‘‘আধো অন্ধকারে খালি বুঝতে পারছি পিছনে কেউ দাঁড়িয়ে, বিজ্ঞান এর ব্যাখ্যা জানে?’’
Last Updated:
আমি মঞ্জুলিকা (নাম পরিবর্তিত) পেশায় আইটি কর্মী ৷ আর না পেরে আমি গেছি মনোবিদের কাছে ৷ ঘটনাটি একাধিক দিন ঘটছে আমার সঙ্গে ৷ আয়নার সামনে দাঁড়ালে মনে হচ্ছে পিছনে কেউ এসে দাঁড়িয়েছে ৷ প্রথমে উড়িয়ে দিলেও একাধিকবার হওয়ায় নিজের মাথা ঠিক আছে কিনা ভাবতে শুরু করি ৷ মনোবিদের কাছেও কাউন্সিলিং চলছে ৷ Photo -Representive
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
নাহাড়গড় ফোর্টে যাঁরা গেছেন তাঁরা সকলেই জনশ্রুতিটি শুনেছেন ৷ একবার এক মহিলাকে বন্দি বানিয়ে রাখা হয়েছিল দুর্গে ৷ তারপর তাঁকে সেখান থেকে সামনে জঙ্গলের জলাশয়ে ছুঁড়ে ফেলে দেওয়া হয় ৷ বানানো হয় বাঘের টোপ ৷ সেই সময়ের রাজকুমার মহিলার শরীরের ভুক্তাবশেষ নিয়ে এসে প্রমাণ করেছিলেন যে মহিলাকে মেরে ফেলা হয়েছে ৷ এই মহিলাকে নাকি বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষ দেখেছেন ৷ Photo -Representive
advertisement
advertisement
advertisement