Snakes vs mongoose: সাপের ছোবল খেয়েও কেন সহজে মরে না বেজি? কাজ করে না কোবরার বিষও, জানুন কারণ

Last Updated:
মানুষের ক্ষেত্রে যেমন বলা যায়, কোবরার ছোবল খাওয়ার আধ ঘণ্টার মধ্যে মানুষের মৃত্যু হতে পারে৷
1/8
বেজি যে সাপের শত্রু, তা তো সবারই জানা৷ সাপ যতই বিষাক্ত হোক না কেন, অধিকাংশ ক্ষেত্রেই তাকে কাবু করে ফেলে বেজি৷ কিন্তু কখনও ভেবে দেখেছেন, কেন সাপের বিষাক্ত ছোবলেও সহজে কাবু হয় না বেজি?
বেজি যে সাপের শত্রু, তা তো সবারই জানা৷ সাপ যতই বিষাক্ত হোক না কেন, অধিকাংশ ক্ষেত্রেই তাকে কাবু করে ফেলে বেজি৷ কিন্তু কখনও ভেবে দেখেছেন, কেন সাপের বিষাক্ত ছোবলেও সহজে কাবু হয় না বেজি?
advertisement
2/8
মানুষের ক্ষেত্রে যেমন বলা যায়, কোবরার ছোবল খাওয়ার আধ ঘণ্টার মধ্যে মানুষের মৃত্যু হতে পারে৷ তার কারণ সাপের বিষ দ্রুত মানুষের স্নায়ুতন্ত্রকে অকেজো করে দেয়৷ ফলে মস্তিষ্ক, স্নায়ু এবং শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ কয়েক মিনিটের মধ্যে কাজ করা বন্ধ হয়ে যায়৷
মানুষের ক্ষেত্রে যেমন বলা যায়, কোবরার ছোবল খাওয়ার আধ ঘণ্টার মধ্যে মানুষের মৃত্যু হতে পারে৷ তার কারণ সাপের বিষ দ্রুত মানুষের স্নায়ুতন্ত্রকে অকেজো করে দেয়৷ ফলে মস্তিষ্ক, স্নায়ু এবং শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ কয়েক মিনিটের মধ্যে কাজ করা বন্ধ হয়ে যায়৷
advertisement
3/8
কিন্তু কেন কোবরার ছোবলেও সাধারণথ কাবু হয় না বেজি? কারণ বেজিদের মস্তিষ্কে এক ধরনের নিউরোট্রান্সমিটার থাকে৷ এই নিউরোট্রান্সমিটারই সাপের বিষকে বেজির শরীরে অকেজো করে দেয়৷
কিন্তু কেন কোবরার ছোবলেও সাধারণথ কাবু হয় না বেজি? কারণ বেজিদের মস্তিষ্কে এক ধরনের নিউরোট্রান্সমিটার থাকে৷ এই নিউরোট্রান্সমিটারই সাপের বিষকে বেজির শরীরে অকেজো করে দেয়৷
advertisement
4/8
যখন সাপ বেজিকে ছোবল মারে, এই নিউরোট্রান্সমিটার সক্রিয় হয়ে সাপের বিষকে বেঁধে ফেলে, ফলে তা ছড়িয়ে পড়ে বেজির স্নায়ুগুলিকে অকেজো করতে পারে না৷
যখন সাপ বেজিকে ছোবল মারে, এই নিউরোট্রান্সমিটার সক্রিয় হয়ে সাপের বিষকে বেঁধে ফেলে, ফলে তা ছড়িয়ে পড়ে বেজির স্নায়ুগুলিকে অকেজো করতে পারে না৷
advertisement
5/8
ফলে বেজির শরীরে প্রবেশ করলেও সাপের বিষ রক্তের সঙ্গে স্বাভাবিক ভাবে প্রবাহিত হয়ে বেজির কিডনি এবং লিভারে পৌঁছে যায় এবং সেখান থেকে অন্যান্য বর্জ্যের মতোই শরীরের বাইরে চলে যায়৷
ফলে বেজির শরীরে প্রবেশ করলেও সাপের বিষ রক্তের সঙ্গে স্বাভাবিক ভাবে প্রবাহিত হয়ে বেজির কিডনি এবং লিভারে পৌঁছে যায় এবং সেখান থেকে অন্যান্য বর্জ্যের মতোই শরীরের বাইরে চলে যায়৷
advertisement
6/8
তবে একটি বেজিকে যদি ক্রমাগত সাপ কামড়াতে থাকে, সেক্ষেত্রে বেজির স্নায়ুতন্ত্রেও তার প্রভাব পড়তে শুরু করে৷
তবে একটি বেজিকে যদি ক্রমাগত সাপ কামড়াতে থাকে, সেক্ষেত্রে বেজির স্নায়ুতন্ত্রেও তার প্রভাব পড়তে শুরু করে৷
advertisement
7/8
এর ফলে বেজিটি আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়ে, ফলে সেই সুযোগে সাপও তাকে আক্রমণের সুযোগ পায় এবং শেষ পর্যন্ত বেজির মৃত্যুও হয়৷
এর ফলে বেজিটি আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়ে, ফলে সেই সুযোগে সাপও তাকে আক্রমণের সুযোগ পায় এবং শেষ পর্যন্ত বেজির মৃত্যুও হয়৷
advertisement
8/8
সাধারণত বড় কোনও বিষধর সাপের মুখে পড়লে অনেক সময় বেজি এঁটে উঠতে পারে না৷ যদিও অধিকাংশ ক্ষেত্রেই দুই প্রাণীর লড়াইয়ে বেজিই জয়ী হয়৷
সাধারণত বড় কোনও বিষধর সাপের মুখে পড়লে অনেক সময় বেজি এঁটে উঠতে পারে না৷ যদিও অধিকাংশ ক্ষেত্রেই দুই প্রাণীর লড়াইয়ে বেজিই জয়ী হয়৷
advertisement
advertisement
advertisement