

♦ জৈষ্ঠ্য মাসের মঙ্গলবার ৷ এই মাসের শনি ও মঙ্গলবারকে অত্যন্ত শুভ মনে করা হয় ৷ বলা হয়, এই মাসের শনি ও মঙ্গলবার দেবী ষষ্ঠীর পুজো-অর্চনা করলে পূণ্য লাভ হয় ৷


♦ এর পাশাপাশি শনি ও মঙ্গলবার সঙ্কচমোচনের পুজো করারও বিধান রয়েছে ৷ বজরংবলীর পুজো করলে কোনও বাধা থাকে না ৷ এর পাশাপাশি সমস্ত অর্থ কষ্ট দূর হয়ে যায় ৷


♦ তবে, এদিনটিতে সঙ্কচমোচন হনুমানের কৃপা পেতে অবশ্যই ভোগ নিবেদন করবেন ৷ তিনি লাড্ডুভোগেই সন্তুষ্ট ৷


♦ এরই সঙ্গে মঙ্গলবার একটি বিশেষ আরতি করলে অর্থ কষ্ট দূর হয়, এর পাশাপাশি যে কোনও ফারাও কেটে যায় ৷ সেই আরতি মন্ত্রটি হল-‘‘মঙ্গল মূরতি মারুতি নন্দন


♦ সকল অমঙ্গল ভুল নিকন্দন, পবন তনয় সতন হিতকারী, হৃদয় বিরাজত অবধ বিহারী, মাত-পিতা গুরু গণপত শারদ


♦ শিবা সমেত শুভ সুক নারদ, চরণ বন্দি বিনবো সব কাহু, দেহু রাম পদ নেহ নিবারু, বন্দহু রাম লক্ষ্মণ বৈদহী, য়হ তুলসী কে প্রেমা সনেহী ৷’’