Knowledge Story: অনেকেই ভাবেন এক, কিন্তু ফ্লাইওভার আর ওভারব্রিজ কিন্তু সম্পূর্ণ আলাদা! তফাৎ জানলে চমকে উঠবেন

Last Updated:
Knowledge Story: অনেকেই হয়ত ভাবেন, এই ফ্লাই ওভার বা ওভারব্রিজ হয়ত একই জিনিস। কিন্তু বাস্তবেই কি তাই?
1/5
কলকাতা: ফ্লাইওভার আর ওভারব্রিজের পার্থক্য কী জানেন? সাধারণত যানবাহন এবং ট্রেন চলাচলের সুবিধার জন্য ওভারব্রিজ এবং ফ্লাইওভার তৈরি করা হয়। এর ফলে পথচলতি যাত্রীরাও নিশ্চিন্তে রাস্তা পারাপার করতে পারেন।
কলকাতা: ফ্লাইওভার আর ওভারব্রিজের পার্থক্য কী জানেন? সাধারণত যানবাহন এবং ট্রেন চলাচলের সুবিধার জন্য ওভারব্রিজ এবং ফ্লাইওভার তৈরি করা হয়। এর ফলে পথচলতি যাত্রীরাও নিশ্চিন্তে রাস্তা পারাপার করতে পারেন।
advertisement
2/5
তবে, অনেকেই হয়ত ভাবেন, এই ফ্লাই ওভার বা ওভারব্রিজ হয়ত একই জিনিস। কিন্তু বাস্তবেই কি তাই? ফ্লাইওভার মূলত শহরাঞ্চলের ট্রাফিক কমাতে রাস্তার উপর তৈরি করা হয়। এদিকে ওভারব্রিজ তৈরি করা হয় রেল স্টেশনে।
তবে, অনেকেই হয়ত ভাবেন, এই ফ্লাই ওভার বা ওভারব্রিজ হয়ত একই জিনিস। কিন্তু বাস্তবেই কি তাই? ফ্লাইওভার মূলত শহরাঞ্চলের ট্রাফিক কমাতে রাস্তার উপর তৈরি করা হয়। এদিকে ওভারব্রিজ তৈরি করা হয় রেল স্টেশনে।
advertisement
3/5
একটি ফ্লাইওভারকে ওভারপাসও বলা হয়। এই রাস্তা বিদ্যমান কোন রাস্তার উপর এমনভাবে তৈরি কথা হয় যার উপর মানুষ, যানবাহন বা ট্রেন চলাচল করতে পারে। এত আমজনতার সময়ও বাঁচে অনেকটা, তেমনই রাস্তার ভিড়ও কম হয়। বড় শহরগুলিতে তাই আজ ফ্লাইওভারের এত রমরমা।
একটি ফ্লাইওভারকে ওভারপাসও বলা হয়। এই রাস্তা বিদ্যমান কোন রাস্তার উপর এমনভাবে তৈরি কথা হয় যার উপর মানুষ, যানবাহন বা ট্রেন চলাচল করতে পারে। এত আমজনতার সময়ও বাঁচে অনেকটা, তেমনই রাস্তার ভিড়ও কম হয়। বড় শহরগুলিতে তাই আজ ফ্লাইওভারের এত রমরমা।
advertisement
4/5
অপরদিকে, একটি ওভারব্রিজ মূলত একটি সেতু যা দুটি রাস্তাকে জুড়ে দেওয়ার জন্য ব্যবহার করা হয়। রেল স্টেশনের দুটি প্ল্যাটফর্মকে জুড়তে সাহায্য করে এই ওভারব্রিজ। এতে যে কোনও ট্রেন যেমন নির্বিঘ্নে স্টেশন পার করতে পারে, তেমনই যাত্রীরাও নিরাপদে অন্য প্ল্যাটফর্মে পৌঁছে যেতে পারেন।
অপরদিকে, একটি ওভারব্রিজ মূলত একটি সেতু যা দুটি রাস্তাকে জুড়ে দেওয়ার জন্য ব্যবহার করা হয়। রেল স্টেশনের দুটি প্ল্যাটফর্মকে জুড়তে সাহায্য করে এই ওভারব্রিজ। এতে যে কোনও ট্রেন যেমন নির্বিঘ্নে স্টেশন পার করতে পারে, তেমনই যাত্রীরাও নিরাপদে অন্য প্ল্যাটফর্মে পৌঁছে যেতে পারেন।
advertisement
5/5
 আরেকটি বিষয় হল, ওভারব্রিজ আকারে আয়তনে অনেকটাই ছোট হয়ে থাকে, যেখানে ফ্লাইওভার অনেকটা এলাকাজুড়ে তৈরি করা হয়। এটি একটি দীর্ঘস্থায়ী কাঠামো যা একটি রাস্তার উপর আরেকটি নতুন রাস্তা। এটাই মূলত ফ্লাইওভার এবং ওভারব্রিজের মধ্যে পার্থক্য।
আরেকটি বিষয় হল, ওভারব্রিজ আকারে আয়তনে অনেকটাই ছোট হয়ে থাকে, যেখানে ফ্লাইওভার অনেকটা এলাকাজুড়ে তৈরি করা হয়। এটি একটি দীর্ঘস্থায়ী কাঠামো যা একটি রাস্তার উপর আরেকটি নতুন রাস্তা। এটাই মূলত ফ্লাইওভার এবং ওভারব্রিজের মধ্যে পার্থক্য।
advertisement
advertisement
advertisement