Indian Railways: রোজ সুটকেস নিয়ে ট্রেনে চাপত যুবক, ফিরত ব্যাগভর্তি টাকা নিয়ে... 'কে তুমি?' GRP-র প্রশ্নে থতমত যুবক, তার যে পরিচয় সামনে এল,ঘাম ছুটল খোদ পুলিশেরও

Last Updated:
যুবক প্রতিদিন ট্রেনে করে অযোধ্যা থেকে বিহার যেত। তার সঙ্গে থাকত একটা বড় সুটকেস। এর পর যখন বিহার থেকে অযোধ্যা ফিরত, তার সঙ্গে থাকত একটা বড় ব্যাগ! রোজ এই এক রুটিন! ব্যাপারটা কী? সন্দেহ হল জিআরপি-র! আর তার পরে যা জানা গেল, শুনেই লাফিয়ে উঠবেন!
1/8
নিত্যদিন ভারতীয় রেলের নানা ভাইরাল খবর সামনে আসে! সম্প্রতি এমন একটি খবর প্রকাশ্যে এসেছে যা কাঁপিয়ে দিয়েছে পুলিশ-প্রশাসনকেও! ঠিক কী হয়েছিল? তবে গোড়া থেকেই বলাই যাক! বেশ কিছুদিন ধরেই রেল পুলিশের নজরে ছিল এক যুবক। এই যুবক প্রতিদিন ট্রেনে করে অযোধ্যা থেকে বিহার যেত। তার সঙ্গে থাকত একটা বড় সুটকেস। এর পর যখন বিহার থেকে অযোধ্যা ফিরত, তার সঙ্গে থাকত একটা বড় ব্যাগ! রোজ এই এক রুটিন! ব্যাপারটা কী? সন্দেহ হল জিআরপি-র! আর তার পরে যা জানা গেল, শুনেই লাফিয়ে উঠবেন!
নিত্যদিন ভারতীয় রেলের নানা ভাইরাল খবর সামনে আসে! সম্প্রতি এমন একটি খবর প্রকাশ্যে এসেছে যা কাঁপিয়ে দিয়েছে পুলিশ-প্রশাসনকেও! ঠিক কী হয়েছিল? তবে গোড়া থেকেই বলাই যাক! বেশ কিছুদিন ধরেই রেল পুলিশের নজরে ছিল এক যুবক। এই যুবক প্রতিদিন ট্রেনে করে অযোধ্যা থেকে বিহার যেত। তার সঙ্গে থাকত একটা বড় সুটকেস। এর পর যখন বিহার থেকে অযোধ্যা ফিরত, তার সঙ্গে থাকত একটা বড় ব্যাগ! রোজ এই এক রুটিন! ব্যাপারটা কী? সন্দেহ হল জিআরপি-র! আর তার পরে যা জানা গেল, শুনেই লাফিয়ে উঠবেন!
advertisement
2/8
যুবকের উপর সন্দেহের বশেই তদন্ত শুরু করল রেল পুলিশ! একদিন পাকড়াও করা হল যুবককে! সে তখন অযোধ্যা থেকে বিহার যাচ্ছিল। তার সঙ্গে সেই বিরাট সুটকেস! আরপিএফ তাঁকে প্ল্যাটফর্মে আটক করে বলে, 'সুটকেশ খোলো'! নিমেষে চোখমুখ পাল্টে গেল যুবকের! সে কিছুতেই খুলবে না সুটকেশ! শেষমেশ পুলিশের ধমকানিতে সুটকেশ খুলতে বাধ্য হল সে, আর সুটকেসের মধ্যে যা ছিল, তা দেখে পুলিশের চোখ কপালে!
যুবকের উপর সন্দেহের বশেই তদন্ত শুরু করল রেল পুলিশ! একদিন পাকড়াও করা হল যুবককে! সে তখন অযোধ্যা থেকে বিহার যাচ্ছিল। তার সঙ্গে সেই বিরাট সুটকেস! আরপিএফ তাঁকে প্ল্যাটফর্মে আটক করে বলে, 'সুটকেশ খোলো'! নিমেষে চোখমুখ পাল্টে গেল যুবকের! সে কিছুতেই খুলবে না সুটকেশ! শেষমেশ পুলিশের ধমকানিতে সুটকেশ খুলতে বাধ্য হল সে, আর সুটকেসের মধ্যে যা ছিল, তা দেখে পুলিশের চোখ কপালে!
