Kojagari Lakshmi Puja 2021|| শুভ সময় ঠিক ৫২ মিনিট! সহায় হবেন ভাগ্যদেবী, দু-দিনের কোজাগরী লক্ষ্মী পুজোর নির্ঘণ্ট জানুন...
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Kojagari Lakshmi Puja 2021 Timing & Vidhi: এ বারে অর্থাৎ ২০২১ সালের কোজাগরী লক্ষ্মী পুজো পড়েছে দু-দিন। ১৯ এবং ২০ অক্টোবর । ১৯ তারিখ সন্ধ্যা ৭ টা বেজে ০৩ মিনিটে শুরু হবে তিথি এবং ২০ অক্টোবর রাত্রি ৮ টা বেজে ২৬ মিনিটে শেষ হবে।
*দুর্গা প্রতিমা নিরঞ্জনেরসঙ্গে সঙ্গেই শুরু হয়ে গিয়েছে কোজাগরী লক্ষ্মী পুজোর (Lakshmi Puja) প্রস্তুতি। দুর্গোৎসবের পর আশ্বিন মাসের শেষ পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মী দেবীর আরাধনা করা হয়। মূলত বাংলা, অসম এবং ওড়িশায় এ দিনের পূর্ণিমায় পুজো করার চল রয়েছে। এই পূর্ণিমাকে দেশের বিভিন্ন প্রান্তে 'শারদ পূর্ণিমা'ও (Sharad Purnima) বলা হয়। সংগৃহীত ছবি।
advertisement
*মা লক্ষ্মী (Goddess Lakshmi) ধনসম্পদের দেবী। সৌভাগ্য এবং শান্তির প্রতীক। সৌভাগ্য ও সমৃদ্ধির জন্য বাঙালির ঘরে ঘরে লক্ষ্মী দেবীর আরাধনা করা হয়। বেশিরভাগ বাঙালির ঘরে বছর ভর প্রতি বৃহস্পতিবার লক্ষ্মীর পুজো করে থাকেন। তবে আশ্বিন মাসের শেষ পূর্ণিমা তিথিতে যে লক্ষ্মীর পুজো করা হয় তা হল কোজাগরী লক্ষ্মী পুজো। সংগৃহীত ছবি।
advertisement
*এ ছাড়াও লক্ষ্মী সম্পদের দেবী হওয়ায় তাঁকে ভাদ্র সংক্রান্তি, পৌষ সংক্রান্তি ও চৈত্র সংক্রান্তিতে এবং আশ্বিন পূর্ণিমা ও দীপাবলীর দিনেও মা লক্ষ্মীর পুজো করা হয়। কোজাগরী পূর্ণিমার দিন ঘরে ঘরে পূজিত হন মা লক্ষ্মী। ধন, যশ, খ্যাতি, সুস্বাস্থ্যের জন্য দেবী লক্ষ্মীর আরাধনায় মেতে ওঠে বাংলার প্রায় প্রতিটা পরিবার। সংগৃহীত ছবি।
advertisement
*এ বারে অর্থাৎ ২০২১ সালের কোজাগরী লক্ষ্মী পুজো পড়েছে দু-দিন। ১৯ এবং ২০ অক্টোবর । ১৯ তারিখ সন্ধ্যা ৭ টা বেজে ০৩ মিনিটে শুরু হবে তিথি এবং ২০ অক্টোবর রাত্রি ৮ টা বেজে ২৬ মিনিটে শেষ হবে। এই সময়ের মধ্যে বাড়িতে মা লক্ষ্মীর আরাধনা করা যাবে। তবে তার মধ্যেও শুভ সময় ১৯ অক্টোবর রাত ১১.৩৫ মিনিট থেকে ১২.২৭ মিনিট (৫২ মিনিট) পর্যন্ত।সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement