'সাধুবাবা', তোমার টিকিটটা দেখি...? GRP টিকিট চাইতেই মুখ খুললেন ব্যক্তি, উত্তর শুনতেই ঘাম ছুটল টিকিট পরীক্ষকের!

Last Updated:
Indian Railways: ঠিক সেই সময়ই চোখে পড়ল এক সাধুবাবাকে। কর্তব্যরত সেই জিআরপি হঠাৎ এগিয়ে এসে জিজ্ঞেস করেন, "সাধুবাবা, তোমার টিকিট দেখাও দেখি।" উত্তরে কী বলেন জানেন ওই সাধুবাবা? শুনলে আপনারও মাথা ঘুরবে বনবন করে।
1/14
ভারতীয় রেলে প্রতিদিন যেমন বহু মানুষ এক জায়গা থেকে অন্যত্র যাত্রা করেন, ঠিক তেমনই রেলের নিয়ম ভাঙার নজিরও বেশ চমকে দেওয়ার মতো। প্রায় প্রতিদিনই বিনা টিকিটে যাত্রা করার অপরাধে টিকিট পরীক্ষকের হাতে ধরা পড়েন বহু যাত্রী। AI Generated Representative Image
ভারতীয় রেলে প্রতিদিন যেমন বহু মানুষ এক জায়গা থেকে অন্যত্র যাত্রা করেন, ঠিক তেমনই রেলের নিয়ম ভাঙার নজিরও বেশ চমকে দেওয়ার মতো। প্রায় প্রতিদিনই বিনা টিকিটে যাত্রা করার অপরাধে টিকিট পরীক্ষকের হাতে ধরা পড়েন বহু যাত্রী। AI Generated Representative Image
advertisement
2/14
তবে যাত্রী সুরক্ষা নিশ্চিত করতে রেলের নিয়মেও আছে কড়াকড়ি। আপনার কাছে বৈধ টিকিট আছে কিনা তা নিশ্চিত করতে রেলের তরফে কড়া নজরদারি থাকে রেল পুলিশ থেকে টিকিট পরীক্ষক তথা টিটির। Representative Image 
তবে যাত্রী সুরক্ষা নিশ্চিত করতে রেলের নিয়মেও আছে কড়াকড়ি। আপনার কাছে বৈধ টিকিট আছে কিনা তা নিশ্চিত করতে রেলের তরফে কড়া নজরদারি থাকে রেল পুলিশ থেকে টিকিট পরীক্ষক তথা টিটির। Representative Image
advertisement
3/14
তবে সেদিন চেন্নাই ট্রেন স্টেশনেই এমন একটি ঘটনা ঘটল যা চমকে দিয়েছে জিআরপি থেকে শুরু করে সেখানকার রেলকর্মীদের। ঠিক কী ঘটেছিল চেন্নাই স্টেশনে? আর পাঁচদিনের মতোই টহল দিচ্ছিলেন এক জিআরপি। নজর রাখছিলেন ব্যস্ত যাত্রীদের দিকে। সন্দেহজনক কিছু দেখলেই পদক্ষেপ করছিলেন প্রয়োজন মতো। Representative Image 
তবে সেদিন চেন্নাই ট্রেন স্টেশনেই এমন একটি ঘটনা ঘটল যা চমকে দিয়েছে জিআরপি থেকে শুরু করে সেখানকার রেলকর্মীদের। ঠিক কী ঘটেছিল চেন্নাই স্টেশনে? আর পাঁচদিনের মতোই টহল দিচ্ছিলেন এক জিআরপি। নজর রাখছিলেন ব্যস্ত যাত্রীদের দিকে। সন্দেহজনক কিছু দেখলেই পদক্ষেপ করছিলেন প্রয়োজন মতো। Representative Image
advertisement
4/14
ঠিক সেই সময়ই চোখে পড়ল এক সাধুবাবাকে। কর্তব্যরত সেই জিআরপি হঠাৎ এগিয়ে এসে জিজ্ঞেস করেন, "সাধুবাবা, তোমার টিকিট দেখাও দেখি।" উত্তরে কী বলেন জানেন ওই সাধুবাবা? শুনলে আপনারও মাথা ঘুরবে বনবন করে। Representative Image 
