যদি বাড়িতে মাঝে মাঝেই অর্থ কষ্ট হয় তাহলে এই ভুলগুলি মোটেই করবেন না ৷ যে সমস্ত গৃহস্থে প্রদীপ জ্বলে এবং প্রদীপ ফু দিয়ে নেভানোর অভ্যাস আছে সেই সমস্ত ঘরে মা লক্ষ্মী বসবাস করেন না ৷ চুল আঁচড়ানোর পরে চিরুণিতে চুল লেগে থাকলে তা অশুভ বলেই মানা হয় ৷ রাতে পা না ধুয়ে বা ভেজা পায়ে শুলে তা অত্যন্ত খারাপ বলেই ধরে নেওয়া হয় ৷