Indian Railways: কাপড়ের ব্যাগ পোস্টে ধাক্কা খেতেই জোরে শব্দ, 'ব্যাগ খোলো'...GRP-র কথায় কেঁপে উঠল যাত্রী, তার পরের ঘটনা সিনেমাকেও হার মানাবে, ঘাম ছুটল খোদ পুলিশেরও

Last Updated:
টহলের সময় এক যাত্রীকে সন্দেহবশত থামায় রেল পুলিশ আর তার পরেই ঠিক যেন সিনেমা! টানটান উত্তেজনা, মারকাটারি অ্যাকশন
1/6
ভারতীয় রেলে যাত্রীদের আরামদায়ক যাত্রা নিশ্চিত করতে নিয়মিতভাবে স্টেশন ও ট্রেনে টহল এবং তল্লাশি অভিযান চালাচ্ছে GRP ও RPF। সম্প্রতি রেইড চলাকালীন লখনউয়ের চারবাগ স্টেশনে ঘটে গেল গায়ে কাঁটা দেওয়া এক ঘটনা। স্টেশনজুড়ে আতঙ্ক, হই হল্লা,ঘাম ছুটল খোদ পুলিশের! ঠিক কী ঘটেছিল?
ভারতীয় রেলে যাত্রীদের আরামদায়ক যাত্রা নিশ্চিত করতে নিয়মিতভাবে স্টেশন ও ট্রেনে টহল এবং তল্লাশি অভিযান চালাচ্ছে GRP ও RPF। সম্প্রতি রেইড চলাকালীন লখনউয়ের চারবাগ স্টেশনে ঘটে গেল গায়ে কাঁটা দেওয়া এক ঘটনা। স্টেশনজুড়ে আতঙ্ক, হই হল্লা,ঘাম ছুটল খোদ পুলিশের! ঠিক কী ঘটেছিল?
advertisement
2/6
টহলের সময় এক যাত্রীকে সন্দেহবশত থামায় রেল পুলিশ আর তার পরেই ঠিক যেন সিনেমা! টানটান উত্তেজনা, মারকাটারি অ্যাকশন! যাত্রী এক লহমায় নিজের ব্যাগ খুলে বার করে ফেলল বন্দুক! জিআরপি-র উপর চলল দুমদুম গুলি। পাল্টা প্রতিরোধে GRP-ও ব্যক্তির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। তার পর যা ঘটল...Representative Image Image Generated By AI
টহলের সময় এক যাত্রীকে সন্দেহবশত থামায় রেল পুলিশ আর তার পরেই ঠিক যেন সিনেমা! টানটান উত্তেজনা, মারকাটারি অ্যাকশন! যাত্রী এক লহমায় নিজের ব্যাগ খুলে বার করে ফেলল বন্দুক! জিআরপি-র উপর চলল দুমদুম গুলি। পাল্টা প্রতিরোধে GRP-ও ব্যক্তির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। তার পর যা ঘটল... Representative Image Image Generated By AI
advertisement
3/6
জানা যায়, চারবাগ রেলওয়ে স্টেশনে তল্লাশি চালাচ্ছিল রেল পুলিশ। ঠিক তখনই এক যাত্রী দ্রুত স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছিল। ভিড়ের কারণে তার ব্যাগ একটি পোস্টের সঙ্গে ধাক্কা খায়। ধাক্কা খেতেই জোরে শব্দ হয়! স্বাভাবিকভাবেই বোঝা যায় ব্যাগে এমন কিছু আছে ছিল যা ধাতব, ফলে খুঁটির সঙ্গে ধাক্কা খেতেই জোরে আওয়াজ হয়। যাত্রীর ব্যাগের ভিতর কী ছিল? জানলে চমকে উঠবেন!Representative Image Image Generated By AI
জানা যায়, চারবাগ রেলওয়ে স্টেশনে তল্লাশি চালাচ্ছিল রেল পুলিশ। ঠিক তখনই এক যাত্রী দ্রুত স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছিল। ভিড়ের কারণে তার ব্যাগ একটি পোস্টের সঙ্গে ধাক্কা খায়। ধাক্কা খেতেই জোরে শব্দ হয়! স্বাভাবিকভাবেই বোঝা যায় ব্যাগে এমন কিছু আছে ছিল যা ধাতব, ফলে খুঁটির সঙ্গে ধাক্কা খেতেই জোরে আওয়াজ হয়। যাত্রীর ব্যাগের ভিতর কী ছিল? জানলে চমকে উঠবেন! Representative Image Image Generated By AI
