Knowledge Story: ১৪০০-রও বেশি সিংহ, ৩ ঘণ্টায় 'খতম' ৪৪৮২ টি পাখি, ২০টি ঘরে উপচে পড়া দেহ... কে সেই 'দুর্ধর্ষ' শিকারি? পড়ুন
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
Knowledge Story: 'ফ্রিডম অ্যাট মিডনাইট' থেকে জানা যায়, ১৯৪৭ সালে ভারতে সিংহের সংখ্যা ছিল ২০ হাজার। কিন্তু সব-ই রাজা-মহারাজদের নেশার বলি হয়। এরমধ্যেই একজন ছিলেন ভরতপুরের মহারাজা। মাত্র ৮ বছর বয়সে মেরেছিলেন প্রথম সিংহ
প্রাচীন সময়ে রাজা-মহারাজদের অন্যতম নেশা ছিল শিকার করা। মোসাহেব-আমলা-বন্ধু-বান্ধব পরিবেষ্টিত হয়ে রাজা যেতেন শিকার করতে। অনেকসময় অন্য রাজ্য থেকে রাজা-মহারাজদের আমন্ত্রণ জানানো হত 'শিকার খেলা'য়! সে এক বিশাল ব্যাপার! উঠত সাজো-সাজো রব! এ'সব ঘটনার কথা উল্লেখিত রয়েছে বিখ্যাত ইতিহাসবিদ ডমিনিক ল্যাপিয়ের ও ল্যারি কলিনস-এর বই 'ফ্রিডম অ্যাট মিডনাইট'-এ।
advertisement
advertisement
advertisement
advertisement