ঠিক সেই সময়ই চোখে পড়ল এক সাধুবাবাকে। কর্তব্যরত সেই জিআরপি হঠাৎ এগিয়ে এসে জিজ্ঞেস করেন, "সাধুবাবা, তোমার টিকিট দেখাও দেখি।" উত্তরে কী বলেন জানেন ওই সাধুবাবা? শুনলে আপনারও মাথা ঘুরবে বনবন করে। Representative Image
advertisement
5/14
সাধুবাবা সাফ বলে দেন, "আমি সাধু। আমাদের টিকিট কিনতে হয় না...।" শুনে তাজ্জব হয়ে যান জিআরপি। চোখ কপালে ওঠে টিকিট পরীক্ষকের। এ কী বলছেন এই সাধুবাবা? AI Generated Representative Image
সাধুবাবা সাফ বলে দেন, "আমি সাধু। আমাদের টিকিট কিনতে হয় না...।" শুনে তাজ্জব হয়ে যান জিআরপি। চোখ কপালে ওঠে টিকিট পরীক্ষকের। এ কী বলছেন এই সাধুবাবা? AI Generated Representative Image
advertisement
6/14
তবে এখানেই শেষ নয়! এরপরেই ওই সাধুবাবা যা বলে বসেন, তা আরও ভয়ঙ্কর। সাধুবাবা উল্টে আরও রাগ দেখিয়ে জানান, "একদিন টিকিট ছাড়া ট্রেনে ওঠার জন্য আমাকে ট্রেন থেকে ফেলে দেওয়া হয়েছিল। সেই কারণেই আমি এখন সব ট্রেনগুলির ক্ষতি করার চেষ্টা করে যাই।" Representative Image 
তবে এখানেই শেষ নয়! এরপরেই ওই সাধুবাবা যা বলে বসেন, তা আরও ভয়ঙ্কর। সাধুবাবা উল্টে আরও রাগ দেখিয়ে জানান, "একদিন টিকিট ছাড়া ট্রেনে ওঠার জন্য আমাকে ট্রেন থেকে ফেলে দেওয়া হয়েছিল। সেই কারণেই আমি এখন সব ট্রেনগুলির ক্ষতি করার চেষ্টা করে যাই।" Representative Image
advertisement
7/14
'সাধুবাবার' এই জবাব শুনে আঁতকে ওঠেন জিআরপি থেকে টিটি। খোঁজ নিতেই ফাঁস হয়ে যায় আরও বড় সত্যি। টিকিট ছাড়া ট্রেনে ভ্রমণ করার সময় জিআরপির হাতে ধরা পড়া ওই ব্যক্তিকে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়েছিল। তবে সময়মতো পুলিশ এই ব্যক্তির নাশকতামূলক কার্যকলাপ সম্পর্কে জানতে পেরে যায় এবং বড়সড় রেল দুর্ঘটনার হাত থেকে রেল পরিষেবাকে বাঁচাতে সমর্থ হয়। Representative Image 
'সাধুবাবার' এই জবাব শুনে আঁতকে ওঠেন জিআরপি থেকে টিটি। খোঁজ নিতেই ফাঁস হয়ে যায় আরও বড় সত্যি। টিকিট ছাড়া ট্রেনে ভ্রমণ করার সময় জিআরপির হাতে ধরা পড়া ওই ব্যক্তিকে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়েছিল। তবে সময়মতো পুলিশ এই ব্যক্তির নাশকতামূলক কার্যকলাপ সম্পর্কে জানতে পেরে যায় এবং বড়সড় রেল দুর্ঘটনার হাত থেকে রেল পরিষেবাকে বাঁচাতে সমর্থ হয়। Representative Image
advertisement
8/14
