Haryana Viral News: কার্ড দিয়ে বাড়ি বাড়ি ছেলের বিয়ের নিমন্ত্রণ করছিলেন বাবা! হাতে পেতেই রাতারাতি অবিশ্বাস্য কাণ্ড...! বিস্ময় কাটছে না

Last Updated:
Haryana Viral News: বিয়ের কার্ড যাদের যাদের বাড়িতে পৌঁছেছে, সকলেই সেই কার্ডের প্রশংসা করেছেন। বিয়ের কার্ডে সর্বত্র হরিয়ানভি ভাষা ব্যবহার করা হয়েছে। ভারপুর গ্রামের বাসিন্দা মোহিতের বিয়ে সম্পন্ন হয়েছে সিরসার বাসিন্দা মনোজ কুমার খট্টকের মেয়ে রিনার সঙ্গে ২১ মার্চ, শুক্রবার।
1/6
*বিয়ে নিয়ে যে কোনও মানুষের মধ্যে বরাবরই আলাদা ধরনের উত্তেজনা থাকে। নিজের সব রকমের ইচ্ছাপূরণে কোনও প্রকার চেষ্টার ত্রুটি রাখতে চান না কেউ। যাতে তাদের বিয়ের দিনটি সমাজের সর্বত্র আলোচিত হয়। মানুষ বিয়ের প্রশংসা করবে এমনই চান সকলে। সংগৃহীত ছবি।
*বিয়ে নিয়ে যে কোনও মানুষের মধ্যে বরাবরই আলাদা ধরনের উত্তেজনা থাকে। নিজের সব রকমের ইচ্ছাপূরণে কোনও প্রকার চেষ্টার ত্রুটি রাখতে চান না কেউ। যাতে তাদের বিয়ের দিনটি সমাজের সর্বত্র আলোচিত হয়। মানুষ বিয়ের প্রশংসা করবে এমনই চান সকলে। সংগৃহীত ছবি।
advertisement
2/6
*কিন্তু ফতেহাবাদের একটি বিয়ের অনুষ্ঠানে ছেলের অর্থাৎ বরের বাবা এমন একটি কার্ড ছাপিয়েছেন, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে সমাজমাধ্যমে। ছেলের বাবা বাড়ি বাড়ি গিয়ে বিয়ের কার্ড বিতরণ করেছেন, যা পড়া মাত্রই অতিথিরা চমকে উঠছেন। সংগৃহীত ছবি।
*কিন্তু ফতেহাবাদের একটি বিয়ের অনুষ্ঠানে ছেলের অর্থাৎ বরের বাবা এমন একটি কার্ড ছাপিয়েছেন, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে সমাজমাধ্যমে। ছেলের বাবা বাড়ি বাড়ি গিয়ে বিয়ের কার্ড বিতরণ করেছেন, যা পড়া মাত্রই অতিথিরা চমকে উঠছেন। সংগৃহীত ছবি।
advertisement
3/6
*আজকাল, সবাই বিয়ের কার্ড ভিন্ন উপায়ে, ভাষা এবং ভিন্ন রূপে মুদ্রণ করেন, যা নিয়ে নানা সময়ে নানা রকমের আলোচনা হয়। হরিয়ানার ফতেহাবাদ জেলার ভারপুর গ্রামে হরিয়ানা পরিবারের এক দলিত যুবক হরিয়ানভি ভাষা বাঁচিয়ে রাখতে হরিয়ানভি ভাষায় নিজের বিয়ের কার্ড ছাপিয়েছেন। প্রতীকী ছবি।
*আজকাল, সবাই বিয়ের কার্ড ভিন্ন উপায়ে, ভাষা এবং ভিন্ন রূপে মুদ্রণ করেন, যা নিয়ে নানা সময়ে নানা রকমের আলোচনা হয়। হরিয়ানার ফতেহাবাদ জেলার ভারপুর গ্রামে হরিয়ানা পরিবারের এক দলিত যুবক হরিয়ানভি ভাষা বাঁচিয়ে রাখতে হরিয়ানভি ভাষায় নিজের বিয়ের কার্ড ছাপিয়েছেন। প্রতীকী ছবি।
advertisement
4/6
