হোম » ছবি » পাঁচমিশালি » নবরাত্রির পুণ্যকালে মাতৃ নামের আরাধনায় পেরোয় হাজার বাধা, দেখুন মাতৃ মাহাত্ম্য

নবরাত্রির পুণ্যকালে মাতৃ নামের আরাধনায় পেরোয় হাজার বাধা, দেখে নিন মাতৃ মাহাত্ম্য

  • Bangla Digital Desk

  • 112

    নবরাত্রির পুণ্যকালে মাতৃ নামের আরাধনায় পেরোয় হাজার বাধা, দেখে নিন মাতৃ মাহাত্ম্য

    হিন্দুদের পবিত্রতম তীর্থগুলির অন্যতম শক্তিপীঠ৷ সতীর দেহত্যাগের পর মহাদেব অত্যন্ত ক্রুদ্ধ হয়ে তাণ্ডব শুরু করেন৷ মহাদেবের রুদ্ররূপে তটস্থ হয়ে যান দেবতারা৷ এই সময় বিষ্ণুর শরণাপন্ন হন তাঁরা৷ তখন সুদর্শন চক্র নিয়ে দেবীর দেহ টুকরো টুকরো করে দেন বিষ্ণু৷ এই দেহাংশগুলি যেখানে পড়ে সেই সেই জায়গাতেই তৈরি হয়েছে শক্তিপীঠ৷ শুধু শাক্তরাই নন, হিন্দুরা সকলেই এই তীর্থস্থানে আসেন৷ ৫১টি শক্তিপীঠের কথা বলা হয়ে থাকে।Photo- Collected

    MORE
    GALLERIES

  • 212

    নবরাত্রির পুণ্যকালে মাতৃ নামের আরাধনায় পেরোয় হাজার বাধা, দেখে নিন মাতৃ মাহাত্ম্য

    সকল শক্তিপীঠসমূহে শক্তিদেবী ভৈরবের সাথে অবস্থান করেন। শক্তিপীঠের সংখ্যা ৫১ টি। মায়ের নাম মাহাত্ম্যেই দিন ভালো কাটে এক নজরে দেখে নিন ৫১ পীঠ৷Photo- Collected

    MORE
    GALLERIES

  • 312

    নবরাত্রির পুণ্যকালে মাতৃ নামের আরাধনায় পেরোয় হাজার বাধা, দেখে নিন মাতৃ মাহাত্ম্য

    স্থান -বৈদ্যনাথধাম, দেওঘর, ঝাড়খন্ড, দেহাংশ বা অলঙ্কার - হৃদয় বা হৃৎপিন্ড, শক্তি – জয়দুর্গা ভৈরব – বৈদ্যনাথ ৷ স্থান - নাইনাতিভু, জাফনা, শ্রীলঙ্কা, দেহাংশ বা অলঙ্কার – নূপুর, শক্তি – ইন্দ্রাক্ষী ,ভৈরব – রাক্ষসেশ্বর৷ স্থান - সুক্কর স্টেশনের নিকট, করাচি, পাকিস্তান, দেহাংশ বা অলঙ্কার – চক্ষু, শক্তি মহিষমর্দিনী, ভৈরব – ক্রোধিশ৷ স্থান - সুগন্ধা, শিকারপুর, গৌরনদী, সন্ধ্যা নদীর তীরে, বরিশাল শহর থেকে ২০ কিলোমিটার দূরে, বাংলাদেশ, দেহাংশ বা অলঙ্কার – নাসিকা, শক্তি – সুগন্ধা,ভৈরব – ত্রয়ম্বক৷ স্থান - অমরনাথ, কাশ্মীর, শ্রীনগর হতে পহেলগাম এর মধ্য দিয়ে বাসে ৯৪ কিলোমিটার, দেহাংশ বা অলঙ্কার – গলা,শক্তি – মহামায়া,ভৈরব – ত্রিসন্ধ্যেশ্বর৷ Photo- Collected

    MORE
    GALLERIES

  • 412

    নবরাত্রির পুণ্যকালে মাতৃ নামের আরাধনায় পেরোয় হাজার বাধা, দেখে নিন মাতৃ মাহাত্ম্য

