বন্ধুর ছদ্মবেশে শত্রু আপনার চারপাশে! ‘ক্ষতিকর’ মানুষ চিনবেন কী করে? রইল টিপস

Last Updated:
Toxic people: আপনি ভাবছেন, তাঁরা বন্ধু। আসলে তাঁরাই আপনার শত্রু। চিনবেন কী করে এমন মানুষ!
1/6
বন্ধু নাকি শত্রু, অনেক সময় ধরা যায় না। আপনার না হয় সাদা মনে কাদা নেই। তাই বলে সবাই তো আর এমন নয়! আপনার চারপাশে অনেক বন্ধুই হয়তো আসলে আপনার ভাল চায় না!
বন্ধু নাকি শত্রু, অনেক সময় ধরা যায় না। আপনার না হয় সাদা মনে কাদা নেই। তাই বলে সবাই তো আর এমন নয়! আপনার চারপাশে অনেক বন্ধুই হয়তো আসলে আপনার ভাল চায় না!
advertisement
2/6
তাঁরা কথাবার্তা, হাবেভাবে এমন দেখাচ্ছে, যেন আসলে আপনার বন্ধু। কিন্তু হতে পারে আসলে তাঁরাই আপনার সব থেকে বড় শত্রু। এমন পরিস্থিততে পড়লে আর কিছু করার থাকে না। তবে এই ধরণের ক্ষতিকর মানুষ চেনার কিছু উপায় আছে।
তাঁরা কথাবার্তা, হাবেভাবে এমন দেখাচ্ছে, যেন আসলে আপনার বন্ধু। কিন্তু হতে পারে আসলে তাঁরাই আপনার সব থেকে বড় শত্রু। এমন পরিস্থিততে পড়লে আর কিছু করার থাকে না। তবে এই ধরণের ক্ষতিকর মানুষ চেনার কিছু উপায় আছে।
advertisement
3/6
দেখবেন এই ধরণের মানুষরা সব কিছুতে নিজেদের স্বার্থ খোঁজে। আপনি একটু চোখ-কান খোলা রাখলেই বুঝতে পারবেন। নিজের স্বার্থসিদ্ধি করতে এই ধরণের মানুষরা সব ধরণের কাজ করতে পারেন।
দেখবেন এই ধরণের মানুষরা সব কিছুতে নিজেদের স্বার্থ খোঁজে। আপনি একটু চোখ-কান খোলা রাখলেই বুঝতে পারবেন। নিজের স্বার্থসিদ্ধি করতে এই ধরণের মানুষরা সব ধরণের কাজ করতে পারেন।
advertisement
4/6
অনেক সময় এই মানুষরা আপনার ছোটখাটো ভুলকেও বড় করে দেখাতে চাইবে। যাতে আপনার আত্মবিশ্বাস ভেঙে দেওয়া যায়।
অনেক সময় এই মানুষরা আপনার ছোটখাটো ভুলকেও বড় করে দেখাতে চাইবে। যাতে আপনার আত্মবিশ্বাস ভেঙে দেওয়া যায়।
advertisement
5/6
খুব সাধারণ পরিস্থিতিকে অকারণে জটিল করে তুলবে। আর সেই পরিস্থিতিতে নিজের প্রভাব-প্রতিপত্তি দেখানোর চেষ্টা করবে তাঁরা।
খুব সাধারণ পরিস্থিতিকে অকারণে জটিল করে তুলবে। আর সেই পরিস্থিতিতে নিজের প্রভাব-প্রতিপত্তি দেখানোর চেষ্টা করবে তাঁরা।
advertisement
6/6
আপনি হাসিখুশি থাকুন, এমন পরিবেশ সৃষ্টি হতে দেবে না তাঁরা। এটাও আপনাকেই বুঝে নিতে হবে। তবে একদিনে মানুষ চেনা যায় না। আস্তে আস্তে চিনতে হয়।
আপনি হাসিখুশি থাকুন, এমন পরিবেশ সৃষ্টি হতে দেবে না তাঁরা। এটাও আপনাকেই বুঝে নিতে হবে। তবে একদিনে মানুষ চেনা যায় না। আস্তে আস্তে চিনতে হয়।
advertisement
advertisement
advertisement