গুগলে সবচেয়ে বেশি 'সার্চ' করা হয় কোন প্রশ্নের 'উত্তর' জানেন...? শুনলেই চমকাবেন, পাক্কা!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Google: বলুন তো দেখি, কী মনে হয় আপনার? সবচেয়ে বেশি কী অনুসন্ধান করা হয় এই গুগলের সার্চ বক্সে? আর কোন সেই প্রশ্ন যা গোটা পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ জানতে চান? সেটা কী কারও নাম বা কোনও সেলিব্রিটির নাম, নাকি কোনও বিশেষ 'স্থান'? আসুন আমরা আপনাকে সবচেয়ে বেশি অনুসন্ধান করা সেই প্রশ্নের হদিস বাতলে দিই এই প্রতিবেদনে।
advertisement
আচ্ছা বলুন তো দেখি, কী মনে হয় আপনার? সবচেয়ে বেশি কী অনুসন্ধান করা হয় এই গুগলের সার্চ বক্সে? আর কোন সেই প্রশ্ন যা গোটা পৃথিবীর লক্ষ্য লক্ষ্য মানুষ জানতে চান? সেটা কী কারও নাম বা কোনও সেলিব্রিটির নাম, নাকি কোনও বিশেষ 'স্থান'? আসুন আমরা আপনাকে সবচেয়ে বেশি অনুসন্ধান করা সেই প্রশ্নের হদিস বাতলে দিই এই প্রতিবেদনে।
advertisement
advertisement
advertisement
advertisement
কোন কোন কীওয়ার্ড ও প্রশ্ন বেশি বেশি অনুসন্ধান করা হয়েছে :
'কীভাবে অর্থ উপার্জন করবেন?', 'কীভাবে পেটের চর্বি কমাবেন', 'আমার ফোন এখন কোথায়' এবং 'ডিম কীভাবে সেদ্ধ করবেন?' ইত্যাদির মতো বিষয়গুলিও সার্চ লিস্টে বেশ ট্রেন্ডিং। তবে, যে কীওয়ার্ডটি সবচেয়ে বেশি দেখা গিয়েছে তা কী বলুন তো? শুনলেই আকাশ থেকে পড়বেন।
'কীভাবে অর্থ উপার্জন করবেন?', 'কীভাবে পেটের চর্বি কমাবেন', 'আমার ফোন এখন কোথায়' এবং 'ডিম কীভাবে সেদ্ধ করবেন?' ইত্যাদির মতো বিষয়গুলিও সার্চ লিস্টে বেশ ট্রেন্ডিং। তবে, যে কীওয়ার্ডটি সবচেয়ে বেশি দেখা গিয়েছে তা কী বলুন তো? শুনলেই আকাশ থেকে পড়বেন।
advertisement
advertisement
এগুলি হল শীর্ষ ১০টি গুগল সার্চের বিষয়:
নীচে দেওয়া প্রশ্নগুলি হল সেইসব প্রশ্নের তালিকা যার সঠিক 'উত্তর' গুগলে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে এখনও পর্যন্ত। পড়লেই বুঝতে পারবেন গুগলে ঠিক কী কী প্রশ্ন সবচেয়ে বেশি করা হয় আর এটাও পরিস্কার হয়ে যাবে কোন প্রশ্ন ঠিক কতবার করে জানতে চাওয়া হয়েছে এই সার্চ ইঞ্জিনের কাছে।
নীচে দেওয়া প্রশ্নগুলি হল সেইসব প্রশ্নের তালিকা যার সঠিক 'উত্তর' গুগলে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে এখনও পর্যন্ত। পড়লেই বুঝতে পারবেন গুগলে ঠিক কী কী প্রশ্ন সবচেয়ে বেশি করা হয় আর এটাও পরিস্কার হয়ে যাবে কোন প্রশ্ন ঠিক কতবার করে জানতে চাওয়া হয়েছে এই সার্চ ইঞ্জিনের কাছে।
advertisement
advertisement
advertisement
advertisement
বলুন তো, আপনি নিজে দিনে কতবার গুগল ব্যবহার করেন? আর কী কী সার্চ করেন আপনি? আপনার প্রিয় কীওয়ার্ড কী? চেষ্টা করুন তো দেখি ভেবে আদৌ আপনি কোন প্রশ্ন এ যাবৎ সবচেয়ে বেশিবার করেছেন গুগলের কাছে? আজ গুগল যদি একদিনের জন্য স্তব্ধ হয়ে যায় আর হঠাৎ উত্তর দেওয়া বা কাজ করা বন্ধ করে দেয় তবে আপনার হাল কেমন হবে বলুন দেখি?