Indian Station Without Name: ভারতের একমাত্র রেলওয়ে স্টেশনটি চেনেন যার কোনও নাম নেই? রইল নেপথ্যের 'আসল' কাহিনীও...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Indian Station Without Name: ভারতীয় রেলের প্রায় ৮০০০ স্টেশন রয়েছে দেশজুড়ে। কিন্তু আপনি কি জানেন ভারতবর্ষে এমন একটি স্টেশন রয়েছে যার কোনও নামই নেই।
সারাদেশের নিরিখে দেখতে গেলে ভারতীয় রেলের প্রায় ৮০০০ স্টেশন রয়েছে দেশজুড়ে। একটি স্টেশনকে অন্য একটি স্টেশন থেকে আলাদা করা হয় দুটি বিষয়ের মাধ্যমে, একটি হল তার নাম এবং অন্যটি হল তার কোড নম্বর। কিন্তু এমন কোনও স্টেশন(Indian Station Without Name) যদি হয় যার কোনও নামই নেই! নাহ। কল্পনা নয়, বাস্তবেই রয়েছে এমন একটি স্টেশন।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
আসলে এই স্টেশনটি (Indian Station Without Name) রায়না এবং রায়নগর দুটি গ্রামের মধ্যবর্তী অংশে অবস্থিত। আর সেই কারণেই রায়না গড় নাম হওয়ায় রীতিমতো বিক্ষুব্ধ হয়ে ওঠেন রায়নার মানুষজন। দুই গ্রামের মধ্যে কার্যত ঝগড়া বেধে যায়, খবর পৌঁছায় রেল কর্তৃপক্ষের কাছেও। রায়নার মানুষদের দাবি ছিল, এই প্ল্যাটফর্মটি তৈরি হয়েছে রায়না গ্রামের জমিতে তাই তার নাম রায়না হওয়া উচিত।
advertisement