International Men's Day: পুরুষদের মধ্যে ডেকে আনতে পারে বন্ধ্যাত্ব! কর্মক্ষেত্রে নারায়ণ মূর্তির ৯-৯-৬ নীতির ‘কুপ্রভাব’ বুঝিয়ে দিলেন চিকিৎসক
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
এক সময় চিনের প্রযুক্তি ক্ষেত্রে সংস্থাগুলিতে বহু ক্ষেত্রে মনে চলা হতো এই নীতি৷ এই নীতি অনুযায়ী, সংস্থার কর্মীদের সকাল ৯টা য়তেকে রাত ৯টা সপ্তাহে ৬দিন কাজ করতে হতো৷ নারায়ণ মূর্তির এহেন তুলনার পরেই বিভিন্ন প্রতিক্রিয়া থেকে শুরু করে মিম শেয়ার শুরু হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়৷
advertisement
কী এই ৯-৯-৬ নীতি? এক সময় চিনের প্রযুক্তি ক্ষেত্রে সংস্থাগুলিতে বহু ক্ষেত্রে মনে চলা হতো এই নীতি৷ এই নীতি অনুযায়ী, সংস্থার কর্মীদের সকাল ৯টা য়তেকে রাত ৯টা সপ্তাহে ৬দিন কাজ করতে হতো৷ নারায়ণ মূর্তির এহেন তুলনার পরেই বিভিন্ন প্রতিক্রিয়া থেকে শুরু করে মিম শেয়ার শুরু হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়৷
advertisement
advertisement
ডা. দীপক কৃষ্ণামূর্তি, ডিরেক্টর এবং কৃষ্ণা ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসের প্রধান কার্ডিওলজিস্ট লিখেছেন, ‘‘কম বার যৌন মিলন, বিশেষ করে ওভিউলেশনের আশপাশের দিনগুলিতে, কারণ সাধারণ জীববিজ্ঞানটাই অনেকের অজানা, মানুষের সাধারণ উপায়ে সন্তানধারণ করতে না পারার অন্যতম কারণ৷ আমার মনে হয়৷ আর যদি সপ্তাহে ৭২ ঘণ্টা কাজ করা নিয়ম হয়ে যায়, তাহলে আমার মনে হয় মানুষের এমনিতেও শরীরে কোনও এনার্জি বেঁচে থাকবে না৷’’
advertisement
ওই চিকিৎসক প্রখ্যাত পডকাস্টার দিলীপ কুমারের একটি টুইট রিট্যুইট করে লেখেন৷ দিলীপ তাঁর পোস্টে লিখেছিলেন, ‘‘IVF ভবিষ্যতে বড় ব্যবসা হতে চলেছে৷ কোনও কোনও কম্পানি তো বছরে ১৫০০ কোটি টাকা রেভেনিউ কামায়৷’’ দিলীপের মতে, জনমানসে ক্রমবর্ধমান বন্ধ্যাত্বের সমস্যায় IVF সংস্থাগুলির এই বাড়বাড়ন্তের মূল কারণ৷ দিলীপ লেখেন,...
advertisement
advertisement
প্রসঙ্গত, চিকিৎসকেরা জানান, অতিরিক্ত বাইরের খাবার, কর্মস্থলে স্ট্রেস, বাড়তি ওয়ার্কিং আওয়ার মানসিক ও শারীরিক ভাবে ক্লান্ত করে দিচ্ছে যুব সমাজকে৷ যা প্রভাব ফেলছে তাদের ব্যক্তিগত জীবনে৷ অতিরিক্ত স্ট্রেস প্রভাব ফেলছে পুরুষদের স্পার্ম কাউন্টেও৷ যার জেরেই অনেক ক্ষেত্রে দেখা দিচ্ছে সন্তান উৎপাদন ও সন্তানধারণে সমস্যা৷
