এই ধরনের ঘরে কখনই মা লক্ষ্মী বসবাস করেন না, ঐশ্বর্যের দেবীর আরাধনাতে মানতেই হবে বেশ কিছু নিয়ম

Last Updated:
প্রতিটি গৃহস্থবাসীর কাছে লক্ষ্মীবার এক আলাদা গুরুত্ব বহন করে
1/9
প্রতিটি গৃহস্থবাসীর কাছে লক্ষ্মীবার এক আলাদা গুরুত্ব বহন করে থাকে ৷ সংসারে সুখ ও সমৃদ্ধির জন্যই মা লক্ষ্মীর আরাধনা করা হয়, করা হয় প্রতিষ্ঠাও ৷
প্রতিটি গৃহস্থবাসীর কাছে লক্ষ্মীবার এক আলাদা গুরুত্ব বহন করে থাকে ৷ সংসারে সুখ ও সমৃদ্ধির জন্যই মা লক্ষ্মীর আরাধনা করা হয়, করা হয় প্রতিষ্ঠাও ৷
advertisement
2/9
বাড়িতে মা লক্ষ্মীর এমন ছবি রাখতে হবে যেখানে মা লক্ষ্মীর হাত দিয়ে ধনবর্ষা হচ্ছে ৷ অনেকেই এমন আছেন যাঁদের রোজার আছে কিন্তু রোজগার থাকা সত্ত্বেও সেই টাকা ধরে রাখতে পারেন না ৷ এই পরিস্থিতিতে এমন ছবি অত্যন্ত কাজে দেবে ৷
বাড়িতে মা লক্ষ্মীর এমন ছবি রাখতে হবে যেখানে মা লক্ষ্মীর হাত দিয়ে ধনবর্ষা হচ্ছে ৷ অনেকেই এমন আছেন যাঁদের রোজার আছে কিন্তু রোজগার থাকা সত্ত্বেও সেই টাকা ধরে রাখতে পারেন না ৷ এই পরিস্থিতিতে এমন ছবি অত্যন্ত কাজে দেবে ৷
advertisement
3/9
মা লক্ষ্মীর ছবির সামনে সব সময়ে প্রদীপ জ্বালানো উচিৎ, সেই প্রদীপ ঘি দিয়ে জ্বালানো প্রদীপই হতে হবে ৷
মা লক্ষ্মীর ছবির সামনে সব সময়ে প্রদীপ জ্বালানো উচিৎ, সেই প্রদীপ ঘি দিয়ে জ্বালানো প্রদীপই হতে হবে ৷
advertisement
4/9
মা লক্ষ্মীর পুজোয় সুগন্ধি ব্যবহার করাটা দরকার ৷ সেই সুগন্ধি ব্যবহার করেল বিশেষ উপকার পাওয়া যায় ৷
মা লক্ষ্মীর পুজোয় সুগন্ধি ব্যবহার করাটা দরকার ৷ সেই সুগন্ধি ব্যবহার করেল বিশেষ উপকার পাওয়া যায় ৷
advertisement
5/9
যদি মনে হয় টাকা পয়সা বেশি খরচ হচ্ছে সেক্ষেত্রে মায়ের কাছে এক টাকার কয়েন দিয়ে পুজো দিতে হবে এবং মাসের শেষে সেই টাকা কোনও ধনবতি মহিলাকে দিতে হবে, তবেই জীবনে আসবে সমৃদ্ধি ৷
যদি মনে হয় টাকা পয়সা বেশি খরচ হচ্ছে সেক্ষেত্রে মায়ের কাছে এক টাকার কয়েন দিয়ে পুজো দিতে হবে এবং মাসের শেষে সেই টাকা কোনও ধনবতি মহিলাকে দিতে হবে, তবেই জীবনে আসবে সমৃদ্ধি ৷
advertisement
6/9
যদি বাড়িতে মাঝে মাঝেই অর্থ কষ্ট হয় তাহলে এই ভুলগুলি মোটেই করবেন না ৷ যে সমস্ত গৃহস্থে প্রদীপ জ্বলে এবং প্রদীপ ফু দিয়ে নেভানোর অভ্যাস আছে সেই সমস্ত ঘরে মা লক্ষ্মী বসবাস করেন না ৷ চুল আঁচড়ানোর পরে চিরুণিতে চুল লেগে থাকলে তা অশুভ বলেই মানা হয় ৷ রাতে পা না ধুয়ে বা ভেজা পায়ে শুলে তা অত্যন্ত খারাপ বলেই ধরে নেওয়া হয় ৷
যদি বাড়িতে মাঝে মাঝেই অর্থ কষ্ট হয় তাহলে এই ভুলগুলি মোটেই করবেন না ৷ যে সমস্ত গৃহস্থে প্রদীপ জ্বলে এবং প্রদীপ ফু দিয়ে নেভানোর অভ্যাস আছে সেই সমস্ত ঘরে মা লক্ষ্মী বসবাস করেন না ৷ চুল আঁচড়ানোর পরে চিরুণিতে চুল লেগে থাকলে তা অশুভ বলেই মানা হয় ৷ রাতে পা না ধুয়ে বা ভেজা পায়ে শুলে তা অত্যন্ত খারাপ বলেই ধরে নেওয়া হয় ৷
advertisement
7/9
রাত্রিবেলা এঁটো বাসনপত্র বাড়িতে রাখার অভ্যাস থাকলে এই অভ্যাস চট করে বদলে নেওয়া উচিৎ ৷
রাত্রিবেলা এঁটো বাসনপত্র বাড়িতে রাখার অভ্যাস থাকলে এই অভ্যাস চট করে বদলে নেওয়া উচিৎ ৷
advertisement
8/9
দাঁত দিয়ে নখ কাটার অভ্যাস সর্বদা থাকলে মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন ৷ কেননা তাঁতে শরীর এঁটো থাকে বলেই মা রেগে যান ৷ সূর্যাস্তের পরে ঝাঁটা দিয়ে ঝাঁট দেওয়ার প্রবণতা যেসমস্ত গৃহস্থে থাকে লা লক্ষ্মী সেই বাড়ি ছেড়ে চলে যান চিরতরে ৷
দাঁত দিয়ে নখ কাটার অভ্যাস সর্বদা থাকলে মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন ৷ কেননা তাঁতে শরীর এঁটো থাকে বলেই মা রেগে যান ৷ সূর্যাস্তের পরে ঝাঁটা দিয়ে ঝাঁট দেওয়ার প্রবণতা যেসমস্ত গৃহস্থে থাকে লা লক্ষ্মী সেই বাড়ি ছেড়ে চলে যান চিরতরে ৷
advertisement
9/9
পিতৃপক্ষে পিতার নামে তর্পণ না করা হয়ে মা লক্ষ্মী অসন্তুষ্ট হন ৷ যে সমস্ত ঘরে শঙ্খ বাজানো হয়না বা দেবতার নামে কটুক্তি করা হয় মা লক্ষ্মী মোটেই সেই বাড়িতে থাকেন না ৷
পিতৃপক্ষে পিতার নামে তর্পণ না করা হয়ে মা লক্ষ্মী অসন্তুষ্ট হন ৷ যে সমস্ত ঘরে শঙ্খ বাজানো হয়না বা দেবতার নামে কটুক্তি করা হয় মা লক্ষ্মী মোটেই সেই বাড়িতে থাকেন না ৷
advertisement
advertisement
advertisement