প্রসঙ্গত, তামিলনাড়ু এবং তেলেঙ্গানায় রেলপথে একাধিক দুষ্কর্মের অভিযোগে ইতিমধ্যেই বেশ কয়েকজন ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, ২৬ থেকে ২৯ এপ্রিলের মধ্যে আভাদি, আম্বাত্তুর এবং আরাক্কোনামে রেললাইন ভেঙে ফেলার মতো একাধিক ঘটনা ঘটেছে। যা দেশব্যাপী উদ্বেগ বাড়িয়েছে। ইতিমধ্যেই এনআইএ-ও এইসব দুর্ঘটনার তদন্তে যোগ দিয়েছে। Representative Image 
প্রসঙ্গত, তামিলনাড়ু এবং তেলেঙ্গানায় রেলপথে একাধিক দুষ্কর্মের অভিযোগে ইতিমধ্যেই বেশ কয়েকজন ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, ২৬ থেকে ২৯ এপ্রিলের মধ্যে আভাদি, আম্বাত্তুর এবং আরাক্কোনামে রেললাইন ভেঙে ফেলার মতো একাধিক ঘটনা ঘটেছে। যা দেশব্যাপী উদ্বেগ বাড়িয়েছে। ইতিমধ্যেই এনআইএ-ও এইসব দুর্ঘটনার তদন্তে যোগ দিয়েছে। Representative Image
advertisement
9/14
খোঁজ নিয়ে পুলিশ জানতে পেরেছে। এই 'সাধুবাবা' পরিচয় দেওয়া ব্যক্তি আদতে দ্বাদশ শ্রেণী থেকে ছেড়েছে স্কুল। ওড়িশার বাসিন্দা, ৪৩ বছর বয়সি এই 'টুয়েলভ ড্রপআউট', যিনি নিজেকে বাবা বলে দাবি করেছিলেন, তাঁর আসল নাম 'ওম'। Representative Image 
খোঁজ নিয়ে পুলিশ জানতে পেরেছে। এই 'সাধুবাবা' পরিচয় দেওয়া ব্যক্তি আদতে দ্বাদশ শ্রেণী থেকে ছেড়েছে স্কুল। ওড়িশার বাসিন্দা, ৪৩ বছর বয়সি এই 'টুয়েলভ ড্রপআউট', যিনি নিজেকে বাবা বলে দাবি করেছিলেন, তাঁর আসল নাম 'ওম'। Representative Image
advertisement
10/14
এই 'ওম' নামক ব্যক্তি ওড়িশার বাড়ি ছেড়ে বেরিয়ে হরিদ্বার থেকে দীর্ঘপথ আধ্যাত্মিক যাত্রায় ছিলেন বলেও তার দাবি। তামিলনাড়ু পুলিশের জেরায় সে আবারও বলে, "বাবাদের টিকিটের প্রয়োজন হয় না কারণ তাঁরা এই নিয়মের ঊর্ধ্বে।" 
এই 'ওম' নামক ব্যক্তি ওড়িশার বাড়ি ছেড়ে বেরিয়ে হরিদ্বার থেকে দীর্ঘপথ আধ্যাত্মিক যাত্রায় ছিলেন বলেও তার দাবি। তামিলনাড়ু পুলিশের জেরায় সে আবারও বলে, "বাবাদের টিকিটের প্রয়োজন হয় না কারণ তাঁরা এই নিয়মের ঊর্ধ্বে।"
advertisement
11/14
প্রসঙ্গত, সপ্তাহ দুয়েক আগে হায়দরাবাদের কাচিগুড়া এবং বুদভেলের মধ্যে ট্র্যাক নষ্ট করার সময়ই এই সাধুবাবা পুলিশের জালে ধরা পরেন। তবে এই ঘটনার পর পুলিশ ওমের কোনও অপরাধের রেকর্ড খুঁজে পায়নি।
প্রসঙ্গত, সপ্তাহ দুয়েক আগে হায়দরাবাদের কাচিগুড়া এবং বুদভেলের মধ্যে ট্র্যাক নষ্ট করার সময়ই এই সাধুবাবা পুলিশের জালে ধরা পরেন। তবে এই ঘটনার পর পুলিশ ওমের কোনও অপরাধের রেকর্ড খুঁজে পায়নি।
advertisement
12/14
