ট্রেনের এসি কোচে চলছিল বিরাট খেলা...! ছড়ানো ছেটানো চাদর, বালিশ, 'এসব কী হচ্ছে?' TTE 'দেখে' ফেলতেই যা ঘটল, মুহূর্তে কেঁপে উঠল বুক!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Indian Railways: ভারতীয় রেলের এসি কোচে ভ্রমণকারী যাত্রীদের জন্য এক ভয়ঙ্কর সত্যি সামনে এনে দিল একটি রাতের ঘটনা। দাবানলের মতো ছড়িয়ে পড়েছে এই ঘটনা যা দেখেই শিউরে ওঠেন যাত্রীরা। গা ঘিনঘিন করে উঠবে শুনলেইI
advertisement
বেশিরভাগ দূরপাল্লার ট্রেনগুলিতে ভাল আসন ও গদি দেওয়া বার্থ ছাড়াও স্লিপার ও এসি কোচের যাত্রীদের জন্য থাকে নিজস্ব প্যান্ট্রি কার। যাত্রীদের দীর্ঘ সময় ট্রেনে থাকতে যাতে কোনও অসুবিধে না হয় তার জন্য দেওয়া হয় স্বল্পমূল্যে স্বাস্থ্যকর ও সুস্বাদু খাবার। থাকে প্রত্যেক যাত্রীর জন্য চাদর বিছানা, বালিশ ও তোয়ালে। Representative Image
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
এইভাবে নোংরা বিছানা-বালিশ প্যাকেটে ভরে গোয়ালিয়র ইন্টারসিটি, বুন্দেলখণ্ড এক্সপ্রেস এবং সবরমতির মতো ট্রেনের যাত্রীদের পাঠানো হয়। একজন কর্মচারীকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে, তিনিও স্বীকার করেন যে বিছানার কোনও জিনিসই ধোয়া হচ্ছে না। এটা এককথায় স্পষ্ট যে যাত্রীদের পরিচ্ছন্নতার নামে রীতিমতো প্রতারণা করা হচ্ছে। Representative Image
advertisement
advertisement
advertisement
অনেকেই বলেন এতে যাত্রীদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে রীতিমতো ছিনিমিনি খেলা হচ্ছে। কারণ এমন ভাবে অন্যের ব্যবহার করা বিছানা বালিশ যাত্রীদের স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব ফেলতে পারে। অনেক যাত্রী রেলের ওয়েবসাইটে এই বিষয়ে অভিযোগও করেছেন কিন্তু এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হয়নি। AI Generated Representative Image
advertisement
advertisement