Knowledge Story: এক মিনিট, এক ঘণ্টা, একদিন! একটানা জল না খেয়ে কতদিন বেঁচে থাকা সম্ভব? বড় প্রশ্নের সহজ উত্তর
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
তাছাড়া, পারিপার্শ্বিক এলাকার তাপমাত্রা এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ কত, তার উপরেও জল না খেয়ে বেঁচে থাকার বিষয়টি নির্ভর করে৷ কারণ, শরীরে ঘাম বেশি হলে, শরীর থেকে দ্রুত জল বেরিয়ে যায় ফলে, সেক্ষেত্রে, শরীরে বাড়তি জলের ঘাটতি দেখা দিতে পারে৷
advertisement
কোনও পূর্ণবয়স্ক ব্যক্তির শরীরের ৬০ শতাংশই জল৷ শিশুদের ক্ষেত্রে তা ৭৫ শতাংশ৷ শরীরের অগুনতি জৈবিক কার্যকলাপ সম্পন্ন করার জন্য আমাদের জল প্রয়োজন৷ যেমন, দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ, হজম প্রক্রিয়া, দেহের pH-এর ভারসাম্য রক্ষা, শরীরের পক্ষে ক্ষতিকারক পদার্থ শরীরের বাইরে মূত্রের আকারে বের করে দেওয়া, এমনকি, সারা শরীরের অক্সিজেন সরবরাহ- এমন আরও অসংখ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জল৷
advertisement
advertisement
advertisement
কোনও ব্যক্তি কী ধরনের খাবার খাচ্ছেন, তার উপরেও নির্ভর করে ওই কতদিন জল না খেয়ে থাকতে পারবেন৷ যেমন কোনও ব্যক্তি যদি ফল, সব্জি বেশি খান, তাহলে তার শরীরে জলের ঘাটতি খানিকটা হলেও পূরণ হয়৷ অন্যদিকে, কেউ যদি রুটি, শস্য এবং অন্যান্য শুকনো খাবার খেয়ে থাকেন, তাঁদের শরীরে জলের প্রয়োজন বেশি পড়ে৷ তাছাড়া, ডায়েরিয়া এবং বমির সমস্যায় আক্রান্ত হলেও কোনও ব্যক্তির শরীরের জলের পরিমাণ দ্রুত হারে কমতে পারে৷
advertisement
advertisement
advertisement
যদিও, এর ব্যতিক্রমও রয়েছে৷ কোনও ব্যক্তি জল না পেয়ে ২ দিনও বেঁচে থাকতে পারেননি, কেউ আবার বেঁচে থেকেছেন ১৮ দিন৷ ১৯৭৯ সালে অস্ট্রিয়ায় কোনও রকমের জল এবং খাবার ছাড়া ১৮ বছরের একটি ছেলে টানা ১৮দিন বেঁচে ছিল৷ এই ঘটনাই সর্বোচ্চ৷ তবে গড়ে এই সময় বন্ধনীটা ৫-৬ দিন৷ নর্থ ক্যারোলিনার ডিউক বিশ্ববিদ্যালয়ের গবেষক ক্লড পিয়ান্টাডোসির মতে, সার্বিক ভাবে ১০০ ঘণ্টাকেই এক্ষেত্রে সর্বোচ্চ সময়সীমা স্থির করা যায়৷ (দ্রষ্টব্য: এই তথ্যটি সাধারণ জ্ঞানের উপর ভিত্তি করে লেখা হয়েছে। নিউজ 18 এটির সত্যতা নিশ্চিত করে না।)