Indian Railways: এক কিলোমিটার রেল লাইন পাততে কত টাকা খরচ হয় ভারতীয় রেলের, জানলে অবাক হবেন
- Published by:Sudip Paul
Last Updated:
Indian Railways: রেলের থেকে কম টাকায় কোনও পরিবহন ব্যবস্থা দূর-দূরান্তরে পৌছে দিতে পারবে না। কিন্তু ভারতীয় রেলের এমন অনেক বিষয় রয়েছে যা আমাদের অজানা। এক কিলোমিটার রেল লাইন পাতার খরচ শুনলে চমকে যাবেন।
advertisement
advertisement
advertisement
.রেলের লাইনে বিশেষ ইস্পাত ব্যনহার হয়। তাই খোলা আকাশের নীচে বৃষ্টিতে ভেজে, রোদে পড়ে, কুয়াশায় ভেজে, তবুও সহজে মরচে পড়েনা। রেল লাইন তৈরি করচে যে ইস্পাত ব্যবহার করা হয় তার নাম ম্যাংলাই। এটি একটি বিশেষ প্রকারের স্টিল দিয়ে তৈরি হয়। যেখানে ১৩% ম্যাঙ্গানিজ ব্যবহার করা হয়। তাই এটি অক্সিজেন এবং আর্দ্রতার সংস্পর্শে এলেও কখনো মরচে ধরে না।
advertisement
advertisement
অবস্থান উঁচু বা নদীর ওপরে হলে ব্যয় আরও বাড়ে। একই সঙ্গে হাইস্পিড রেল করিডরের এক কিলোমিটার দীর্ঘ ট্র্যাক বসাতে খরচ হয় ১০০ থেকে ১৪০ কোটি টাকা। হাই স্পিড রেল করিডর মানে, এমন একটি রেললাইন যার উপর দিয়ে বুলেট ট্রেন চালানো যায়। ফলে এক কিলোমিটার লাইন পাততে যদি এই খরচ হয়, তাগলে দেশ জুড়ে লাইন পাততে কত খরচ, তা কল্পনারও বাইরে।