৷ এই প্রলয় নিয়েই নানান ধরনের অধ্যয়ন শুরু হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
advertisement
advertisement