*বিয়ের কার্ড যাদের যাদের বাড়িতে পৌঁছেছে, সকলেই সেই কার্ডের প্রশংসা করেছেন। বিয়ের কার্ডে সর্বত্র হরিয়ানভি ভাষা ব্যবহার করা হয়েছে। ভারপুর গ্রামের বাসিন্দা মোহিতের বিয়ে সম্পন্ন হয়েছে সিরসার বাসিন্দা মনোজ কুমার খট্টকের মেয়ে রিনার সঙ্গে ২১ মার্চ, শুক্রবার। প্রতীকী ছবি।
*বিয়ের কার্ড যাদের যাদের বাড়িতে পৌঁছেছে, সকলেই সেই কার্ডের প্রশংসা করেছেন। বিয়ের কার্ডে সর্বত্র হরিয়ানভি ভাষা ব্যবহার করা হয়েছে। ভারপুর গ্রামের বাসিন্দা মোহিতের বিয়ে সম্পন্ন হয়েছে সিরসার বাসিন্দা মনোজ কুমার খট্টকের মেয়ে রিনার সঙ্গে ২১ মার্চ, শুক্রবার। প্রতীকী ছবি।
advertisement
5/6
*বিয়ের কার্ডের লেখা ছিল, "শুভ বিবাহ কা নিয়োতা, লাডলা মোহিত সাং লাডলি রিনা, নিয়োতা ভেজান ওয়ালে প্রেম কুমার খান্না, লাডলা মোহিত কুমার কা বায়া রিনাকে সেজ শুভ বিবাহ টেক দিয়া হ্যায়, অর ইস খুশি কে মোকে পাই থারে সারে কুনবে কা নিয়োতা সায়, আর মহারা সারা কুনবা থারে আনে কা আয়াতা সায়। খানাই পাই টুট পদন কা তাম ১০.১৫ সেভেরে নাই লুগাইয়াঁকে গীত ০৬.১৫ বাজে সাঁঝ নাই জ্যানেট চাধন কা তাম শুক্রবার ০৯.১৫ বাজে সাভেরে নয়ন।" প্রতীকী ছবি।
*বিয়ের কার্ডের লেখা ছিল, "শুভ বিবাহ কা নিয়োতা, লাডলা মোহিত সাং লাডলি রিনা, নিয়োতা ভেজান ওয়ালে প্রেম কুমার খান্না, লাডলা মোহিত কুমার কা বায়া রিনাকে সেজ শুভ বিবাহ টেক দিয়া হ্যায়, অর ইস খুশি কে মোকে পাই থারে সারে কুনবে কা নিয়োতা সায়, আর মহারা সারা কুনবা থারে আনে কা আয়াতা সায়। খানাই পাই টুট পদন কা তাম ১০.১৫ সেভেরে নাই লুগাইয়াঁকে গীত ০৬.১৫ বাজে সাঁঝ নাই জ্যানেট চাধন কা তাম শুক্রবার ০৯.১৫ বাজে সাভেরে নয়ন।" প্রতীকী ছবি।
advertisement
6/6
*মোহিত ও তাঁর বাবা প্রেম কুমারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, হরিয়ানভি ভাষাকে সংরক্ষণ করাই তাঁদের লক্ষ্য। এ কারণে ভিন্ন স্টাইলে বিয়ের কার্ড প্রিন্ট করিয়েছেন তাঁরা। যাতে হরিয়ানার মানুষ তাদের হরিয়ানভি ভাষা এবং হরিয়ানভি সভ্যতাকে ভুলতে না পারে। তাদের এই উদ্যোগ সফল, বিয়ের কার্ডটি সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলে দিয়েছে। প্রতীকী ছবি।
*মোহিত ও তাঁর বাবা প্রেম কুমারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, হরিয়ানভি ভাষাকে সংরক্ষণ করাই তাঁদের লক্ষ্য। এ কারণে ভিন্ন স্টাইলে বিয়ের কার্ড প্রিন্ট করিয়েছেন তাঁরা। যাতে হরিয়ানার মানুষ তাদের হরিয়ানভি ভাষা এবং হরিয়ানভি সভ্যতাকে ভুলতে না পারে। তাদের এই উদ্যোগ সফল, বিয়ের কার্ডটি সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলে দিয়েছে। প্রতীকী ছবি।
advertisement
advertisement
advertisement