    স্থান - জ্বালামুখী, কাঙ্গড়া, হিমাচল প্রদেশ, ভারত, দেহাংশ বা অলঙ্কার – জিহ্বা শক্তি - সিদ্ধিদা (অম্বিকা), ভৈরব - উন্মত্ত ভৈরব৷ স্থান - জলন্ধর, পঞ্জাব, ভারত, দেহাংশ বা অলঙ্কার - বাম বক্ষ, শক্তি – ত্রিপুরমালিনী, ভৈরব – ভীষণ৷ স্থান - গুহেশ্বরী মন্দির, পশুপতিনাথ মন্দিরের নিকট, নেপাল,দেহাংশ বা অলঙ্কার - উভয় হাঁটু, শক্তি – মহাশিরা, ভৈরব – কাপালী৷ স্থান - মানস, মানসরোবর হ্রদে কৈলাশ পর্বতের পাদদেশে, তিব্বত৷ দেহাংশ বা অলঙ্কার - ডান হাত৷ শক্তি - দক্ষিয়ানী, ভৈরব – অমর৷ স্থান - বর্ধমান, পশ্চিমবঙ্গ, ভারত,দেহাংশ বা অলঙ্কার – নাভি, শক্তি - মাতা সর্বমঙ্গলা দেবী, ভৈরব - ভগবান শিব/মহাদেব৷ Photo- Collected

    MORE
    GALLERIES

  • 512

    নবরাত্রির পুণ্যকালে মাতৃ নামের আরাধনায় পেরোয় হাজার বাধা, দেখে নিন মাতৃ মাহাত্ম্য

    স্থান - গন্ধকী, মুক্তিনাথ মন্দির, গন্ধকী নদী তীরে, পোখরা, নেপাল, দেহাংশ বা অলঙ্কার – মস্তিষ্ক, শক্তি - গন্ধকী চণ্ডী, ভৈরব – চক্রপাণি৷ স্থান - বেহুলা, কেতুগ্রাম, অজয় নদীর তীরে, কটোয়া থেকে ৮ কিলোমিটার বর্ধমান জেলা, পশ্চিমবঙ্গ, ভারত, দেহাংশ বা অলঙ্কার - বাম হাত, শক্তি - বেহুলা দেবী, ভৈরব – ভীরুক৷ স্থান - উজ্জনি, গুষকরা স্টেশন থেকে ১৬ কিলোমিটার, বর্ধমান জেলা, পশ্চিমবঙ্গ, দেহাংশ বা অলঙ্কার - ডান কব্জি, শক্তি - মঙ্গল চন্দ্রিকা,ভৈরব – কপিলাম্বর৷ স্থান - উদয়পুর, রাধাকিশোরপুর গ্রামের নিকট পাহাড় চূড়ায়, উদয়পুর, ত্রিপুরা, ভারত, দেহাংশ বা অলঙ্কার - ডান পা,শক্তি - ত্রিপুরা সুন্দরী, ভৈরব – ত্রিপুরেশ৷ স্থান - চন্দ্রনাথ মন্দির, চন্দ্রনাথ পর্বত শিখর, সীতাকুণ্ড স্টেশনের নিকট, চট্টগ্রাম জেলা, বাংলাদেশ, দেহাংশ বা অলঙ্কার - ডান হাত, শক্তি – ভবানী,ভৈরব – চন্দ্রশেখর৷ Photo- Collected

    MORE
    GALLERIES

  • 612

    নবরাত্রির পুণ্যকালে মাতৃ নামের আরাধনায় পেরোয় হাজার বাধা, দেখে নিন মাতৃ মাহাত্ম্য

    স্থান - জলপেশ মন্দিরের নিকট, জলপাইগুড়ি জেলা, পশ্চিমবঙ্গ, দেহাংশ বা অলঙ্কার - বাম পা, শক্তি – ভ্রামরী, ভৈরব – অম্বর৷ স্থান - কামগিরি, কামাক্ষ্যা, নীলাচল পর্বত, গুয়াহাটি, অসম, দেহাংশ বা অলঙ্কার – যোনি, শক্তি - কামাক্ষ্যা, ভৈরব – উমানন্দ৷ স্থান - যোগাধ্যা, খীরগ্রাম, বর্ধমান জেলা, পশ্চিমবঙ্গ, দেহাংশ বা অলঙ্কার - ডান পায়ের বৃদ্ধাঙ্গুল, শক্তি – যোগাধ্যা,ভৈরব - ক্ষীর খন্ডক,স্থান - কালীপীঠ, কালীঘাট, কলকাতা , পশ্চিমবঙ্গ, দেহাংশ বা অলঙ্কার - ডান পায়ের আঙ্গুল, শক্তি কালিকা,ভৈরব – নকুলেশ্বর৷ স্থান - প্রয়াগ, সঙ্গমের নিকট, এলাহাবাদ, উত্তর প্রদেশ, দেহাংশ বা অলঙ্কার - হাতের আঙ্গুল,শক্তি - ললিতা/মাধবেশ্বরী,ভৈরব – ভব৷ Photo- Collected

