হোম » ছবি » পাঁচমিশালি » দীপাবলি মানে কি শুধুই কালী আর লক্ষ্মীপুজো? জানেন এই সময় মোট কতজন দেবতার পুজো হয়?
দীপাবলি মানে কি শুধুই কালী আর লক্ষ্মীপুজো? জানেন এই সময় মোট কতজন দেবতার পুজো হয়?
Bangla Editor
1/ 9
আজ দিওয়ালি৷ সারা রাত কালীপুজর পর আজ আলোর উতসবে মেতেছে সবাই৷বাড়িতে বাড়িতে চলছে লক্ষী-গণেশ পুজোর প্রস্তুতি৷দীপাবলি মানে শুধুই কি কালী বা লক্ষী পুজো? জানেন কি সারা ভারতে এই সময় কত দেবতার পুজো করা হয়?
2/ 9
উত্সব পর্ব শুরু হয় ত্রয়োদশী থেকে৷ এই দিন ধনতেরাস৷ এই দিন ধনদেবতা কুবেরের পুজো করা হয়৷এই দিন সোনা বা কোনও ধাতু কেনা শুভ৷ তাই পুজো না করলে এই দিন সোনা কেনেন অনেকেই৷ বিশ্বাস, এই দিন যা কেনা হয় তা দ্বিগুণ লাভ হয় জীবনে৷
3/ 9
ধনতেরাসের পরদিন আসে ভূত চতুর্দশী৷ বাংলা লোকেরা বিশ্বাস করেন এই সময় তাঁদের ১৪ পুরুষের প্রেতাত্মারা নেমে আসেন মর্ত্য়ে৷ তাই অনেকেই দিন পিতৃপুরুষের উদ্দেশ্য়ে তর্পণ করেন৷ চোদ্দ শাক খাওয়া ও সারা রাত ১৪ প্রদীপ জ্বালিয়ে রাখার নিয়ম৷
4/ 9
মহারাষ্ট্র ও দক্ষিণ ভারতে চতুর্দশীর দিন পালন করা হয় ছোটি দিওয়ালি৷ এই দিন শ্রীকৃষ্ণের স্ত্রী সত্য়ভামার হাতে নিহত হন নরকাসুর৷ তাই এই দিনকে নরক চতুর্দশীও বলা হয়৷
5/ 9
চতুর্দশীর পর দীপান্বিতা অমাবস্য়া৷ এই দিন ঘটা করে শ্য়ামাপুজো হয় দুই বাংলাতেই৷ বাঙালিরা মেতে ওঠে কালীপুজোয়৷
6/ 9
পশ্চিমবঙ্গে ও বাংলাদেশে কিছু জেলায় এই দিন কালীপুজোর বদলে হয় লক্ষীপুজো৷ তার আগে হয় অলক্ষ্মী বিদায়৷ যা কিছু অশুভ, জীর্ণ তাই অলক্ষ্মী৷ সেই সব কিছু বর্জন করে বাড়িতে লক্ষ্মী স্থাপন করা হয় এদিন৷
7/ 9
দিওয়ালি অমাবস্যায় পালিত হয়৷ বিশ্বাস করা হয় ১৪ বছর বনবাসে কাটিয়ে এই অযোধ্য়ায় ফিরেছিলেন রাম৷ তাই রামচন্দ্রের পথ আলোকিত করতেই অমাবস্য়ার রাত সেজে উঠেছিল আলোয়৷ এই দিন সুখ সমৃদ্ধির জন্য় একসঙ্গে তাই লক্ষী-গণেশ পুজো করা হয়৷
8/ 9
দেবরাজ ইন্দ্রের রোষে যখন মথুরাবাসীরা প্রবল বৃষ্টিতে জেরবার, সেই সময় এই দিনেই নিজের কণিষ্ঠায় গোবর্ধন পর্বত তুলে থরে মথুরাবাসীকে বাঁচিয়েছিলেন কৃষ্ণ৷ এই দিন তাই গোকুল ও মথুরায় পালিত হয় গোবর্ধন পুজো৷
9/ 9
দক্ষিণ ভারতে দিওয়ালির দিন হয় অন্নকূট পুজো৷ চাল, ফল, মিষ্টি, শুকনো ফল দিয়ে তৈরি করা হয় গোবর্ধন পর্বত বা অন্নকূট পর্বত৷ পুজো করা হয় সেই পর্বতকে৷
দীপাবলি মানে কি শুধুই কালী আর লক্ষ্মীপুজো? জানেন এই সময় মোট কতজন দেবতার পুজো হয়?
