প্রাক্তন পাক-প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়েকে চেনেন? কোটি টাকার মালকিন মরিয়ম ঝড় তুলেছেন সোশ্যাল মিডিয়ায়
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
Maryam Nawaz Net Worth: মরিয়মের মোট সম্পত্তি রয়েছে ৮৪.২ কোটি পাকিস্তানি টাকা (ভারতীয় মুদ্রায় ২৫ কোটি)।
এক সময়ে সাহিত্যে সুন্দরী রমণীকে ধনি সম্বোধন করা হত। আজ আমরা যে ধনির কথা বলতে চলেছি, তিনি কিন্তু রীতিমতো ধনীও!নএকদিকে মরিয়ম নওয়াজ নিজের সৌন্দর্যের কারণে প্রায়শই খবরের শিরোনামে থাকেন, অন্য দিকে, তিনি পাকিস্তানের রাজনীতিতেও বেশ সক্রিয় চরিত্র। সম্প্রতি, পাকিস্তানের সংবাদ ওয়েবসাইট জিও নিউজ ৫০ বছর বয়সী মরিয়ম নওয়াজের সম্পদ সম্পর্কিত একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
advertisement
সেই প্রতিবেদনের হিসাব অনুযায়ী, মরিয়মের মোট সম্পত্তি রয়েছে ৮৪.২ কোটি পাকিস্তানি টাকা (ভারতীয় মুদ্রায় ২৫ কোটি)।পাকিস্তানের এনএ-১১৯ আসনের জন্য তাঁর মনোনয়নপত্রের সঙ্গে পিএমএল-এন প্রধান সংগঠকের জমা দেওয়া বিবরণ অনুসারে, মরিয়ম লাহোরে ১৫০০ কানাল অর্থাৎ ১৮৮ একর জমির মালকিন।
advertisement
প্রদত্ত তথ্যে আরও দেখা গিয়েছে যে, গত ১ বছরে তাঁর সম্পদ ৪ মিলিয়ন পাকিস্তানি মুদ্রায় বেড়েছে (ভারতীয় মুদ্রায় ১২ লক্ষ)। ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর মরিয়মের নিজস্ব কোনও গাড়ি নেই। মনোনয়ন ফর্মে জমা দেওয়া তথ্য থেকেও বিষয়টি জানা গিয়েছে। এছাড়াও তিনি ভাই হাসান নওয়াজের কাছে ২৮.৯ মিলিয়ন টাকা ঋণ নিয়েছেন। তিনবার পাকিস্তানের প্রধানমন্ত্রী থাকা নওয়াজ শরিফের মেয়ে নির্বাচন কমিশনে জমা দেওয়া নথিতে উল্লেখ করেছেন যে তাঁর কাছে ১৭.৫ লক্ষ পাকিস্তানি রুপি মূল্যের সোনা রয়েছে।
advertisement
যেখানে তাঁর বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক কোটির বেশি পাকিস্তানি রুপি জমা রয়েছে। শুরু থেকেই মরিয়ম তাঁর বাবা নওয়াজ শরিফের খুব কাছের মানুষ ছিলেন। পাকিস্তানে থাকার সময় তিনি তাঁর বাবার জন্য লড়াইও করেছেন। মরিয়মের বেশ কয়েকটি কোম্পানিতে ১২.২ মিলিয়ন পাকিস্তানি রুপি মূল্যের শেয়ার রয়েছে। প্রসঙ্গত জানিয়ে জানিয়ে রাখা উচিত যে, ৩০ ডিসেম্বর পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) বিভিন্ন আসন থেকে মরিয়মের মনোনয়নপত্র অনুমোদন করেছে। এর আগে মরিয়মের মুখপাত্র বলেছিলেন, মরিয়মের দল তাঁর পছন্দের স্থান থেকেই নির্বাচনে লড়বেন।
advertisement
মরিয়ম একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাকে বিয়ে করেছেন, মরিয়মের স্বামীর নাম মহম্মদ সফদার আওয়ান, যাঁর বয়স ৫৯ বছর। সফদার পাকিস্তানের রাজনীতিতেও সক্রিয়। তবে রাজনীতিতে আসার আগে তিনি পাকিস্তান সেনাবাহিনীতে নিযুক্ত ছিলেন। মরিয়ম নওয়াজ ও সফদারের মোট ৩টি সন্তান রয়েছে। মিডিয়া রিপোর্ট অনুসারে, মরিয়মকে তাঁর স্বামী ২০০৬ মডেলের একটি বিএমডব্লিউ উপহার দিয়েছিলেন, যার আনুমানিক মূল্য ৬০ লক্ষ টাকা।