    MORE
    GALLERIES

  • 712

    নবরাত্রির পুণ্যকালে মাতৃ নামের আরাধনায় পেরোয় হাজার বাধা, দেখে নিন মাতৃ মাহাত্ম্য

    স্থান - জয়ন্তীয়া, কালাজোড় গ্রাম, জয়ন্তীয়া থানা, সিলেট জেলা, বাংলাদেশ
    দেহাংশ বা অলঙ্কার - বাম জঙ্ঘা,শক্তি – জয়ন্তী, ভৈরব – ক্রমাদিশ্বর৷
    স্থান - কিরীট, কিরীটকোন গ্রাম, লালবাগ কোর্ট রোড স্টেশন থেকে ৩ কিলোমিটার মুর্শিদাবাদ জেলা, পশ্চিমবঙ্গ, দেহাংশ বা অলঙ্কার – মুকুট,শক্তি – বিমলা,ভৈরব – সাংবর্ত৷ স্থান - বারাণসী, গঙ্গাতীরে মনিকর্ণিকা ঘাট, কাশী, উত্তর প্রদেশ, দেহাংশ বা অলঙ্কার - কানের দুল,শক্তি - বিশালাক্ষী ও মনিকর্ণি,ভৈরব – কালভৈরব৷ স্থান - কন্যাশ্রম, কন্যাকুমারী, ভদ্রকালী মন্দির, কুমারী মন্দির, তামিলনাড়ু, দেহাংশ বা অলঙ্কার – পিঠ, শক্তি – সর্বাণী,ভৈরব – নিমিষ৷ স্থান - বর্তমান কুরুক্ষেত্র বা প্রাচীন থানেশ্বর, হরিয়ানা, দেহাংশ বা অলঙ্কার - গোড়ালির হাড়, শক্তি – সাবিত্রী, ভৈরব – স্থনু৷ Photo- Collected

    MORE
    GALLERIES

  • 812

    নবরাত্রির পুণ্যকালে মাতৃ নামের আরাধনায় পেরোয় হাজার বাধা, দেখে নিন মাতৃ মাহাত্ম্য

    (২৬) স্থান - মণিবন্ধ, অজমের এর ১১ কিলোমিটার উত্তর-পশ্চিমে, পুষ্করের নিকট গায়ত্রী পর্বতে, রাজস্থান, ভারত। দেহ খন্ড বা অলঙ্কার - দুই হাতের বালা, শক্তি – গায়ত্রী, ভৈরব – সর্বানন্দ। স্থান - শ্রীশৈল, জৈনপুর গ্রাম, দক্ষিণ সুরমা, সিলেট শহরের ৩ কিলোমিটার উত্তর-পূর্বে, বাংলাদেশ, দেহ খন্ড বা অলঙ্কার – গলা। শক্তি – মহালক্ষ্মী, ভৈরব – সম্বরানন্দ। স্থান - কঙ্কালীতলা, কোপই নদী তীরে, বোলপুর স্টেশন থেকে ১০ কিলোমিটার উত্তর-পূর্বে, বীরভূম জেলা, পশ্চিমবঙ্গ,ভারত। দেহ খন্ড বা অলঙ্কার - অস্থি বা হাড়, শক্তি - দেবগর্ভা, ভৈরব – রুরু। স্থান - কালমাধব, পাহাড়ের উপরে গুহার ভিতর শোন নদীর তিরে, অমরকন্টক, মধ্য প্রদেশ, ভারত। দেহ খন্ড বা অলঙ্কার - বাম নিতম্ব, শক্তি – কালী, ভৈরব – অসিতাঙ্গ। স্থান - শোন্দেশ, অমরকন্টক, নর্মদা নদীর উত্স এর নিকট, মধ্য প্রদেশ, ভারত। দেহ খন্ড বা অলঙ্কার - ডান নিতম্ব,শক্তি - নর্মদা, ভৈরব – ভদ্রসেন।Photo- Collected

