রাশিচক্র ২ মার্চ: আপনার কপালে আজ কী আছে? ভালো না মন্দ, কেমন যাবে আজকের দিন!

Last Updated:
জন্মদিন মিলিয়ে দেখে নিন আজকের দিনে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য!
1/13
ভারতীয় মতে রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন (Sun Sign)। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা।
ভারতীয় মতে রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন (Sun Sign)। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা।
advertisement
2/13
জন্মদিন মিলিয়ে দেখে নিন আজকের দিনে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য! মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯। অপছন্দের কাজ আপনি বড় একটা করতে চান না, কিন্তু আজ করতে হবে। দিনটা খাটুনির মধ্যে দিয়ে যাবে। যতটা পরিশ্রম করবেন, তেমনই লাভ হবে।
জন্মদিন মিলিয়ে দেখে নিন আজকের দিনে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য! মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯। অপছন্দের কাজ আপনি বড় একটা করতে চান না, কিন্তু আজ করতে হবে। দিনটা খাটুনির মধ্যে দিয়ে যাবে। যতটা পরিশ্রম করবেন, তেমনই লাভ হবে।
advertisement
3/13
বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০। আজকের দিন কাটবে উজ্জ্বল ভবিষ্যতের পরিকল্পনায়। একদা সাহায্য করেছিলেন এমন কোনও বন্ধু আজ উপকার ফিরিয়ে দিতে পারেন।
বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০। আজকের দিন কাটবে উজ্জ্বল ভবিষ্যতের পরিকল্পনায়। একদা সাহায্য করেছিলেন এমন কোনও বন্ধু আজ উপকার ফিরিয়ে দিতে পারেন।
advertisement
4/13
মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০। সঞ্চয় আর ব্যয়ের মধ্যে ভারসাম্য রাখা আজ কঠিন বলে মনে হবে। তবে দুশ্চিন্তা করবেন না, আর্থিক উন্নতির সম্ভাবনা আসছে!
মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০। সঞ্চয় আর ব্যয়ের মধ্যে ভারসাম্য রাখা আজ কঠিন বলে মনে হবে। তবে দুশ্চিন্তা করবেন না, আর্থিক উন্নতির সম্ভাবনা আসছে!
advertisement
5/13
কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২। ভালোবাসার সম্পর্কটা আজ আরও এক ধাপ পোক্ত হবে। মনের মানুষের কাছ থেকে কোনও উপহার পাওয়ার সম্ভাবনা রয়েছে।
কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২। ভালোবাসার সম্পর্কটা আজ আরও এক ধাপ পোক্ত হবে। মনের মানুষের কাছ থেকে কোনও উপহার পাওয়ার সম্ভাবনা রয়েছে।
advertisement
6/13
সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগস্ট ২২। হঠকারী কোনও সিদ্ধান্ত ভবিষ্যতের বড়সড় ক্ষতি করতে পারে! তাই যা করবেন ভালো করে ভেবে চিন্তে করুন!
সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগস্ট ২২। হঠকারী কোনও সিদ্ধান্ত ভবিষ্যতের বড়সড় ক্ষতি করতে পারে! তাই যা করবেন ভালো করে ভেবে চিন্তে করুন!
advertisement
7/13
কন্যা (Virgo): অগস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২। অতীতের কোনও কাজের সাফল্য আজ আপনার মন ভালো রাবে। কিন্তু হাতে থাকা কাজের চাপে দিনে দম ফেলার ফুরসত পাবেন কি না সন্দেহ!
কন্যা (Virgo): অগস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২। অতীতের কোনও কাজের সাফল্য আজ আপনার মন ভালো রাবে। কিন্তু হাতে থাকা কাজের চাপে দিনে দম ফেলার ফুরসত পাবেন কি না সন্দেহ!
advertisement
8/13
তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২। আজ সব দিক থেকেই অন্যে আপনার প্রতিভার প্রশংসায় পঞ্চমুখ হবে, যা পারিবারিক এবং কর্মক্ষেত্রে সুখ নিয়ে আসবে, আত্মোন্নতির সহায়ক হবে।
তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২। আজ সব দিক থেকেই অন্যে আপনার প্রতিভার প্রশংসায় পঞ্চমুখ হবে, যা পারিবারিক এবং কর্মক্ষেত্রে সুখ নিয়ে আসবে, আত্মোন্নতির সহায়ক হবে।
advertisement
9/13
বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১। অদম্য এক কর্মদক্ষতা আজ আপনাকে ঘিরে থাকবে, হাতের কাজ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আপনার এই উদ্যম অন্যের প্রেরণা এবং আপনার ভবিষ্যতের অগ্রগতিতে সাহায্য করবে।
বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১। অদম্য এক কর্মদক্ষতা আজ আপনাকে ঘিরে থাকবে, হাতের কাজ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আপনার এই উদ্যম অন্যের প্রেরণা এবং আপনার ভবিষ্যতের অগ্রগতিতে সাহায্য করবে।
advertisement
10/13
ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১। আজ পার্থিব বিষয় থেকে দূরে রাখতে মন চাইবে। কিন্তু যাঁরা আপনাকে ভালোবাসেন, তাঁদের পাশে থাকতে ভুলবেন না।
ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১। আজ পার্থিব বিষয় থেকে দূরে রাখতে মন চাইবে। কিন্তু যাঁরা আপনাকে ভালোবাসেন, তাঁদের পাশে থাকতে ভুলবেন না।
advertisement
11/13
মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯। বেশ কয়েক দিন ধরে আপনার মন রয়েছে শুধুই কাজে, সঙ্গী/সঙ্গিনী যথেষ্টই অবহেলিত বোধ করছেন। তাই অন্তত সন্ধ্যেটা তাঁর সঙ্গে কাটাতে ভুলবেন না- আপনারও বিশ্রামের প্রয়োজন আছে।
মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯। বেশ কয়েক দিন ধরে আপনার মন রয়েছে শুধুই কাজে, সঙ্গী/সঙ্গিনী যথেষ্টই অবহেলিত বোধ করছেন। তাই অন্তত সন্ধ্যেটা তাঁর সঙ্গে কাটাতে ভুলবেন না- আপনারও বিশ্রামের প্রয়োজন আছে।
advertisement
12/13
কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮। আজকের দিনটায় নানা সমস্যা ঘিরে ধরতে পারে। তবে আপনার হাসিখুশি স্বভাব সব প্রতিবন্ধকতা জয় করে পথ পরিষ্কার করে নেবে।
কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮। আজকের দিনটায় নানা সমস্যা ঘিরে ধরতে পারে। তবে আপনার হাসিখুশি স্বভাব সব প্রতিবন্ধকতা জয় করে পথ পরিষ্কার করে নেবে।
advertisement
13/13
মীন (Pisces): ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০। যাবতীয় দ্বিধা থেকে আজ মুক্তির দিন! যে সিদ্ধান্ত নিয়েছেন, তা স্পষ্ট ভাবে বলতে সঙ্কোচবোধ করবেন না। তবে পাশাপাশি নম্র্র ব্যবহারটাও জরুরি- এটাও ভুলবেন না।
মীন (Pisces): ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০। যাবতীয় দ্বিধা থেকে আজ মুক্তির দিন! যে সিদ্ধান্ত নিয়েছেন, তা স্পষ্ট ভাবে বলতে সঙ্কোচবোধ করবেন না। তবে পাশাপাশি নম্র্র ব্যবহারটাও জরুরি- এটাও ভুলবেন না।
advertisement
advertisement
advertisement