হোম » ছবি » পাঁচমিশালি » শিবকে স্তন্যপান করাচ্ছেন সতী, কেন এমন মূর্তির আরাধনা হয় তারাপীঠে ?

শিবকে স্তন্যপান করাচ্ছেন সতী, কেন এমন মূর্তির আরাধনা হয় তারাপীঠে ?

  • Bangla Digital Desk

  • 19

    শিবকে স্তন্যপান করাচ্ছেন সতী, কেন এমন মূর্তির আরাধনা হয় তারাপীঠে ?

    • আজ রাত ১.৫২ মিনিট থেকে রবিবার রাত ১১.৪৪ মিনিট পর্যন্ত থাকবে কৌশিকী অমাবস্যা ৷ আর এই উপলক্ষ্যে তারাপিঠে নেমেছে ভক্তের ঢল ৷ কথিত আছে, মা তারার অপর নাম কৌশিকী। পুরাণ মতে, কৌশিকী রূপেই শুম্ভ নিশুম্ভকে বধ করেছিলেন মা তারা। ছবি: News18 Bangla

    MORE
    GALLERIES

  • 29

    শিবকে স্তন্যপান করাচ্ছেন সতী, কেন এমন মূর্তির আরাধনা হয় তারাপীঠে ?

    • এই তিথিতেই নাকি তারাপীঠের মহাশ্মশানের শ্বেতশিমূল গাছের তলায় সাধনা করে সিদ্ধিলাভ করেছিলেন সাধক বামাক্ষ্যাপা। সেই বিশ্বাসেই কৌশিকী অমাবস্যাতে লক্ষাধিক পুণ্যার্থীদের ভিড় হয় তারাপীঠে। ছবি: News18 Bangla

    MORE
    GALLERIES

  • 39

    শিবকে স্তন্যপান করাচ্ছেন সতী, কেন এমন মূর্তির আরাধনা হয় তারাপীঠে ?

    • এই কৌশিকী অমাবশ্যায় তারাপীঠের মন্দিরে চলে নানা ধরনের পূজা ও সাধনা। তারাপীঠ মন্দিরের উৎস ও তীর্থমাহাত্ম্য সম্পর্কে একাধিক কিংবদন্তি লোকমুখে প্রচারিত হয়ে থাকে। কৌশিকী অমাবস্যার শুভ তিথিতে জেনে নিন এই তীর্থক্ষেত্রে সম্বন্ধে নানা অজানা ইতিহাস ৷ ছবি: News18 Bangla

    MORE
    GALLERIES

  • 49

    শিবকে স্তন্যপান করাচ্ছেন সতী, কেন এমন মূর্তির আরাধনা হয় তারাপীঠে ?

    • পিতার ঘরে স্বামীর এহেন নিন্দা সহ্য করতে না পেরে যজ্ঞের আগুনে আত্মাহুতি দেন সতী ৷ স্ত্রী বিরহে কাতর হয়ে পড়েন দেবাদিদেব ৷ ছবি: News18 Bangla

    MORE
    GALLERIES

  • 59

    শিবকে স্তন্যপান করাচ্ছেন সতী, কেন এমন মূর্তির আরাধনা হয় তারাপীঠে ?

    • দক্ষরাজার কন্যা সতী, মহাদেবের ঘরণী ৷ এদিকে দক্ষ রাজা একেবারেই পছন্দ করেন না ভষ্মমাখা, শশ্মানচারী শিবকে ৷ তাই দক্ষযজ্ঞেও নিমন্ত্রিত হন না তিনি ৷ যজ্ঞেশ্বর শিবহীন এই যজ্ঞে শিবের নামে নিন্দা ও কটূক্তি চলতে থাকে ৷ ছবি: News18 Bangla

    MORE
    GALLERIES

  • 69

    শিবকে স্তন্যপান করাচ্ছেন সতী, কেন এমন মূর্তির আরাধনা হয় তারাপীঠে ?

