'সাধুবাবা', তোমার টিকিটটা দেখি...? GRP টিকিট চাইতেই মুখ খুললেন ব্যক্তি, উত্তর শুনতেই ঘাম ছুটল টিকিট পরীক্ষকের!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Indian Railways: ঠিক সেই সময়ই চোখে পড়ল এক সাধুবাবাকে। কর্তব্যরত সেই জিআরপি হঠাৎ এগিয়ে এসে জিজ্ঞেস করেন, "সাধুবাবা, তোমার টিকিট দেখাও দেখি।" উত্তরে কী বলেন জানেন ওই সাধুবাবা? শুনলে আপনারও মাথা ঘুরবে বনবন করে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
'সাধুবাবার' এই জবাব শুনে আঁতকে ওঠেন জিআরপি থেকে টিটি। খোঁজ নিতেই ফাঁস হয়ে যায় আরও বড় সত্যি। টিকিট ছাড়া ট্রেনে ভ্রমণ করার সময় জিআরপির হাতে ধরা পড়া ওই ব্যক্তিকে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়েছিল। তবে সময়মতো পুলিশ এই ব্যক্তির নাশকতামূলক কার্যকলাপ সম্পর্কে জানতে পেরে যায় এবং বড়সড় রেল দুর্ঘটনার হাত থেকে রেল পরিষেবাকে বাঁচাতে সমর্থ হয়। Representative Image
advertisement
প্রসঙ্গত, তামিলনাড়ু এবং তেলেঙ্গানায় রেলপথে একাধিক দুষ্কর্মের অভিযোগে ইতিমধ্যেই বেশ কয়েকজন ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, ২৬ থেকে ২৯ এপ্রিলের মধ্যে আভাদি, আম্বাত্তুর এবং আরাক্কোনামে রেললাইন ভেঙে ফেলার মতো একাধিক ঘটনা ঘটেছে। যা দেশব্যাপী উদ্বেগ বাড়িয়েছে। ইতিমধ্যেই এনআইএ-ও এইসব দুর্ঘটনার তদন্তে যোগ দিয়েছে। Representative Image
advertisement
advertisement
advertisement
advertisement
তামিলনাড়ু পুলিশ হরিদ্বারে গিয়ে 'ওম'-এর কোনও রেকর্ডই পায়নি, বরং তারা জানতে পারে যে তার আসল নাম বিজয়কুমার এবং সে একজন যাযাবর। এই ব্যক্তি নাকি বিভিন্ন রাজ্যে ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করত এবং তিরুত্তানির কাছে একটি মঠে কিছুদিন থাকতে শুরু করেছিল। সেখানেই নাকি সে বাবার ছদ্মবেশে বাস করত এবং বিশ্বাস করত যে ট্রেনে ভ্রমণের জন্য তার টিকিটের প্রয়োজন নেই। সে সেখানেও বার বার এই কথা বলে যে টিকিট না থাকায় তাকে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়েছিল বলে সে রেললাইনে ধাতব জিনিসপত্র এবং পাথর রেখে রেলের ক্ষতি করার চেষ্টা করে চলেছে এই ছদ্মবেশী 'বাবাজি'।
advertisement
advertisement