উপোস করুন সকাল থেকেই, প্রভু শ্রীকৃষ্ণের পূজা করুন ‘এই’ বিশেষ নির্ঘন্ট মেনে,তাহলেই মুক্তি
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
সমস্ত বিপদের নাশ হয় তাঁর নামে ৷ শ্রীকৃষ্ণের জন্মের পবিত্র মুহূর্তে আজও মানুষ মেতে ওঠেন উৎসবে ৷
হিন্দু ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত পুণ্যের ধর্মীয় অনুষ্ঠান জন্মাষ্টমী৷ ভগবান শ্রীকৃষ্ণের জন্মের মুহূর্তকে উদযাপন করা হয় এই অনুষ্ঠানে৷ কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ ভূমিষ্ঠ হয়েছিলেন৷ শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে -র অষ্টমী তিথিতে হচ্ছে জন্মাষ্টমীর উদযাপন৷ এবারের ক্যালেন্ডারের তারিখ অনুযায়ি ১১ অগাস্ট মঙ্গলবার শ্রীকৃষ্ণের জন্মদিন পড়েছে৷ Photo- File
advertisement
advertisement
কৃষ্ণ জন্মাষ্টমী ১১ অগাস্টে পড়েছে৷ তবে পূজা ও উপবাস অনেকেই ১২ অগাস্টে রাখবেন৷ আর সেদিনই রাত ১২টায় হবে জন্মাষ্টমীর বিশেষ পূজাঅর্চনা৷ এবারের অষ্টমী তিথি পঞ্জিকামতে পড়েছে ১১ অগাস্ট সকাল ৯.০৬-এ ৷ আর এটা শেষ হবে ১২ অগাস্ট সকাল ১১.১৬ তে৷ হিন্দু মতে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে নতুন দিন শুরু হয়৷Photo- File
advertisement