• বাঙালিদের উৎসবের মরশুম যখন প্রায় শেষ, তথনই অবাঙালি সম্প্রদায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উৎসব এসে উপস্থিত হয় ৷ গতকাল অর্থাৎ ১১ নভেম্বর থেকে শুরু হয়েছে ছট পুজো ৷ ছট পুজো আসলে সূর্যদেবের আরাধনা ৷
2/ 6
• মোট চার দিন ধরে চলে এই পুজো ৷ ১৪ নভেম্বর অর্থাৎ আগামী বুধবার শেষ হবে এই পুজো ৷ বছরে দু’টি ছট হয়, একটা হয় চৈত্র মাসে, অন্যটা কার্তিক মাসে ৷
3/ 6
• এ বছরের প্রথম দিন ১১ নভেম্বর (রবিবার) দ্বিতীয় দিন ১২ নভেম্বর (সোমবার), তৃতীয় দিন ১৩ নভেম্বর (মঙ্গলবার), চতুর্থ দিন ১৪ নভেম্বর (বুধবার)।
4/ 6
• ১১ নভেম্বর – নহায়-খায় ৷ ১২ নভেম্বর- খরনা ৷ ১৩ নভেম্বর- সন্ধ্যা অর্ঘ্য ৷ ১৪ নভেম্বর- ঊষা অর্ঘ্য ৷
5/ 6
• এ বছরে (১৩ নভেম্বর, মঙ্গলবার) সূর্যাস্ত হবে বিকাল ৪টে ৫০ মিনিটে ৷ ওই সময় পুণ্যার্থীরা উপবাস থেকে নৈবেদ্য ও বাজনা-সহ যে গঙ্গা বা যে কোনও নদীর তীরে উপস্থিত হবেন। এ সময় তাঁরা সূর্যাস্তের আগে পর্যন্ত নদীর মধ্যে দাঁড়িয়ে সূর্যপূজা করবেন ৷
6/ 6
• পর দিন আবারও পূণ্যার্থীরা নদীর তীরে জড়ো হয়ে সূর্যোদয়ের (সকাল ৫টা ৫৪ মিনিট) আগে থেকে একই নিয়মে পূজা শুরু করবেন। পরে সূর্যোদয় হলে সূর্য প্রণাম ও নদীতে স্নান শেষে একে অন্যকে আবির মাখিয়ে পূজা সমাপ্ত করবেন।