Indian Railways:মঙ্গল এক্সপ্রেসের AC 2 কোচে যাচ্ছিল নাইজেরিয়ার মহিলা, 'তোমার খেল খতম'...RPF-এর হুঙ্কারে কেঁপে উঠল বিদেশিনী, তার ব্যাগ থেকে যা মিলল,শুনলে গায়ে কাঁটা দেবে
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
দিল্লি থেকে মুম্বই হজরত নিজামউদ্দিন-এর্ণাকুলাম মঙ্গল এক্সপ্রেস (১২৬১৮) ট্রেনে এ কী কাণ্ড! ট্রেনে করে ৩৬ কোটি টাকার মাদক পাচার করছিলেন এক নাইজেরিয়ান মহিলা
দিল্লি থেকে মুম্বই হজরত নিজামউদ্দিন-এর্ণাকুলাম মঙ্গল এক্সপ্রেস (১২৬১৮) ট্রেনে এ কী কাণ্ড! ট্রেনে করে ৩৬ কোটি টাকার মাদক পাচার করছিলেন এক নাইজেরিয়ান মহিলা। মুম্বইয়ের পানভেলে ধরা পড়ে যায় সে। দিল্লি থেকে মুম্বই পর্যন্ত মাদক পাচারের জন্য তিনি এই সাধারণ ট্রেনটিকে কেন বেছে নিয়েছিল নাইজেরিয়ার মহিলা? সেই রহস্যও ফাঁস হয়েছে।
advertisement
advertisement
দিল্লি থেকে মুম্বই রুটে রাজধানী, তেজস ছাড়াও প্রতিদিন প্রায় ১০টি সুপারফাস্ট ট্রেন চলে। কিন্তু মহিলা এমন একটি ট্রেন খুঁজছিল, যা একেবারেই ধীর গতির — অর্থাৎ মাঝপথে বহু স্টেশনে থামে এবং গন্তব্যে পৌঁছতে অনেক সময় নেয়। হজরত নিজামুদ্দিন-এর্ণাকুলাম মঙ্গল এক্সপ্রেস ছিল এমনই একটি ট্রেন, যা ২৬৭১ কিমি পথ অতিক্রম করে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছয়। এই রূতে ট্রেনটি ৪৩টি জায়গায় থামে। এই ট্রেনে যাতায়াতকারী অধিকাংশ যাত্রীই দক্ষিণ ভারতের দিকে যান।
advertisement
ওই মহিলা দিল্লির নিজামউদ্দিন স্টেশন থেকে না উঠে ট্রেনে ওঠেন ফারিদাবাদ স্টেশন থেকে। রাজধানী এক্সপ্রেসের মতো ট্রেনগুলিতে স্টেশনে তল্লাশি খুব কড়া হয়, কিন্তু এই ট্রেনটি ভোর ৬টা নাগাদ ফারিদাবাদে পৌঁছনোর কারণে সেখানে তল্লাশির সম্ভাবনা কম ছিল। এই সুযোগকেই কাজে লাগায় মহিলা এবং দিল্লির পরিবর্তে ভোরবেলা ফারিদাবাদ থেকে ট্রেনে ওঠে। দিল্লি থেকে মুম্বই পর্যন্ত এই ট্রেনটি ১৭টি স্টেশনে থামে, যেখানে রাজধানীর মতো ট্রেনগুলি মাত্র ৬ থেকে ৭টি স্টেশনে থামে।
advertisement
advertisement
advertisement