কে বন্ধু আর কে বন্ধু নয় কী ভাবে বুঝবেন, আড়াই হাজার বছর আগে বলেছিলেন চাণক্য

Last Updated:
দেখা যাক ,আড়াই হাজার বছর আগে বন্ধু নির্বাচনের জন্য কোন নীতি অবলম্বন করার কথা বলেছেন চাণক্য।
1/5
‌‌প্রাচীন ভারতীয় দার্শনিক তথা অর্থনীতিবিদ চাণক্য। অর্থশাস্ত্র গ্রন্থের রচয়িতাও তিনি। চন্দ্রগুপ্ত মৌর্যের উপদেষ্টা চাণক্যের নীতিগুলি আজও প্রণিধানযোগ্য। এই আলোচনায় দেখা যাক ,আড়াই হাজার বছর আগে বন্ধু নির্বাচনের জন্য কোন নীতি অবলম্বন করার কথা বলেছেন চাণক্য।
‌‌প্রাচীন ভারতীয় দার্শনিক তথা অর্থনীতিবিদ চাণক্য। অর্থশাস্ত্র গ্রন্থের রচয়িতাও তিনি। চন্দ্রগুপ্ত মৌর্যের উপদেষ্টা চাণক্যের নীতিগুলি আজও প্রণিধানযোগ্য। এই আলোচনায় দেখা যাক ,আড়াই হাজার বছর আগে বন্ধু নির্বাচনের জন্য কোন নীতি অবলম্বন করার কথা বলেছেন চাণক্য।
advertisement
2/5
চাণক্য বলেন, প্রকৃত বন্ধু হবে নিঃস্বার্থ এবং আত্মত্যাগে প্রস্তুত। সকলের প্রতি সমান যত্নশীল মানুষের উপর আস্থা রাখতে বলেন চাণক্য।
চাণক্য বলেন, প্রকৃত বন্ধু হবে নিঃস্বার্থ এবং আত্মত্যাগে প্রস্তুত। সকলের প্রতি সমান যত্নশীল মানুষের উপর আস্থা রাখতে বলেন চাণক্য।
advertisement
3/5
 সহজে মত বদলান এমন মানুষের থেকে দূরে থাকার নিদান দেন চাণক্য। আপনার অনুপস্থিতিতে তিনি আপনার সম্পর্কে গর্হিত মন্তব্য করছে, এমনটা জানতে পারলে, বুঝতে হবে তিনি বিশ্বাসযোগ্য নন।
সহজে মত বদলান এমন মানুষের থেকে দূরে থাকার নিদান দেন চাণক্য। আপনার অনুপস্থিতিতে তিনি আপনার সম্পর্কে গর্হিত মন্তব্য করছে, এমনটা জানতে পারলে, বুঝতে হবে তিনি বিশ্বাসযোগ্য নন।
advertisement
4/5
 লক্ষ্য রাখতে হবে আপনার বন্ধুটি বাক্ সংযমী কিনা। আত্মবিজ্ঞাপনকারীর থেকে দূরে থাকতে বলেন চাণক্য।
লক্ষ্য রাখতে হবে আপনার বন্ধুটি বাক্ সংযমী কিনা। আত্মবিজ্ঞাপনকারীর থেকে দূরে থাকতে বলেন চাণক্য।
advertisement
5/5
 চাণক্য বলেন, বিশ্বাসঘাতক মেকি বন্ধুর চেয়ে চেনা যায় এমন শত্রু ভালো। কাজেই বন্ধু চরিত্র বুঝে তবেই মিতালী শক্ত করুন।
চাণক্য বলেন, বিশ্বাসঘাতক মেকি বন্ধুর চেয়ে চেনা যায় এমন শত্রু ভালো। কাজেই বন্ধু চরিত্র বুঝে তবেই মিতালী শক্ত করুন।
advertisement
advertisement
advertisement