Knowledge Story: চাঁদে যাওয়ার ধুম! জানেন, ভারতের আগে কোন দেশ পা রেখেছেন চাঁদের মাটিতে?

Last Updated:
Knowledge Stroy: চন্দ্রযান-৩-এর প্রাথমিক লক্ষ্য হল চাঁদের মাটিতে নিরাপদে সফট ল্যান্ডিং করে রোভারটিকে স্থাপন করা। কিন্তু অনকেই জানে না ভারতের আগে চাঁদে পৌঁছেছে কোন কোন দেশ?
1/5
১৪ জুলাই শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে যাত্রা শুরু করেছে চন্দ্রযান-৩। চাঁদে মহাকাশযান অবতরণকারীদের তালিকায় চতুর্থ দেশ হিসেবে নাম তুলতে চলেছে ভারত।
১৪ জুলাই শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে যাত্রা শুরু করেছে চন্দ্রযান-৩। চাঁদে মহাকাশযান অবতরণকারীদের তালিকায় চতুর্থ দেশ হিসেবে নাম তুলতে চলেছে ভারত।
advertisement
2/5
চন্দ্রযান-৩-এর প্রাথমিক লক্ষ্য হল চাঁদের মাটিতে নিরাপদে সফট ল্যান্ডিং করে রোভারটিকে স্থাপন করা। এরপর রোভারটি চাঁদে কিছু পরীক্ষা-নিরীক্ষা চালাবে। কিন্তু অনকেই জানে না ভারতের আগে চাঁদে পৌঁছেছে কোন কোন দেশ?
চন্দ্রযান-৩-এর প্রাথমিক লক্ষ্য হল চাঁদের মাটিতে নিরাপদে সফট ল্যান্ডিং করে রোভারটিকে স্থাপন করা। এরপর রোভারটি চাঁদে কিছু পরীক্ষা-নিরীক্ষা চালাবে। কিন্তু অনকেই জানে না ভারতের আগে চাঁদে পৌঁছেছে কোন কোন দেশ?
advertisement
3/5
চাঁদের মাটিতে মহাকাশযানের প্রথম সফল অবতরণ করায় রাশিয়া। ১৯৫৯ সালে ‘লুনা ২’ চন্দ্রযান সফল ভাবে চাঁদ ছুঁয়েছিল।
চাঁদের মাটিতে মহাকাশযানের প্রথম সফল অবতরণ করায় রাশিয়া। ১৯৫৯ সালে ‘লুনা ২’ চন্দ্রযান সফল ভাবে চাঁদ ছুঁয়েছিল।
advertisement
4/5
ঠিক ১০ বছর পর ১৯৬৯ সালে চাঁদের বুকে প্রথম মানুষ পাঠায় আমেরিকা। অ্য়াপেলো মিশনে সফল ভাবে চাঁদের মাটিতে অবতরণ করে মানুষ।
ঠিক ১০ বছর পর ১৯৬৯ সালে চাঁদের বুকে প্রথম মানুষ পাঠায় আমেরিকা। অ্য়াপেলো মিশনে সফল ভাবে চাঁদের মাটিতে অবতরণ করে মানুষ।
advertisement
5/5
তারপর, সফল চন্দ্রাভিযান ছিল চিনের চ্যাংই-৩ মিশন। ২০১৩ সালে চন্দ্রপৃষ্ঠে সফল অবতরণ করে চ্যাংই-৩। এবার সারাদেশ তাকিয়ে ভারতের দিকে।
তারপর, সফল চন্দ্রাভিযান ছিল চিনের চ্যাংই-৩ মিশন। ২০১৩ সালে চন্দ্রপৃষ্ঠে সফল অবতরণ করে চ্যাংই-৩। এবার সারাদেশ তাকিয়ে ভারতের দিকে।
advertisement
advertisement
advertisement