ছেঁড়া ব্যাগটা বার বার ঢেকে রাখছিল ৫ জন..., 'কী আছে ওতে?' এগিয়ে এলেন RPF কর্মীরা! পুরো ঘটনা শুনলেই 'গা-হিম'!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Indian Railway: সেদিন আলিগড় স্টেশনে যা ঘটেছিল তা ছিল, যেন সিনেমার গল্প। বিরাট বড় আলিগড় জংশনের বাইরে একটি তেঁতুল গাছের নীচে বসেছিল পাঁচজন লোক। খোলা আকাশের নীচে একটা আবছা ছাউনি মতো বানিয়ে দিব্যি বসেছিল ওরা। সে ভাবে কারও নজরও পড়েনি ওদিকে।
advertisement
প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের আসা-যাওয়া চলে এখানে। কে আসে, কে যায়, তাদের লাগেজ কোথায়, কে তাদের লাগেজ ভুলে গেলেন, অথবা তাদের পাশে কে বসে ছিল সে সম্পর্কে কেউ খুব বেশি কিছু জানে না। মানুষ স্টেশনে যাতায়াতের পথে এতই তাড়াহুড়ো করে যে কারও কিছুই লক্ষ্য করার কথা মাথায় থাকে না। AI Generated Representative Image
advertisement
advertisement
প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের আসা-যাওয়া চলে এখানে। কে আসে, কে যায়, তাদের লাগেজ কোথায়, কে তাদের লাগেজ ভুলে গেলেন, অথবা তাদের পাশে কে বসে ছিল সে সম্পর্কে কেউ খুব বেশি কিছু জানে না। মানুষ স্টেশনে যাতায়াতের পথে এতই তাড়াহুড়ো করে যে কারও কিছুই লক্ষ্য করার কথা মাথায় থাকে না। AI Generated Representative Image
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
তদন্তে কী পাওয়া গেল?
এরপর যখনই ওই পাঁচজনকে তল্লাশি করা শুরু হয় চোখ কপালে ওঠে সিআরপিএফ জওয়ানদের। ব্যাগ থেকে একের পর এক বেরিয়ে আসে দুটি সোনার আংটি, দুটি চুড়ি, একটি টপ, একটি লকেট, এক জোড়া কানের দুল, আরও এক জোড়া কানের দুল, একটি ব্রেসলেট, তিন জোড়া রূপার নুপুর, দুই জোড়া জুতো এবং একটি চেন! এই সমস্ত গয়নার দাম আনুমানিক প্রায় ১০ লক্ষ ১০ হাজার টাকা বলে জানা গিয়েছে।
এরপর যখনই ওই পাঁচজনকে তল্লাশি করা শুরু হয় চোখ কপালে ওঠে সিআরপিএফ জওয়ানদের। ব্যাগ থেকে একের পর এক বেরিয়ে আসে দুটি সোনার আংটি, দুটি চুড়ি, একটি টপ, একটি লকেট, এক জোড়া কানের দুল, আরও এক জোড়া কানের দুল, একটি ব্রেসলেট, তিন জোড়া রূপার নুপুর, দুই জোড়া জুতো এবং একটি চেন! এই সমস্ত গয়নার দাম আনুমানিক প্রায় ১০ লক্ষ ১০ হাজার টাকা বলে জানা গিয়েছে।
advertisement
জানা যায়, ধৃত ওই পাঁচজন অভিযুক্তের নাম পঙ্কজ, নবাব, ভগবতী, প্রসাদ এবং যাদুরাম। ওরা স্বীকারও করে নেন যাত্রীদের লাগেজ চুরি করেই এইসব নামি দামি জিনিস জড়ো করেছে তাড়া। মজার ব্যাপার হল, এই চোরদের বিরুদ্ধে আগেই স্টেশন এবং ট্রেন থেকে চুরির অভিযোগ রয়েছে। এই ঘটনায় আলিগড় জিআরপি ইতিমধ্যেই ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা দায়ের করেছে এবং তদন্ত শুরু হয়েছে।