ট্রেনে করে ব্যাগ নিয়ে যেতেন, ফিরতেন 'কোটিপতি' হয়ে! RPF প্রশ্ন করল 'কী কাজ করেন?' যুবক যা বললেন... সবাই স্তম্ভিত!

Last Updated:
Indian Railways: সে হরিয়ানা থেকে ব্যাগ নিয়ে রওনা দিত, বিহারে গিয়ে কোটিপতি হয়ে উঠত তারপরই নজরে পড়ল আরপিএফ-জিআরপির। জিজ্ঞাসা করা হল তুমি কী কাজ করো? উত্তরে যা বলল, তাতে রীতিমতো চমকে গেল সকলে।
1/10
সে হরিয়ানা থেকে ব্যাগ নিয়ে রওনা দিত, বিহারে গিয়ে কোটিপতি হয়ে উঠত তারপরই নজরে পড়ল আরপিএফ-জিআরপির। জিজ্ঞাসা করা হল তুমি কী কাজ করো? উত্তরে যা বলল, তাতে রীতিমতো চমকে গেল সকলে।
সে হরিয়ানা থেকে ব্যাগ নিয়ে রওনা দিত, বিহারে গিয়ে কোটিপতি হয়ে উঠত তারপরই নজরে পড়ল আরপিএফ-জিআরপির। জিজ্ঞাসা করা হল তুমি কী কাজ করো? উত্তরে যা বলল, তাতে রীতিমতো চমকে গেল সকলে।
advertisement
2/10
ভারতে রোজ লক্ষ লক্ষ মানুষ রেলপথে যাতায়াত করেন। কারণ, রেলযাত্রা একদিকে যেমন সাশ্রয়ী, তেমনি আরামদায়কও। কিন্তু বর্তমানে একাধিক ট্রেনে এই কারবারিরা অবাধে ঘুরে বেড়াচ্ছে।
ভারতে রোজ লক্ষ লক্ষ মানুষ রেলপথে যাতায়াত করেন। কারণ, রেলযাত্রা একদিকে যেমন সাশ্রয়ী, তেমনি আরামদায়কও। কিন্তু বর্তমানে একাধিক ট্রেনে এই কারবারিরা অবাধে ঘুরে বেড়াচ্ছে।
advertisement
3/10
বিহারে মদের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি রয়েছে। এখানে কেউ মদ কিনতে বা বিক্রি করতে পারে না। তবু যেন মদপ্রেমীদের মন ভাঙতে না হয়, সেই ব্যবস্থা রেখেছে কিছু মানুষ—অবৈধ পথে তারা মদ পৌঁছে দিচ্ছে 'ড্রাই স্টেট' বিহারে।
বিহারে মদের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি রয়েছে। এখানে কেউ মদ কিনতে বা বিক্রি করতে পারে না। তবু যেন মদপ্রেমীদের মন ভাঙতে না হয়, সেই ব্যবস্থা রেখেছে কিছু মানুষ—অবৈধ পথে তারা মদ পৌঁছে দিচ্ছে 'ড্রাই স্টেট' বিহারে।
advertisement
4/10
এই মুহূর্তে কানপুর সেন্ট্রাল হয়ে বিহারে মদ পাচারের রুট হয়ে উঠেছে বেশ সহজ। কানপুর সেন্ট্রাল থেকে বিহারগামী একাধিক ট্রেনে মদ পাঠানো হচ্ছে। কানপুরের জিআরপি ও আরপিএফ প্রতিদিনই এই পাচারের ঘটনা ফাঁস করছে।
এই মুহূর্তে কানপুর সেন্ট্রাল হয়ে বিহারে মদ পাচারের রুট হয়ে উঠেছে বেশ সহজ। কানপুর সেন্ট্রাল থেকে বিহারগামী একাধিক ট্রেনে মদ পাঠানো হচ্ছে। কানপুরের জিআরপি ও আরপিএফ প্রতিদিনই এই পাচারের ঘটনা ফাঁস করছে।
advertisement
5/10
সম্প্রতি কানপুর সেন্ট্রাল রেলওয়ে স্টেশনে নজরদারি চালাচ্ছিল আরপিএফ। রাতে এক যুবককে ট্রেন ধরার অপেক্ষায় বসে থাকতে দেখা যায়। তার সঙ্গে ছিল একাধিক ব্যাগ ও বস্তা। জিজ্ঞাসাবাদে সে জানায়, সে হরিয়ানা থেকে এসেছে এবং বিহারে যাবে। এরপর আরপিএফ ব্যাগ খুলতেই হতবাক হয়ে যায়। কী ছিল তাতে? জানতে পড়ে নিন পুরো ঘটনা।
সম্প্রতি কানপুর সেন্ট্রাল রেলওয়ে স্টেশনে নজরদারি চালাচ্ছিল আরপিএফ। রাতে এক যুবককে ট্রেন ধরার অপেক্ষায় বসে থাকতে দেখা যায়। তার সঙ্গে ছিল একাধিক ব্যাগ ও বস্তা। জিজ্ঞাসাবাদে সে জানায়, সে হরিয়ানা থেকে এসেছে এবং বিহারে যাবে। এরপর আরপিএফ ব্যাগ খুলতেই হতবাক হয়ে যায়। কী ছিল তাতে? জানতে পড়ে নিন পুরো ঘটনা।