আজ দিওয়ালি৷ সারা রাত কালীপুজর পর আজ আলোর উতসবে মেতেছে সবাই৷বাড়িতে বাড়িতে চলছে লক্ষী-গণেশ পুজোর প্রস্তুতি৷দীপাবলি মানে শুধুই কি কালী বা লক্ষী পুজো? জানেন কি সারা ভারতে এই সময় কত দেবতার পুজো করা হয়?
দীপাবলি মানে কি শুধুই কালী আর লক্ষ্মীপুজো? জানেন এই সময় মোট কতজন দেবতার পুজো হয়?
উত্সব পর্ব শুরু হয় ত্রয়োদশী থেকে৷ এই দিন ধনতেরাস৷ এই দিন ধনদেবতা কুবেরের পুজো করা হয়৷এই দিন সোনা বা কোনও ধাতু কেনা শুভ৷ তাই পুজো না করলে এই দিন সোনা কেনেন অনেকেই৷ বিশ্বাস, এই দিন যা কেনা হয় তা দ্বিগুণ লাভ হয় জীবনে৷
দীপাবলি মানে কি শুধুই কালী আর লক্ষ্মীপুজো? জানেন এই সময় মোট কতজন দেবতার পুজো হয়?
ধনতেরাসের পরদিন আসে ভূত চতুর্দশী৷ বাংলা লোকেরা বিশ্বাস করেন এই সময় তাঁদের ১৪ পুরুষের প্রেতাত্মারা নেমে আসেন মর্ত্য়ে৷ তাই অনেকেই দিন পিতৃপুরুষের উদ্দেশ্য়ে তর্পণ করেন৷ চোদ্দ শাক খাওয়া ও সারা রাত ১৪ প্রদীপ জ্বালিয়ে রাখার নিয়ম৷
দীপাবলি মানে কি শুধুই কালী আর লক্ষ্মীপুজো? জানেন এই সময় মোট কতজন দেবতার পুজো হয়?
মহারাষ্ট্র ও দক্ষিণ ভারতে চতুর্দশীর দিন পালন করা হয় ছোটি দিওয়ালি৷ এই দিন শ্রীকৃষ্ণের স্ত্রী সত্য়ভামার হাতে নিহত হন নরকাসুর৷ তাই এই দিনকে নরক চতুর্দশীও বলা হয়৷
দীপাবলি মানে কি শুধুই কালী আর লক্ষ্মীপুজো? জানেন এই সময় মোট কতজন দেবতার পুজো হয়?
পশ্চিমবঙ্গে ও বাংলাদেশে কিছু জেলায় এই দিন কালীপুজোর বদলে হয় লক্ষীপুজো৷ তার আগে হয় অলক্ষ্মী বিদায়৷ যা কিছু অশুভ, জীর্ণ তাই অলক্ষ্মী৷ সেই সব কিছু বর্জন করে বাড়িতে লক্ষ্মী স্থাপন করা হয় এদিন৷
দীপাবলি মানে কি শুধুই কালী আর লক্ষ্মীপুজো? জানেন এই সময় মোট কতজন দেবতার পুজো হয়?
দিওয়ালি অমাবস্যায় পালিত হয়৷ বিশ্বাস করা হয় ১৪ বছর বনবাসে কাটিয়ে এই অযোধ্য়ায় ফিরেছিলেন রাম৷ তাই রামচন্দ্রের পথ আলোকিত করতেই অমাবস্য়ার রাত সেজে উঠেছিল আলোয়৷ এই দিন সুখ সমৃদ্ধির জন্য় একসঙ্গে তাই লক্ষী-গণেশ পুজো করা হয়৷
দীপাবলি মানে কি শুধুই কালী আর লক্ষ্মীপুজো? জানেন এই সময় মোট কতজন দেবতার পুজো হয়?
দেবরাজ ইন্দ্রের রোষে যখন মথুরাবাসীরা প্রবল বৃষ্টিতে জেরবার, সেই সময় এই দিনেই নিজের কণিষ্ঠায় গোবর্ধন পর্বত তুলে থরে মথুরাবাসীকে বাঁচিয়েছিলেন কৃষ্ণ৷ এই দিন তাই গোকুল ও মথুরায় পালিত হয় গোবর্ধন পুজো৷