News Meaning : খবরের ইংরেজি প্রতিশব্দ NEWS কেন? কোথা থেকে এই শব্দ এল?

Last Updated:
News Meaning : আগে ভাবা হত এই নিউজ বা NEWS হল উত্তর (North), পূর্ব (East), পশ্চিম (West) ও দক্ষিণ (South) বোঝাতে ব্যবহার করা হয়৷ কারণ চার দিক থেকে খবর এসে পৌঁছয়৷
1/6
বাংলায় সংবাদ বা খবর ইংরেজিতে ‘নিউজ’৷ কিন্তু কেন হঠাৎ সংবাদের ইংরেজি প্রতিশব্দ হল নিউজ? কোথা থেকে এই শব্দ এল?
বাংলায় সংবাদ বা খবর ইংরেজিতে ‘নিউজ’৷ কিন্তু কেন হঠাৎ সংবাদের ইংরেজি প্রতিশব্দ হল নিউজ? কোথা থেকে এই শব্দ এল?
advertisement
2/6
আগে ভাবা হত এই নিউজ বা NEWS হল উত্তর (North), পূর্ব (East), পশ্চিম (West) ও দক্ষিণ (South) বোঝাতে ব্যবহার করা হয়৷ কারণ চার দিক থেকে খবর এসে পৌঁছয়৷
আগে ভাবা হত এই নিউজ বা NEWS হল উত্তর (North), পূর্ব (East), পশ্চিম (West) ও দক্ষিণ (South) বোঝাতে ব্যবহার করা হয়৷ কারণ চার দিক থেকে খবর এসে পৌঁছয়৷
advertisement
3/6
কিন্তু বহুল প্রচলতি হলেও এই ব্যাখ্যা সঠিক নয়৷ এর পিছনে জড়িয়ে আছে অন্য তথ্য৷ সে তথ্য আবার সম্পূর্ণ ব্যাকরণ নির্ভর৷
কিন্তু বহুল প্রচলতি হলেও এই ব্যাখ্যা সঠিক নয়৷ এর পিছনে জড়িয়ে আছে অন্য তথ্য৷ সে তথ্য আবার সম্পূর্ণ ব্যাকরণ নির্ভর৷
advertisement
4/6
নিউজ (NEWS) হল নিউ (New)-এর বহুবচন৷ অর্থাৎ যা নতুন, সেটাই বহুবচনে৷ সঙ্গে সঙ্গে আপনি হয়তো বলবেন নিউ (New) তো বিশেষণ৷ বিশেষ্য নয়৷ তার আবার বহুবচন কী?
নিউজ (NEWS) হল নিউ (New)-এর বহুবচন৷ অর্থাৎ যা নতুন, সেটাই বহুবচনে৷ সঙ্গে সঙ্গে আপনি হয়তো বলবেন নিউ (New) তো বিশেষণ৷ বিশেষ্য নয়৷ তার আবার বহুবচন কী?
advertisement
5/6
এখানেই লুকিয়ে আছে ভাষাতত্ত্বের কারিগরি৷ ইংরেজিতে বিশেষণ বহু বচন না হলেও অন্যান্য রোমান গোত্রীয় ভাষায় হয়৷ উদাহরণস্বরূপ বলা যায়, স্প্যানিশ ও ফরাসি ভাষায় বিশেষ্যর সঙ্গে তাল মিলিয়ে পাল্টে যায় বিশেষণও৷ অর্থাৎ বিশেষ্যর মতো পুরুষ, লিঙ্গ ও বচন হবে বিশেষণেরও৷
এখানেই লুকিয়ে আছে ভাষাতত্ত্বের কারিগরি৷ ইংরেজিতে বিশেষণ বহু বচন না হলেও অন্যান্য রোমান গোত্রীয় ভাষায় হয়৷ উদাহরণস্বরূপ বলা যায়, স্প্যানিশ ও ফরাসি ভাষায় বিশেষ্যর সঙ্গে তাল মিলিয়ে পাল্টে যায় বিশেষণও৷ অর্থাৎ বিশেষ্যর মতো পুরুষ, লিঙ্গ ও বচন হবে বিশেষণেরও৷
advertisement
6/6
যেমন ফরাসিতে নতুন শব্দের অর্থ ন্যুভ বা Nouveau৷ এর বহুবচন হল Nouvelles৷ এই ধারা মেনেই নিউ (New)-এর বহুবচন নিউজ (News)৷
যেমন ফরাসিতে নতুন শব্দের অর্থ ন্যুভ বা Nouveau৷ এর বহুবচন হল Nouvelles৷ এই ধারা মেনেই নিউ (New)-এর বহুবচন নিউজ (News)৷
advertisement
advertisement
advertisement