GK: পাখিরা কেন আকাশে V আকারে উড়ে যায়? বলতে পারবেন না ৯৯%...! জানলে চমকাবেন

Last Updated:
Birds Fly In V Shape Interesting Facts: কেন অন্য কোনও আকারে বিচ্ছিন্ন দল নয়, শুধু V আকারেই ঝাঁক বাঁধে পাখিরা? আন্দাজ করতে পারেন?
1/9
আকাশে যখন ঝাঁক বেঁধে পাখি উড়ে যায়, সেদিকে তাকান না এমন মানুষ নেই। কিন্তু লক্ষ্য করেছেন পাখিদের দলকে সব সময় V আকারে উড়তে দেখা যায়। বিকেল হলেই তারা এভাবে ফিরে আসে বাসায়। কেন জানেন?
আকাশে যখন ঝাঁক বেঁধে পাখি উড়ে যায়, সেদিকে তাকান না এমন মানুষ নেই। কিন্তু লক্ষ্য করেছেন পাখিদের দলকে সব সময় V আকারে উড়তে দেখা যায়। বিকেল হলেই তারা এভাবে ফিরে আসে বাসায়। কেন জানেন?
advertisement
2/9
কেন অন্য কোনও আকারে বিচ্ছিন্ন দল নয়, শুধু V আকারেই ঝাঁক বাঁধে পাখিরা? আন্দাজ করতে পারেন?
কেন অন্য যে কোনও আকারে বিচ্ছিন্ন দল নয়, শুধু V আকারেই ঝাঁক বাঁধে পাখিরা? আন্দাজ করতে পারেন? খুব সহজ! 
advertisement
3/9
সকাল থেকে সন্ধ্যা পাখির কলতান শুনতে অনেকেই ভালবাসেন। তারা দল বেঁধে থাকতেই ভালবাসে, নিশ্চয়ই জানেন। তবে যত দূরত্বই পাখিরা অতিক্রম করুক, V কখনও ভাঙে না।
সকাল থেকে সন্ধ্যা পাখির কলতান শুনতে অনেকেই ভালবাসেন। তারা দল বেঁধে থাকতেই ভালবাসে, নিশ্চয়ই জানেন। তবে যত দূরত্বই পাখিরা অতিক্রম করুক, V কখনও ভাঙে না।
advertisement
4/9
র পিছনে রয়েছে বিজ্ঞানের খেলা! কী রকম?
কাকতালীয় মনে হলেও আসলে নয়! এই প্যাটার্নে ওড়ার পিছনে রয়েছে বিজ্ঞানের খেলা! কী রকম?
advertisement
5/9
V আকারে উড়লে পাখিরা বাতাসের গতির সঙ্গে তাল মেলাতে পারে। বাতাসের প্রতিরোধ কাটিয়ে উড়তে সুবিধা হয়।
V আকারে উড়লে পাখিরা বাতাসের গতির সঙ্গে তাল মেলাতে পারে। বাতাসের প্রতিরোধ কাটিয়ে উড়তে সুবিধা হয়।
advertisement
6/9
পাখিদের ঐক্যবদ্ধ ভাবে রাখতে সাহায্য করে এই আকৃতি। এতে তাদের শক্তি বাড়ে প্রায় ৭১%! এতে তারা দ্রুত উড়তে পারে বাতাস কাটিয়ে।
পাখিদের ঐক্যবদ্ধ ভাবে রাখতে সাহায্য করে এই আকৃতি। এতে তাদের শক্তি বাড়ে প্রায় ৭১%! এতে তারা দ্রুত উড়তে পারে বাতাস কাটিয়ে।
advertisement
7/9
V আকারে উড়লে পাখিরা শিকার করতেও পারে সহজে। এক পাখির বিপদ হলে অন্য পাখি দেখতে পায়।
V আকারে উড়লে পাখিরা শিকার করতেও পারে সহজে। এক পাখির বিপদ হলে অন্য পাখি দেখতে পায়।
advertisement
8/9
V আকারে উড়লে পাখিরা একে অন্যকে পথ দেখাতে পারে। নেতৃত্বে থাকা পাখি কান্ত হয়ে পড়লে তার জায়গায় অন্য এক পাখি এগিয়ে এসে পথ দেখায়।
[caption id="attachment_1944441" align="alignnone" width="978"] V আকারে উড়লে পাখিরা একে অন্যকে পথ দেখাতে পারে। নেতৃত্বে থাকা পাখি কান্ত হয়ে পড়লে তার জায়গায় অন্য এক পাখি এগিয়ে এসে পথ দেখায়।
[/caption]
advertisement
9/9
অর্থাৎ, পাখিদের নীতি হল একতাই বল। এই বার্তাই পাওয়া যায় তাদের দলবদ্ধ V আকৃতিতে ওড়ার মধ্যে। যা সম্পূর্ণ প্রাকৃতিক এক শিক্ষা।
অর্থাৎ, পাখিদের নীতি হল একতাই বল। এই বার্তাই পাওয়া যায় তাদের দলবদ্ধ V আকৃতিতে ওড়ার মধ্যে। যা সম্পূর্ণ প্রাকৃতিক এক শিক্ষা।
advertisement
advertisement
advertisement