Haryana Viral News: কার্ড দিয়ে বাড়ি বাড়ি ছেলের বিয়ের নিমন্ত্রণ করছিলেন বাবা! হাতে পেতেই রাতারাতি অবিশ্বাস্য কাণ্ড...! বিস্ময় কাটছে না
- Published by:Shubhagata Dey
Last Updated:
Haryana Viral News: বিয়ের কার্ড যাদের যাদের বাড়িতে পৌঁছেছে, সকলেই সেই কার্ডের প্রশংসা করেছেন। বিয়ের কার্ডে সর্বত্র হরিয়ানভি ভাষা ব্যবহার করা হয়েছে। ভারপুর গ্রামের বাসিন্দা মোহিতের বিয়ে সম্পন্ন হয়েছে সিরসার বাসিন্দা মনোজ কুমার খট্টকের মেয়ে রিনার সঙ্গে ২১ মার্চ, শুক্রবার।
advertisement
advertisement
advertisement
advertisement
*বিয়ের কার্ডের লেখা ছিল, "শুভ বিবাহ কা নিয়োতা, লাডলা মোহিত সাং লাডলি রিনা, নিয়োতা ভেজান ওয়ালে প্রেম কুমার খান্না, লাডলা মোহিত কুমার কা বায়া রিনাকে সেজ শুভ বিবাহ টেক দিয়া হ্যায়, অর ইস খুশি কে মোকে পাই থারে সারে কুনবে কা নিয়োতা সায়, আর মহারা সারা কুনবা থারে আনে কা আয়াতা সায়। খানাই পাই টুট পদন কা তাম ১০.১৫ সেভেরে নাই লুগাইয়াঁকে গীত ০৬.১৫ বাজে সাঁঝ নাই জ্যানেট চাধন কা তাম শুক্রবার ০৯.১৫ বাজে সাভেরে নয়ন।" প্রতীকী ছবি।
advertisement
*মোহিত ও তাঁর বাবা প্রেম কুমারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, হরিয়ানভি ভাষাকে সংরক্ষণ করাই তাঁদের লক্ষ্য। এ কারণে ভিন্ন স্টাইলে বিয়ের কার্ড প্রিন্ট করিয়েছেন তাঁরা। যাতে হরিয়ানার মানুষ তাদের হরিয়ানভি ভাষা এবং হরিয়ানভি সভ্যতাকে ভুলতে না পারে। তাদের এই উদ্যোগ সফল, বিয়ের কার্ডটি সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলে দিয়েছে। প্রতীকী ছবি।