জগন্নাথ বলরাম ও সুভদ্রার আশীর্বাদ জীবনের চলার পথে বিভিন্ন সময়েই কাজে লাগে ৷ জীবনে চলার পথে যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন জগন্নাথ-বলভদ্র-সুভদ্রার আশীর্বাদে জীবন অত্যন্ত সুন্দর হয়ে ওঠে ৷ জগন্নাথ-বলভদ্র-সুভদ্রার আশীর্বাদে জীবন সুন্দর হয়ে ওঠে ৷ বাধা বিপত্তি কাটে এক নিমেষেই ৷ বিপুল শক্তির অন্য নাম শ্রীশ্রী জগন্নাথদেব ৷ জগন্নাথদেবের কৃপায় প্রতি মুহূর্তেই জীবন সমৃদ্ধ হয় ৷ নীচতা যখন মানুষের মনুষ্যত্বকে কলুষিত করে ঠিক তখনই জগন্নাথ ভজন সঠিক পথের দিশা দেয় ৷