

হিন্দু ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত পুণ্যের ধর্মীয় অনুষ্ঠান জন্মাষ্টমী৷ ভগবান শ্রীকৃষ্ণের জন্মের মুহূর্তকে উদযাপন করা হয় এই অনুষ্ঠানে৷ কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ ভূমিষ্ঠ হয়েছিলেন৷ শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে হচ্ছে জন্মাষ্টমীর উদযাপন৷ এবারের ক্যালেন্ডারের তারিখ অনুযায়ী ১১ অগাস্ট মঙ্গলবার শ্রীকৃষ্ণের জন্মদিন পড়েছে৷ Photo- File


এই উদযাপনকে অনেক সময় গোকুলাষ্টমী, শ্রীকৃষ্ণ জয়ন্তীও বলা হয়৷ তবে সবচেয়ে জনপ্রিয় নাম জন্মাষ্টমী৷ সারা ভারতেই এই পর্ব বিশাল আচার অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয়৷ তবে মথুরা ও বৃন্দাবনে এই উদযাপনের মাত্রা হয় রাজকীয়৷Photo- File


কৃষ্ণ জন্মাষ্টমী ১১ অগাস্টে পড়েছে৷ তবে পূজা ও উপবাস অনেকেই ১২ অগাস্টে রাখবেন৷ আর সেদিনই রাত ১২টায় হবে জন্মাষ্টমীর বিশেষ পূজার্চনা৷ এবারের অষ্টমী তিথি পঞ্জিকামতে পড়েছে ১১ অগাস্ট সকাল ৯.০৬-এ ৷ আর এটা শেষ হবে ১২ অগাস্ট সকাল ১১.১৬ তে৷ হিন্দু মতে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে নতুন দিন শুরু হয়৷Photo- File