Knowledge Story: মোঘলাই পরোটার জন্ম দিয়েছিলেন এই বাংলারই এক বাসিন্দা! পুরস্কার পেয়েছিন ১০০১ স্বর্ণমুদ্রা! কে জানেন তিনি? শুনে চমকে উঠবেন
- Published by:Suman Biswas
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
Knowledge Story: রোজ রোজ এক খাবার আর ভাল লাগছে না তাঁর। চাই অন্য কিছু! জরুরি তলব পড়ল হেড বাবুর্চির।
উত্তর ২৪ পরগনা: মোঘলাই পরোটা বর্তমানে একটি অন্যতম জনপ্রিয় খাবার। যে কোনও অনুষ্ঠান কিংবা পুজো পার্বনে এই খাবারের খোঁজ পড়ে। 'পরোটা' শব্দটি পরোট ও আটা-র মিশ্রিত রূপ। তবে মোগলাই পরোটার জন্মকাল মুঘল সম্রাট জাহাঙ্গীরের সময়ে (১৫৬৯ -১৬২৭)। দীর্ঘ সময় ধরে সম্রাট আগেকার সাধারণ পরোটা ও মাংস খেয়ে একঘেয়েমি অনুভব করছিলেন। (প্রতিবেদক: Julfikar Molla)
advertisement
advertisement
রাঁধুনি ভাবতে লাগলেন কী করা যায়। শেষ পর্যন্ত মাংস খেয়ে অরুচিতে ভোগা বাদশাকে খুশি করতে পরোটার ভিতর ভরে দিলেন ডিম। আর তার মধ্যে নানা রকম পুর। অন্য কিছু না, চেনা পরোটাকে বুদ্ধি করে বদলে দিয়েছিলেন তিনি। মুঘল সম্রাটের শাসনামলে জাহাঙ্গীরের বাবুর্চি আদিল হাফিজ উসমান মোঘলাই পরাঠা আবিষ্কার করেছিলেন বলে জানা যায়। তিনি এরাজ্যের বর্ধমান জেলায় জন্মগ্রহণ করেন।
advertisement
advertisement
advertisement