Kiran Dutta (Bong Guy) Monthly Income: ৩৬ লক্ষ সাবস্ক্রাইবার! ইঞ্জিনিয়ারিং ছেড়ে ইউ টিউব চ্যানেল, 'বং গাই' কিরণ দত্তের মাসে মাসে আয় কত জানেন? শুনে চমকে উঠলেন খোদ সৌরভ!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Bong Guy Monthly Income: ইঞ্জিনিয়ারিং পড়া ছেড়ে শুরু করেছিলেন ইউটিউব চ্যানেল। আজ ৩৫ লক্ষ ফলোয়ার্স! বং গাই কিরণ দত্ত আর্থিক ভাবে কতটা স্বচ্ছল হলেন? উত্তর শুনে আপনিও আঁতকে উঠবেন।
advertisement
advertisement
advertisement
সাধারণ ঘরের ছেলে। যেদিন ইঞ্জিনিয়ারিং ছেড়ে এই পথ বেছেছিলেন সঙ্গ দিয়েছিলেন পরিবার? রীতিমতো নাকি চমকে উঠেছিলেন মা। কিন্তু অবশেষে যখন টাকা ঢুকতে শুরু করল, তখন বুঝেছিলেন, ছেলে ঠিক পথেই চলছে। লক্ষ লক্ষ ভিউ, একের পর এক ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল। অচিরেই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সর 'বং গাই'।
advertisement
advertisement
advertisement
সৌরভ বলেন, ‘তো মাস গেলে ভালোই রোজগার হয় তো, তা প্রায় ১০-১২ লক্ষ!’ উত্তর কিরণ দত্ত জানান, তিনি সেটা বলতে পারবেন না, তবে হ্যাঁ, ভালোই হয়, কাছাকাছি। আর একথা চমকে যান সৌরভ। রসিকতা করে এরপরেই সৌরভ বলেন, 'কিরণ একটা চাকরি দেবে?' এমন কথায় কিরণও হেসে ফেলেন। বলেন, ‘নিশ্চয়…’ যা শুনে হেসে ওঠেন দাদাগিরির মঞ্চের সবাই।