পরকীয়ায় মজেছিলেন পাকিস্তানের সুন্দরী বিদেশ মন্ত্রী এবং ১১ বছরের ছোট বেনজির পুত্র

Last Updated:
1/6
হিনা রব্বানি খার ও পিপিপি’র প্রেসিডেন্ট বিলাওয়াল ভুট্টো চুটিয়ে প্রেম করছেন এমনটাই শোনা গিয়েছিল একসময়। একের প্রেমে অন্যজন এতটাই মজে গিয়েছিলেন যে, এখন তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হতে চেয়েছিলেন!
হিনা রব্বানি খার ও পিপিপি’র প্রেসিডেন্ট বিলাওয়াল ভুট্টো চুটিয়ে প্রেম করছেন এমনটাই শোনা গিয়েছিল একসময়। একের প্রেমে অন্যজন এতটাই মজে গিয়েছিলেন যে, এখন তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হতে চেয়েছিলেন!
advertisement
2/6
বাদ সেধেছিলেন পাকিস্তানের প্রেসিডেন্ট, বিলাওয়ালের পিতা আসিফ আলী জারদারি। তবে বিলাওয়াল তাঁকে সাফ জানিয়ে দেন তাঁদের বিয়েতে বাধা হয়ে দাঁড়ালে তিনি রাজনৈতিক পদ ছেড়ে দেবেন
বাদ সেধেছিলেন পাকিস্তানের প্রেসিডেন্ট, বিলাওয়ালের পিতা আসিফ আলী জারদারি। তবে বিলাওয়াল তাঁকে সাফ জানিয়ে দেন তাঁদের বিয়েতে বাধা হয়ে দাঁড়ালে তিনি রাজনৈতিক পদ ছেড়ে দেবেন
advertisement
3/6
হিনা ও বিলাওয়ালের মধ্যে বয়সের পার্থক্য ১১ বছর। দু’জনের মধ্যে হিনা বড়। কিন্তু বয়সের কাছে প্রেম হার মেনেছে!
হিনা ও বিলাওয়ালের মধ্যে বয়সের পার্থক্য ১১ বছর। দু’জনের মধ্যে হিনা বড়। কিন্তু বয়সের কাছে প্রেম হার মেনেছে!
advertisement
4/6
উপমহাদেশের ডায়ানা’ হিনা দু’সন্তানের মা। তাঁর স্বামী ফিরোজ গুলজার। তিনি কোটিপতি। কিন্তু সেই স্বামীকে ত্যাগ করতেও এখন দ্বিধা করেননি হিনা
উপমহাদেশের ডায়ানা’ হিনা দু’সন্তানের মা। তাঁর স্বামী ফিরোজ গুলজার। তিনি কোটিপতি। কিন্তু সেই স্বামীকে ত্যাগ করতেও এখন দ্বিধা করেননি হিনা
advertisement
5/6
বিলাওয়ালকে বিয়ে করে তাঁরা সুইজারল্যান্ডে বসবাসের সিদ্ধান্ত নিয়েছিলেন হিনা। বিলাওয়ালকে হিনার প্রেমপত্রও লেখেন
বিলাওয়ালকে বিয়ে করে তাঁরা সুইজারল্যান্ডে বসবাসের সিদ্ধান্ত নিয়েছিলেন হিনা। বিলাওয়ালকে হিনার প্রেমপত্রও লেখেন
advertisement
6/6
শোনা যায় বিদেশে নাকি হিনা এবং বিলাওয়াল একসঙ্গে সময় কাটিয়েছেন। এমনকি এক ব্রিটিশ ট্যাবলয়েড দাবি করে তাদের কাছে নাকি দুজনের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি আছে
শোনা যায় বিদেশে নাকি হিনা এবং বিলাওয়াল একসঙ্গে সময় কাটিয়েছেন। এমনকি এক ব্রিটিশ ট্যাবলয়েড দাবি করে তাদের কাছে নাকি দুজনের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি আছে
advertisement
advertisement
advertisement