advertisement
3/8
জানা যায়, যুবক অযোধ্যা থেকে বিহার যেত এবং যখন বিহার থেকে ফিরত তার সঙ্গের বড় ব্যাগটা ভরা থাকত তোড়া-তোড়া টাকার বান্ডিলে। এইভাবেই ধনী হয়ে উঠেছিল যুবক। তবে তার এই খেলা বেশিদিন টিকল না। শেষমেশ GRP-র হাতে ধরা পড়ে যায়। তখনই ফাঁস হল সমস্ত গোপন রহস্য।
জানা যায়, যুবক অযোধ্যা থেকে বিহার যেত এবং যখন বিহার থেকে ফিরত তার সঙ্গের বড় ব্যাগটা ভরা থাকত তোড়া-তোড়া টাকার বান্ডিলে। এইভাবেই ধনী হয়ে উঠেছিল যুবক। তবে তার এই খেলা বেশিদিন টিকল না। শেষমেশ GRP-র হাতে ধরা পড়ে যায়। তখনই ফাঁস হল সমস্ত গোপন রহস্য।
advertisement
4/8
যুবককে আটক করার পর জিআরপি তাকে স্থানীয় পুলিশর হাতে তুলে দেয়। জিআরপি লখনউ জানায়, ট্রেন ও রেলওয়ে স্টেশনগুলিতে চুরি ও ডাকাতির ঘটনা রুখতে লখনউ জোনের অন্তর্গত স্টেশনগুলিতে নিয়মিত তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে অযোধ্যা ক্যান্টনমেন্টে জিআরপি-র একটি তদন্ত অভিযান চলছিল। এই সময় এক যুবককে একটি স্যুটকেস নিয়ে অযোধ্যা ক্যান্টের পূর্ব প্রান্তের দিকে যেতে দেখা যায়। জিআরপি-র সন্দেহ হয়, কারণ ওই দিক দিয়ে বার হওয়ার কোনও পথ ছিল না। এই সন্দেহের ভিত্তিতে GRP কর্মীরা তড়িঘড়ি তার দিকে এগিয়ে যান। জিআরপি-কে এগিয়ে আসতে দেখে যুবক দ্রুত পায়ে পালানোর চেষ্টা করে। তবে কর্মীরা তাকে তাড়া করে ধরে ফেলেন।
যুবককে আটক করার পর জিআরপি তাকে স্থানীয় পুলিশর হাতে তুলে দেয়। জিআরপি লখনউ জানায়, ট্রেন ও রেলওয়ে স্টেশনগুলিতে চুরি ও ডাকাতির ঘটনা রুখতে লখনউ জোনের অন্তর্গত স্টেশনগুলিতে নিয়মিত তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে অযোধ্যা ক্যান্টনমেন্টে জিআরপি-র একটি তদন্ত অভিযান চলছিল। এই সময় এক যুবককে একটি স্যুটকেস নিয়ে অযোধ্যা ক্যান্টের পূর্ব প্রান্তের দিকে যেতে দেখা যায়। জিআরপি-র সন্দেহ হয়, কারণ ওই দিক দিয়ে বার হওয়ার কোনও পথ ছিল না। এই সন্দেহের ভিত্তিতে GRP কর্মীরা তড়িঘড়ি তার দিকে এগিয়ে যান। জিআরপি-কে এগিয়ে আসতে দেখে যুবক দ্রুত পায়ে পালানোর চেষ্টা করে। তবে কর্মীরা তাকে তাড়া করে ধরে ফেলেন।
advertisement
5/8
এর পর শুরু হয় জিজ্ঞাসাবাদ। সে নিজের নাম জানায় আকাশ কুমার, অযোধ্যা জেলার হায়দরগঞ্জ থানা এলাকার বাসিন্দা। যখন তাকে সুটকেস খুলে দেখানোর কথা বলা হয়, তখন সে প্রথমে জিআরপি-কে ভুল পথে চালানোর চেষ্টা করে। কিন্তু শেষমেশ সুটকেস খুলতে বাধ্য হয়।
এর পর শুরু হয় জিজ্ঞাসাবাদ। সে নিজের নাম জানায় আকাশ কুমার, অযোধ্যা জেলার হায়দরগঞ্জ থানা এলাকার বাসিন্দা। যখন তাকে সুটকেস খুলে দেখানোর কথা বলা হয়, তখন সে প্রথমে জিআরপি-কে ভুল পথে চালানোর চেষ্টা করে। কিন্তু শেষমেশ সুটকেস খুলতে বাধ্য হয়।
advertisement
6/8
রেল পুলিশ জানায়, যুবকের সুটকেশ থেকে উদ্ধার হয় ১৮০ মিলি করে ৬০ বোতল অবৈধ বিলিতি মদ।
রেল পুলিশ জানায়, যুবকের সুটকেশ থেকে উদ্ধার হয় ১৮০ মিলি করে ৬০ বোতল অবৈধ বিলিতি মদ।
advertisement
7/8
জিজ্ঞাসাবাদে যুবক জানায়, সে উত্তরপ্রদেশ থেকে মদ পাচার করে বিহারে নিয়ে যায় এবং সেগুলি চড়া দামে বিক্রি করে। সে দীর্ঘদিন ধরে এই কাজ করছে এবং এতে প্রচুর রোজগার হয়।
জিজ্ঞাসাবাদে যুবক জানায়, সে উত্তরপ্রদেশ থেকে মদ পাচার করে বিহারে নিয়ে যায় এবং সেগুলি চড়া দামে বিক্রি করে। সে দীর্ঘদিন ধরে এই কাজ করছে এবং এতে প্রচুর রোজগার হয়।
advertisement
8/8
সেদিনও যুবক বিহারে মদ নিয়ে যাচ্ছিল, কিন্তু পথে জিআরপি-কে দেখে সে রুট পরিবর্তন করে ট্র্যাকের দিকে দিয়ে বাইরে যাওয়ার চেষ্টা করে। সেই সময়ই জিআরপি তাকে ধরে ফেলে। Representative Image All Imgage generated by AI
সেদিনও যুবক বিহারে মদ নিয়ে যাচ্ছিল, কিন্তু পথে জিআরপি-কে দেখে সে রুট পরিবর্তন করে ট্র্যাকের দিকে দিয়ে বাইরে যাওয়ার চেষ্টা করে। সেই সময়ই জিআরপি তাকে ধরে ফেলে। Representative Image All Imgage generated by AI
advertisement
advertisement
advertisement