কোন গন্ধ পেলে সাপ পালায় জানেন? উত্তর শুনলে চমকে যাবেন আপনিও
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
Knowledge Story: সাধারণ জ্ঞানের প্রশ্ন প্রায় সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ড করে। আবার ক্যুইজেও জিজ্ঞেস করা হয়। এসবের নিয়মিত চর্চা করলে সাধারণ জ্ঞানের পরিসর বাড়ে।
সরকারি চাকরির পরীক্ষা কিংবা ইন্টারভিউতে অনেক সাধারণ জ্ঞানের প্রশ্ন করা হয়। যার পোশাকি নাম জেনারেল নলেজ বা জিকে। এসবের রীতিমতো চর্চা করতে হয়। নাহলে উত্তর দেওয়া মুশকিল। সাধারণ জ্ঞানের প্রশ্ন প্রায় সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ড করে। আবার ক্যুইজেও জিজ্ঞেস করা হয়। এসবের নিয়মিত চর্চা করলে সাধারণ জ্ঞানের পরিসর বাড়ে। Representational Image
advertisement
উত্তরগুলো রীতিমতো চমকপ্রদ। দৈনন্দিন জীবনে কাজেও লাগে। যাঁরা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের জন্য খুব উপকারী। এখানে রইল সেরকমই কিছু প্রশ্নোত্তর। প্রশ্ন ১: যমুনা নদীর উৎসস্থল কোথায়?
উত্তর ১: যমুনা নদীর উৎসস্থল হল যমুনোত্রী হিমবাহ। এটি উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলার বন্ধরপুঞ্চ শৃঙ্গে অবস্থিত, যার উচ্চতা ৬,৩৮৭ মিটার (২০,৯৫৫ ফুট)।
উত্তর ১: যমুনা নদীর উৎসস্থল হল যমুনোত্রী হিমবাহ। এটি উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলার বন্ধরপুঞ্চ শৃঙ্গে অবস্থিত, যার উচ্চতা ৬,৩৮৭ মিটার (২০,৯৫৫ ফুট)।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
প্রশ্ন ৬: সাপ কোন গন্ধ সহ্য করতে পারে না?
উত্তর ৬: কর্পূরের গন্ধ সাপের কাছে বিষের মতো। এই গন্ধ পেলেই সাপ পালায়। কর্পূরের গন্ধ সাপেদের জন্য বিষতুল্য বলে মনে করা হয়। সাপ রসুন এবং পেঁয়াজের গন্ধও সহ্য করতে পারে না। এই তালিকায় পুদিনা, লবঙ্গ, তুলসী, দারচিনি, ভিনেগার, লেবুও রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যামোনিয়া গ্যাস। এই গ্যাসের ধোঁয়া সাপের জন্য ক্ষতিকর।
উত্তর ৬: কর্পূরের গন্ধ সাপের কাছে বিষের মতো। এই গন্ধ পেলেই সাপ পালায়। কর্পূরের গন্ধ সাপেদের জন্য বিষতুল্য বলে মনে করা হয়। সাপ রসুন এবং পেঁয়াজের গন্ধও সহ্য করতে পারে না। এই তালিকায় পুদিনা, লবঙ্গ, তুলসী, দারচিনি, ভিনেগার, লেবুও রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যামোনিয়া গ্যাস। এই গ্যাসের ধোঁয়া সাপের জন্য ক্ষতিকর।
advertisement
প্রশ্ন ৭: কোন দেশে নীল রঙের জিন্স পরা নিষিদ্ধ এবং কেন?
উত্তর ৭: উত্তর কোরিয়া বিশ্বের একমাত্র দেশ যেখানে নীল জিন্স পরা নিষিদ্ধ। রিপোর্ট অনুযায়ী, উত্তর কোরিয়ায় নীল জিন্সকে আমেরিকান সাম্রাজ্যবাদের প্রতীক হিসেবে দেখা হয়। আর আমেরিকাকে তারা শত্রু দেশ মনে করে। তাই নীল জিন্সের উপর নিষেধাজ্ঞা রয়েছে। পরলে শাস্তি দেওয়া হয়।
উত্তর ৭: উত্তর কোরিয়া বিশ্বের একমাত্র দেশ যেখানে নীল জিন্স পরা নিষিদ্ধ। রিপোর্ট অনুযায়ী, উত্তর কোরিয়ায় নীল জিন্সকে আমেরিকান সাম্রাজ্যবাদের প্রতীক হিসেবে দেখা হয়। আর আমেরিকাকে তারা শত্রু দেশ মনে করে। তাই নীল জিন্সের উপর নিষেধাজ্ঞা রয়েছে। পরলে শাস্তি দেওয়া হয়।