Why Is This District Name Birbhum: ইতিহাসে মোড় বীরভূম জেলা, প্রাচীনকাল থেকে শুরু করে ব্রিটিশ আমল পর্যন্ত বিস্তৃত, জানেন কেন এই জেলার নাম 'বীরভূম'?
- Reported by:Souvik Roy
- hyperlocal
- Published by:Pooja Basu
Last Updated:
ইতিহাসে বীরভূম জেলায় একাধিকবার ধর্মীয় ও সাংস্কৃতিক আন্দোলন হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক প্রতিষ্ঠিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এই জেলার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একটি প্রতিষ্ঠান। ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে প্রাধান্য পেয়েছে এই শান্তিনিকেতনের বেশ কিছু জায়গা।
advertisement
আর এই বীরভূম, জেলার সদর দফতর সিউড়ি শহরে অবস্থিত। বোলপুর, রামপুরহাট ও সাঁইথিয়া এই তিনটি শহরের ওপর ভিত্তি করে জেলা। বীরভূম জেলার পশ্চিমে ভারতের ঝাড়খণ্ড রাজ্যের জামতাড়া, দুমকা ও পাকুড় জেলা এবং অপর তিন দিকে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান জেলা অবস্থিত।ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
বীরভূমকে বলা হয় রাঙামাটির দেশ। এই জেলার ভূসংস্থান ও সাংস্কৃতিক ঐতিহ্য পশ্চিমবঙ্গের অন্যান্য জেলার তুলনায় একটু হলেও আলাদা৷ জেলাটির পশ্চিমাঞ্চল ছোটোনাগপুর মালভূমির অন্তর্গত ঝোপঝাড়ে পরিপূর্ণ একটি এলাকা। এই অঞ্চলটি পশ্চিমদিক থেকে ক্রমশ ঢালু হয়ে নেমে এসে মিশেছে পূর্বদিকের পলিগঠিত উর্বর কৃষিজমিতে।ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
ইতিহাসে বীরভূম জেলায় একাধিকবার ধর্মীয় ও সাংস্কৃতিক আন্দোলন হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক প্রতিষ্ঠিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এই জেলার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একটি প্রতিষ্ঠান। ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে প্রাধান্য পেয়েছে এই শান্তিনিকেতনের বেশ কিছু জায়গা। শান্তিনিকেতনের পৌষমেলা ও জয়দেব কেন্দুলির বাউল মেলা বিশেষ গুরুত্বপূর্ণ।ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
আপনি কি জানেন বীরভূম শব্দের মধ্যে বীর শব্দের মানে কী? "বীরভূম" নামটির সম্ভাব্য উৎস "বীরভূমি" শব্দটি; যার অর্থ "বীরের দেশ"। অন্য একটি মতে, রাজা বীর মল্লের নামানুসারে এই জেলার নামকরণ করা হয়েছে। অপর পক্ষে, সাঁওতালি ভাষায় বীর শব্দের অর্থ বন, অর্থাৎ, বীরভূম শব্দের অপর অর্থ বনভূমি হওয়ার সম্ভাবনাও রয়েছে।ছবি ও তথ্য: সৌভিক রায়






