মা লক্ষ্মীর কৃপায় সংসারে সুখ ও স্বাচ্ছন্দ যেন উথলে পড়ে ৷ জীবন অতিরিক্ত মাত্রায় সুন্দর হয়ে ওঠে ৷ মধ্যবিত্ত পরিবারে প্রধানত আর্থিক কারণেই টুকিটাকি অশান্তি লেগেই থাকে ৷ মায়ের নামে শেষ হয় সেই অশান্তিও ৷ জীবনের প্রতিটি মানুষের সঙ্গে মায়ের আশীর্বাদ থাকলে জীবনে কোনও সমস্যা থাকেনা ৷ নতুন নতুন ভাবে জীবনের দিকগুলি ফুটে ওঠে ৷ সুখ ও দুঃখের দিনগুলি নতুন করে গড়ে ওঠে ৷ প্রতিদিন সন্ধেবেলায় মায়ের ব্রত পাঠ করলে সংসারের শ্রীবৃদ্ধি বাড়ে চলে ৷ জীবনের প্রতিটি ক্ষেত্রেই মায়ের কৃপা অত্যন্ত প্রয়োজনীয় সংসার সুখের হয় রমণীর গুণে ৷ মা লক্ষ্মীর কৃপা থাকলে লক্ষ্মীমন্ত মেয়ের পরশে সংসার অতি সুখের হয়ে থাকে ৷