advertisement
4/6
রেলওয়ে সূত্রে জানা যায়, ব্যক্তির ব্যাগের ভিতরে ছিল বন্দুক। স্টেশনে যেই না ব্যাগে থাকা বন্দুকটি পোস্টে ধাক্কা খাওয়ার ফলে আওয়াজ হয়, অমনি সন্দেহ হয় পুলিশের। ব্যক্তিকে থামায় GRP। তখনই ব্যাগ থেকে বন্দুকটা বার করে গুলি চালায় ব্যক্তি। Representative Image Image Generated By AI
রেলওয়ে সূত্রে জানা যায়, ব্যক্তির ব্যাগের ভিতরে ছিল বন্দুক। স্টেশনে যেই না ব্যাগে থাকা বন্দুকটি পোস্টে ধাক্কা খাওয়ার ফলে আওয়াজ হয়, অমনি সন্দেহ হয় পুলিশের। ব্যক্তিকে থামায় GRP। তখনই ব্যাগ থেকে বন্দুকটা বার করে গুলি চালায় ব্যক্তি। Representative Image Image Generated By AI
advertisement
5/6
জিআরপি আত্মরক্ষার জন্য পাল্টা গুলি চালায়। গুলি লাগে ব্যক্তির গায়ে। এর পর তাকে হেফাজতে নেওয়া হয়। নাম ও ঠিকানা জিজ্ঞাসা করলে সে নিজের নাম ফিরোজ ও বাড়ি হারদোই জেলার সানডিলা বলে জানায়। তল্লাশির সময় তার হাতে একটি ৩১৫ বোরের লোহার পিস্তল পাওয়া যায় এবং তার জামাকাপড় থেকে ৩১৫ বোরের ২টি লাইভ কার্তুজ ও ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। Representative Image Image Generated By AI
জিআরপি আত্মরক্ষার জন্য পাল্টা গুলি চালায়। গুলি লাগে ব্যক্তির গায়ে। এর পর তাকে হেফাজতে নেওয়া হয়। নাম ও ঠিকানা জিজ্ঞাসা করলে সে নিজের নাম ফিরোজ ও বাড়ি হারদোই জেলার সানডিলা বলে জানায়। তল্লাশির সময় তার হাতে একটি ৩১৫ বোরের লোহার পিস্তল পাওয়া যায় এবং তার জামাকাপড় থেকে ৩১৫ বোরের ২টি লাইভ কার্তুজ ও ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। Representative Image Image Generated By AI
advertisement
6/6
অভিযুক্ত ব্যক্তি আহত হওয়ায় তাকে হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসার পর তাকে জেলহাজতে পাঠানো হয়। জেরায় ধৃত স্বীকার করেছে, সে রেলস্টেশন, চলন্ত ট্রেনে যাত্রীদের মোবাইল ফোন, গয়না ও ব্যাগ চুরি এবং ছিনতাই করে। এরপর চুরি করা জিনিসপত্র রাস্তার পথচারীদের কাছে কম দামে বিক্রি করে। অভিযুক্ত আগেও চুরির অভিযোগে জেল খেটেছে। GRP অনেকদিন ধরেই তাকে খুঁজছিল। Representative Image Image Generated By AI
অভিযুক্ত ব্যক্তি আহত হওয়ায় তাকে হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসার পর তাকে জেলহাজতে পাঠানো হয়। জেরায় ধৃত স্বীকার করেছে, সে রেলস্টেশন, চলন্ত ট্রেনে যাত্রীদের মোবাইল ফোন, গয়না ও ব্যাগ চুরি এবং ছিনতাই করে। এরপর চুরি করা জিনিসপত্র রাস্তার পথচারীদের কাছে কম দামে বিক্রি করে। অভিযুক্ত আগেও চুরির অভিযোগে জেল খেটেছে। GRP অনেকদিন ধরেই তাকে খুঁজছিল। Representative Image Image Generated By AI
advertisement
advertisement
advertisement