advertisement
6/10
এদিকে বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনের জেরে বেড়েছে মদের চোরাচালান। হরিয়ানা থেকে মদ বিহারে পৌঁছে দেওয়ার চেষ্টায় সক্রিয় পাচারকারীরা। তবে কড়া নজরদারি চালাচ্ছে জিআরপি ও আরপিএফ। এই কাজে সাতটি আলাদা টিম গঠন করা হয়েছে।
এদিকে বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনের জেরে বেড়েছে মদের চোরাচালান। হরিয়ানা থেকে মদ বিহারে পৌঁছে দেওয়ার চেষ্টায় সক্রিয় পাচারকারীরা। তবে কড়া নজরদারি চালাচ্ছে জিআরপি ও আরপিএফ। এই কাজে সাতটি আলাদা টিম গঠন করা হয়েছে।
advertisement
7/10
এই অভিযানেই কানপুর সেন্ট্রাল রেলওয়ে স্টেশন থেকে ধরা পড়েছে এক কুখ্যাত মদ পাচারকারী। ধৃতের নাম অমিত কুমার, বয়স ২১ বছর। সে বিহারের খাগাড়িয়া জেলার বাসিন্দা।
এই অভিযানেই কানপুর সেন্ট্রাল রেলওয়ে স্টেশন থেকে ধরা পড়েছে এক কুখ্যাত মদ পাচারকারী। ধৃতের নাম অমিত কুমার, বয়স ২১ বছর। সে বিহারের খাগাড়িয়া জেলার বাসিন্দা।
advertisement
8/10
অমিতের কাছ থেকে উদ্ধার হয়েছে ২০০-রও বেশি মদের বোতল এবং ২ ডজনেরও বেশি বিয়ার। উদ্ধার হওয়া মদের বাজারমূল্য আনুমানিক ১ লক্ষ ১০ হাজার টাকা। এই অভিযান চালানো হয় এডিজি রেলওয়ে প্রকাশ ডি-র নির্দেশে এবং এসপি রেলওয়ে প্রয়াগরাজ প্রশান্ত বর্মার তত্ত্বাবধানে।
অমিতের কাছ থেকে উদ্ধার হয়েছে ২০০-রও বেশি মদের বোতল এবং ২ ডজনেরও বেশি বিয়ার। উদ্ধার হওয়া মদের বাজারমূল্য আনুমানিক ১ লক্ষ ১০ হাজার টাকা। এই অভিযান চালানো হয় এডিজি রেলওয়ে প্রকাশ ডি-র নির্দেশে এবং এসপি রেলওয়ে প্রয়াগরাজ প্রশান্ত বর্মার তত্ত্বাবধানে।
advertisement
9/10
ডিএসপি কানপুর দুষ্যন্ত কুমার সিংয়ের নেতৃত্বে গঠিত টিম হ্যারিসগঞ্জ ব্রিজের কাছে ১৬ জুলাই বিকেল ৫টা ৩০ মিনিট নাগাদ ধৃতকে পাকড়াও করে। একটি পাকা রাস্তা থেকে তেঁতুল গাছের নিচে দাঁড়িয়ে ট্রেন ধরার অপেক্ষায় ছিল সে। তার লক্ষ্য ছিল এই মদ বিহারে পাচার করা। পুলিশ মামলা রুজু করে পরবর্তী পদক্ষেপ নিচ্ছে।
ডিএসপি কানপুর দুষ্যন্ত কুমার সিংয়ের নেতৃত্বে গঠিত টিম হ্যারিসগঞ্জ ব্রিজের কাছে ১৬ জুলাই বিকেল ৫টা ৩০ মিনিট নাগাদ ধৃতকে পাকড়াও করে। একটি পাকা রাস্তা থেকে তেঁতুল গাছের নিচে দাঁড়িয়ে ট্রেন ধরার অপেক্ষায় ছিল সে। তার লক্ষ্য ছিল এই মদ বিহারে পাচার করা। পুলিশ মামলা রুজু করে পরবর্তী পদক্ষেপ নিচ্ছে।
advertisement
10/10
সে হরিয়ানা থেকে ব্যাগ নিয়ে রওনা দিত, বিহারে গিয়ে কোটিপতি হয়ে উঠত তারপরই নজরে পড়ল আরপিএফ-জিআরপির। জিজ্ঞাসা করা হল তুমি কী কাজ করো? উত্তরে যা বলল, তাতে রীতিমতো চমকে গেল সকলে।
সে হরিয়ানা থেকে ব্যাগ নিয়ে রওনা দিত, বিহারে গিয়ে কোটিপতি হয়ে উঠত তারপরই নজরে পড়ল আরপিএফ-জিআরপির। জিজ্ঞাসা করা হল তুমি কী কাজ করো? উত্তরে যা বলল, তাতে রীতিমতো চমকে গেল সকলে।
advertisement
advertisement
advertisement