    MORE
    GALLERIES

  • 912

    নবরাত্রির পুণ্যকালে মাতৃ নামের আরাধনায় পেরোয় হাজার বাধা, দেখে নিন মাতৃ মাহাত্ম্য

    স্থান - রামগিরি, চিত্রকুট, জানসী-মাণিকপুর রেলওয়ে লাইনে, উত্তর প্রদেশ, ভারত,দেহ খন্ড বা অলঙ্কার - ডান বক্ষ বা স্তন। শক্তি – শিবানী,ভৈরব – চন্দা। স্থান - বৃন্দাবন, ভূতেশ্বর মহাদেব মন্দির, মথুরার নিকট বৃন্দাবন, উত্তর প্রদেশ, ভারত। দেহ খন্ড বা অলঙ্কার - কেশগুচ্ছ/চূড়ামণি। শক্তি – উমা,ভৈরব – ভূতেশ। স্থান - শুচি, শুচিতীর্থম শিব মন্দির, কন্যাকুমারী ত্রিভানড্রাম রোড, তামিলনাড়ু, ভারত। দেহ খন্ড বা অলঙ্কার - উপরের দাঁতসমূহ। শক্তি - নারায়ণী, ভৈরব – সংহার। স্থান – পঞ্চসাগর, দেহ খন্ড বা অলঙ্কার - নীচের দাঁতসমূহ, শক্তি – বরাহী, ভৈরব – মহারুদ্র। স্থান - ভবানীপুর, করতোয়া নদীর তীরে, শেরপুর উপজেলা হতে ২৮ কিলোমিটার দূরে, বগুড়া জেলা, বাংলাদেশ। দেহ খন্ড বা অলঙ্কার - বাম পায়ের নূপুর, শক্তি – অর্পনা, ভৈরব – বামন।Photo- Collected

    MORE
    GALLERIES

  • 1012

    নবরাত্রির পুণ্যকালে মাতৃ নামের আরাধনায় পেরোয় হাজার বাধা, দেখে নিন মাতৃ মাহাত্ম্য

    স্থান - শ্রীপর্বত, লডাখের নিকট, কাশ্মীর, ভারত; মতান্তরে: শ্রীশৈল, কুর্ণুল জেলা, অন্ধ্র প্রদেশ, ভারত,দেহ খন্ড বা অলঙ্কার - ডান পায়ের নূপুর, শক্তি - শ্রীসুন্দরী, ভৈরব – সুন্দরানন্দ। স্থান - বিভাষ, তামলুক, পূর্ব মেদিনীপুর জেলা, পশ্চিমবঙ্গ, ভারত। দেহ খন্ড বা অলঙ্কার - বাম পায়ের নূপুর। শক্তি - কপালিনী (ভীমরুপ, ) ভৈরব – সর্বানন্দ। স্থান - প্রভাস, বেরাবল স্টেশন থেকে ৪ কিলোমিটার সোমনাথ মন্দিরের নিকট, জুনাগড় জেলা, গুজরাট, ভারত। দেহ খন্ড বা অলঙ্কার - পাকস্থলী, শক্তি – চন্দ্রভাগা, ভৈরব – বক্রতুণ্ড। স্থান - ভৈরব পর্বত, শিপ্রা নদী তীরে ভৈরব পাহাড়ে, উজ্জয়িনী শহর হতে একটু দূর, মধ্য প্রদেশ, ভারত। দেহ খন্ড বা অলঙ্কার - উপরের ওষ্ঠ, শক্তি – অবন্তী, ভৈরব – লম্বকর্ণ। স্থান - বাণী, নাসিক, মহারাষ্ট্র, ভারত। দেহ খন্ড বা অলঙ্কার - চিবুক/থুতনি, শক্তি – ভ্রামরী,ভৈরব – বিকৃতাক্ষ।Photo- Collected

    MORE
    GALLERIES

  • 1112

    নবরাত্রির পুণ্যকালে মাতৃ নামের আরাধনায় পেরোয় হাজার বাধা, দেখে নিন মাতৃ মাহাত্ম্য

