Viral News: দেখা হলেই তো বলেন ‘হাই’, ‘হ্যালো’, এর আসল মানে জানেন কী? চমকে যাবেন শুনলে

Last Updated:
Viral News: হ্যালো, হাই-এর মানে জানলে চমকে যাবেন আপনিও
1/6
হ্যালো শব্দটির খুব বেশি বয়স নয়৷ ১৮০০ সাল নাগাদ ইউরোপে এই শব্দের প্রথম প্রয়োগ করা হয় বলে মনে করা হচ্ছে৷ ফরাসি (মিডল ফ্রেঞ্চ) হোলা থেকে হ্যালো শব্দটি এসেছে বলে অনেকে মনে করেন৷ কিন্তু এর একটি অর্থ আছে..
হ্যালো শব্দটির খুব বেশি বয়স নয়৷ ১৮০০ সাল নাগাদ ইউরোপে এই শব্দের প্রথম প্রয়োগ করা হয় বলে মনে করা হচ্ছে৷ ফরাসি (মিডল ফ্রেঞ্চ) হোলা থেকে হ্যালো শব্দটি এসেছে বলে অনেকে মনে করেন৷ কিন্তু এর একটি অর্থ আছে..
advertisement
2/6
কী সেই অর্থ? হ্যালো শব্দের অর্থ “Ahoy there!”৷ এই ইংরাজি শব্দবন্ধ মূলত ব্যবহৃত হত জলে যাতায়াতের সময়৷ দূরে কোন নৌকা দেখলে যাত্রীরা একে অপরকে এই শব্দে ডাকতেন৷ অর্থাৎ হ্যালো শব্দের ভাবটা হচ্ছে কিছুটা অন্যের খেয়াল নিজের দিকে টেনে নেওয়া৷ অন্য কথার মুখবন্ধ এটি৷ (ছবি - পিক্সাবে)
কী সেই অর্থ? হ্যালো শব্দের অর্থ “Ahoy there!”৷ এই ইংরাজি শব্দবন্ধ মূলত ব্যবহৃত হত জলে যাতায়াতের সময়৷ দূরে কোন নৌকা দেখলে যাত্রীরা একে অপরকে এই শব্দে ডাকতেন৷ অর্থাৎ হ্যালো শব্দের ভাবটা হচ্ছে কিছুটা অন্যের খেয়াল নিজের দিকে টেনে নেওয়া৷ অন্য কথার মুখবন্ধ এটি৷ (ছবি - পিক্সাবে)
advertisement
3/6
১৮৫০ সাল থেকে একটি দৈনিক জীবনযাত্রার মধ্যে প্রবেশ করে৷ তার পর থেকে দৈনন্দিন ক্ষেত্রে এটির প্রয়োগ হতে থাকে৷ তবে এখানে একটা প্রশ্ন আসে, আমরা ফোন ধরে হ্যালো বলি কেন? (ছবি - পিক্সাবে)
১৮৫০ সাল থেকে একটি দৈনিক জীবনযাত্রার মধ্যে প্রবেশ করে৷ তার পর থেকে দৈনন্দিন ক্ষেত্রে এটির প্রয়োগ হতে থাকে৷ তবে এখানে একটা প্রশ্ন আসে, আমরা ফোন ধরে হ্যালো বলি কেন? (ছবি - পিক্সাবে)
advertisement
4/6
টেলিফোনের আবিস্কারের পর গ্রাহাম বেল চেয়েছিলেন মানুষ ফোন ধরে বলুক, “Ahoy”, পাল্টা থমাস আলভা এডিসন বলেছিলেন ‘হ্যালো’ শব্দটি ব্যবহার করতে৷ সেখান থেকেই এই শব্দটি এসেছে৷ (ছবি - পিক্সাবে)
টেলিফোনের আবিস্কারের পর গ্রাহাম বেল চেয়েছিলেন মানুষ ফোন ধরে বলুক, “Ahoy”, পাল্টা থমাস আলভা এডিসন বলেছিলেন ‘হ্যালো’ শব্দটি ব্যবহার করতে৷ সেখান থেকেই এই শব্দটি এসেছে৷ (ছবি - পিক্সাবে)
advertisement
5/6
১৫ শতকে আদি ইংরাজির মিডল ইংলিশ ওয়ার্ড ‘hy’ বা ‘hey’ থেকে এই হাই শব্দটি এসেছে৷ হাই শব্দটি আসলে তৈরি হয়েছে আমেরিকায়৷ আমেরিকার আদিবাসীদের মধ্যে এই শব্দটি প্রথম উচ্চারিত হয়৷ সেখান থেকে এই শব্দটি গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে৷(ছবি - পিক্সাবে)
১৫ শতকে আদি ইংরাজির মিডল ইংলিশ ওয়ার্ড ‘hy’ বা ‘hey’ থেকে এই হাই শব্দটি এসেছে৷ হাই শব্দটি আসলে তৈরি হয়েছে আমেরিকায়৷ আমেরিকার আদিবাসীদের মধ্যে এই শব্দটি প্রথম উচ্চারিত হয়৷ সেখান থেকে এই শব্দটি গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে৷(ছবি - পিক্সাবে)
advertisement
6/6
তবে হাই শব্দটিরও নানারকম ভার্সান আছে৷ এক এক স্থানে, এক এক রকম ভাবে মানুষ এই শব্দটি প্রয়োগ করেন, আবেগ, পরিস্থিতি অনুসারেও এটি পাল্টে যায়৷ সেই কারণে সংস্কৃতি ভেদে এটি একাধিক ক্রমে পাল্টেছে৷ (ছবি - পিক্সাবে)
তবে হাই শব্দটিরও নানারকম ভার্সান আছে৷ এক এক স্থানে, এক এক রকম ভাবে মানুষ এই শব্দটি প্রয়োগ করেন, আবেগ, পরিস্থিতি অনুসারেও এটি পাল্টে যায়৷ সেই কারণে সংস্কৃতি ভেদে এটি একাধিক ক্রমে পাল্টেছে৷ (ছবি - পিক্সাবে)
advertisement
advertisement
advertisement