তামিলনাড়ু পুলিশ হরিদ্বারে গিয়ে 'ওম'-এর কোনও রেকর্ডই পায়নি, বরং তারা জানতে পারে যে তার আসল নাম বিজয়কুমার এবং সে একজন যাযাবর। এই ব্যক্তি নাকি বিভিন্ন রাজ্যে ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করত এবং তিরুত্তানির কাছে একটি মঠে কিছুদিন থাকতে শুরু করেছিল। সেখানেই নাকি সে বাবার ছদ্মবেশে বাস করত এবং বিশ্বাস করত যে ট্রেনে ভ্রমণের জন্য তার টিকিটের প্রয়োজন নেই। সে সেখানেও বার বার এই কথা বলে যে টিকিট না থাকায় তাকে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়েছিল বলে সে রেললাইনে ধাতব জিনিসপত্র এবং পাথর রেখে রেলের ক্ষতি করার চেষ্টা করে চলেছে এই ছদ্মবেশী 'বাবাজি'।
তামিলনাড়ু পুলিশ হরিদ্বারে গিয়ে 'ওম'-এর কোনও রেকর্ডই পায়নি, বরং তারা জানতে পারে যে তার আসল নাম বিজয়কুমার এবং সে একজন যাযাবর। এই ব্যক্তি নাকি বিভিন্ন রাজ্যে ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করত এবং তিরুত্তানির কাছে একটি মঠে কিছুদিন থাকতে শুরু করেছিল। সেখানেই নাকি সে বাবার ছদ্মবেশে বাস করত এবং বিশ্বাস করত যে ট্রেনে ভ্রমণের জন্য তার টিকিটের প্রয়োজন নেই। সে সেখানেও বার বার এই কথা বলে যে টিকিট না থাকায় তাকে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়েছিল বলে সে রেললাইনে ধাতব জিনিসপত্র এবং পাথর রেখে রেলের ক্ষতি করার চেষ্টা করে চলেছে এই ছদ্মবেশী 'বাবাজি'।
advertisement
13/14
এই প্রসঙ্গে চেন্নাইয়ের জিআরপি সুপারিনটেনডেন্ট আই ঈশ্বরণ বলেন, "ভাগ্যক্রমে তার কীর্তির ফলে কোনও বড় দুর্ঘটনা ঘটেনি। ওই ব্যক্তি আরাককোনামে, ছ'টি রেল সংযোগস্থলে ধাতব রড এবং পাথর আটকে ছিল। Representative Image 
এই প্রসঙ্গে চেন্নাইয়ের জিআরপি সুপারিনটেনডেন্ট আই ঈশ্বরণ বলেন, "ভাগ্যক্রমে তার কীর্তির ফলে কোনও বড় দুর্ঘটনা ঘটেনি। ওই ব্যক্তি আরাককোনামে, ছ'টি রেল সংযোগস্থলে ধাতব রড এবং পাথর আটকে ছিল। Representative Image
advertisement
14/14
তিরুপতি-পুদুচেরি এক্সপ্রেসের লোকো পাইলট সিগন্যালের ত্রুটি লক্ষ্য করে সময়মতো ট্রেন থামিয়ে দেওয়ায় সেই দুর্ঘটনা এড়ানো যায়। আর এই সবকিছুই জানা যায় তার গ্রেফতারির পরে। ইতিমধ্যে গত সপ্তাহে ওই ব্যক্তিকে ট্রানজিট রিমান্ডে চেন্নাই নিয়ে আসা হয়। তাকে এখন পুঝাল জেলে বিচার বিভাগীয় হেফাজতে রাখা হয়েছে।
তিরুপতি-পুদুচেরি এক্সপ্রেসের লোকো পাইলট সিগন্যালের ত্রুটি লক্ষ্য করে সময়মতো ট্রেন থামিয়ে দেওয়ায় সেই দুর্ঘটনা এড়ানো যায়। আর এই সবকিছুই জানা যায় তার গ্রেফতারির পরে। ইতিমধ্যে গত সপ্তাহে ওই ব্যক্তিকে ট্রানজিট রিমান্ডে চেন্নাই নিয়ে আসা হয়। তাকে এখন পুঝাল জেলে বিচার বিভাগীয় হেফাজতে রাখা হয়েছে।
advertisement
advertisement
advertisement