    স্থান - সর্বশৈল বা গোদাবরীতীর, কোটিলিঙ্গেশ্বর মন্দির, গোদাবরী নদী তীর, রাজামুন্দ্রী, অন্ধ্র প্রদেশ, ভারত। দেহ খন্ড বা অলঙ্কার – গাল, শক্তি - রাকিনী বা বিশ্বেশ্বরী, ভৈরব - বত্সনাভ বা দণ্ডপাণি। স্থান - বিরাট, ভরতপুরের নিকট, রাজস্থান, ভারত। দেহ খন্ড বা অলঙ্কার - বাম পায়ের আঙ্গুল, শক্তি - অম্বিকা, ভৈরব – অমৃতেশ্বর। স্থান - রত্নাবলী, রত্নাকর নদী তীর, খানাকুল-কৃষ্ণনগর, হুগলী জেলা, পশ্চিমবঙ্গ, ভারত। দেহ খন্ড বা অলঙ্কার - ডান স্কন্ধ বা কাঁধ, শক্তি – কুমারী, ভৈরব – শিব। স্থান - মিথিলা, জনকপুর রেলওয়ে স্টেশনের নিকট, ভারত-নেপাল সীমান্তে। দেহ খন্ড বা অলঙ্কার - বাম স্কন্ধ বা কাঁধ, শক্তি – উমা, ভৈরব – মহোদর। স্থান - নলহাটী, নলহাটী স্টেশনের নিকট, বীরভূম জেলা, পশ্চিমবঙ্গ, ভারত। দেহ খন্ড বা অলঙ্কার - শ্বাসনালীসহ কন্ঠনালী, শক্তি - কালিকা দেবী, ভৈরব – যোগেশ।Photo- Collected

    MORE
    GALLERIES

  • 1212

    নবরাত্রির পুণ্যকালে মাতৃ নামের আরাধনায় পেরোয় হাজার বাধা, দেখে নিন মাতৃ মাহাত্ম্য

    স্থান - কর্নাট, কঙ্গরা, হিমাচল প্রদেশ, ভারত, দেহ খন্ড বা অলঙ্কার - উভয় কর্ণ বা কান। শক্তি – জয়দুর্গা, ভৈরব – অভিরু। স্থান - বক্রেশ্বর, পাপহর নদী তীরে, শিউরী শহর হতে ২৪ কিলোমিটার দুবরাজপুর রেলওয়ে স্টেশন হতে ৭ কিলোমিটার বীরভূম জেলা, পশ্চিমবঙ্গ, ভারত। দেহ খন্ড বা অলঙ্কার - ভ্রুযুগলের মধ্যবর্তী অংশ। শক্তি – মহিষমর্দিনী, ভৈরব – বক্রনাথ। স্থান - যশোরেশ্বরী, ঈশ্বরীপুর, শ্যামনগর, সাতক্ষীরা জেলা, বাংলাদেশ। দেহ খন্ড বা অলঙ্কার - হাতের তালু ও পায়ের পাতা, শক্তি – যশোরেশ্বরী, ভৈরব – চন্দা। স্থান - অট্টহাস গ্রাম, দক্ষিণীদিহি, বর্ধমান জেলা, কাটোয়া রেলওয়ে স্টেশনের নিকট, পশ্চিমবঙ্গ, ভারত, দেহ খন্ড বা অলঙ্কার - ওষ্ঠ বা ঠোঁট, শক্তি – ফুল্লরা, ভৈরব – বিশ্বেশ। স্থান - নন্দিকেশ্বরী মন্দির, সৈন্থিয়া, বীরভূম জেলা, পশ্চিমবঙ্গ, ভারত দেহ খন্ড, অলঙ্কার - গলার হার (অলঙ্কার), শক্তি – নন্দিনী, ভৈরব – নন্দিকেশ্বর। স্থান - হিংলাজ বা হিঙ্গুল, করাচি হতে প্রায় ১২৫ কিলোমিটার উত্তর-পূর্বে, পাকিস্তান মধ্যে। দেহ খন্ড বা অলঙ্কার - ব্রহ্মারন্ধ্র (মস্তিষ্কের অংশ), শক্তি – কোট্টরী, ভৈরব – ভীমলোচন।Photo- Collected

    MORE
    GALLERIES