    • অত্যন্ত ক্রুব্ধ হয়ে সতীর দেহ কাঁধে নিয়ে প্রলয় নৃত্য শুরু করেন তিনি ৷ সৃষ্টি রসাতলে যাচ্ছে দেখে শঙ্কিত হয়ে পড়েন দেবতারা ৷ নটরাজকে থামাতে তাই হাতে সুদর্শন চক্র তুলে নেন বিষ্ণু ৷ চক্রের আঘাতে ছিন্নভিন্ন করে দেন দেবী সতীর দেহ ৷ ৫১টি টুকরো হয়ে ছড়িয়ে পড়ে সেই দেহ খণ্ডগুলি ৷ সেই থেকেই ৫১টি সতী পিঠ তৈরি হয় ৷ ছবি: News18 Bangla

    MORE
    GALLERIES

  • 79

    শিবকে স্তন্যপান করাচ্ছেন সতী, কেন এমন মূর্তির আরাধনা হয় তারাপীঠে ?

    • সতীর তৃতীয় নয়ন বা নয়নতারা তারাপুর বা তারাপীঠ গ্রামে পড়ে এবং প্রস্তরীভূত হয়ে যায়। ঋষি বশিষ্ঠ প্রথম এই রূপটি দেখতে পান এবং সতীকে তারা রূপে পূজা করেন তিনি। তারাপীঠ নিয়ে আরও একটি কাহিনী প্রচলিত রয়েছে ৷ সমুদ্র মন্থনের সময় উত্থিত হলাহল বিষ পান করার পর বিষের জ্বালায় শিবের কণ্ঠ জ্বলতে শুরু করে। এই সময় তারাদেবী শিবকে আপন স্তন্য পান করিয়ে সেই জ্বালা নিবারণ করেন। ছবি: News18 Bangla

    MORE
    GALLERIES

  • 89

    শিবকে স্তন্যপান করাচ্ছেন সতী, কেন এমন মূর্তির আরাধনা হয় তারাপীঠে ?

    • স্থানীয় কিংবদন্তী অনুসারে, ঋষি বশিষ্ঠ, এই তারাপীঠে দেবী সতীর তপস্যা শুরু করেন। কিন্তু তিনি অসফল হন। তখন তিনি তিব্বতে গিয়ে বিষ্ণুর অবতার বুদ্ধের সঙ্গে সাক্ষাৎ করেন। বুদ্ধ তাকে বামমার্গে মদ্যমাংসাদি পঞ্চমকারসহ তারাদেবীর পূজা করতে বলেন। বুদ্ধ ধ্যানযোগে জানতে পেরেছিলেন, মন্দিরে তারামূর্তি প্রতিষ্ঠা করে পুজো করার আদর্শ স্থান হল তারাপীঠ ৷ বুদ্ধের উপদেশ অনুসারে বশিষ্ঠ তারাপীঠে গিয়ে ৩ লক্ষ বার তারা মন্ত্র যপ করেন। তারাদেবী প্রীত হয়ে বশিষ্ঠের সম্মুখে উপস্থিত হন। ছবি: News18 Bangla

    MORE
    GALLERIES

  • 99

    শিবকে স্তন্যপান করাচ্ছেন সতী, কেন এমন মূর্তির আরাধনা হয় তারাপীঠে ?

    • বশিষ্ঠ তখন দেবীকে অনুরোধ করেন বুদ্ধ যে শিবকে স্তন্যদানকারী তারাদেবীকে ধ্যানে দেখেছিলেন, দেবী যেন সেই রূপেই তাকে দর্শন দেন। দেবী সেই রূপেই বশিষ্ঠকে দর্শন দেন এবং এই রূপটি প্রস্তরীভূত হয়। সেই থেকে তারাপীঠ মন্দিরে শিশু শিবকে স্তন্যপানরতা মূর্তিতে দেবী তারা পূজিত হয়ে আসছেন। ছবি: News18 Bangla

    MORE
    GALLERIES