GK: বিশ্বের কোথায় রয়েছে 'রক্তের' ঝরনা? অনর্গল 'রক্ত' পড়ার কারণ কী? উত্তর দিতে ব্যর্থ ৯৯ শতাংশ
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
GK Know The Secret Behind Antarctica Blood Falls: বলুন তো দেখি, বিশ্বের কোথায় রয়েছে 'রক্তের' ঝরনা? যেখান থেকে অনর্গল পড়ছে রক্তের মত জল। উত্তর দিতে ব্যর্থ হয়েছেন অনেকেই।
advertisement
advertisement
advertisement
advertisement
গবেষকরা বলছেন, প্রায় ২০ লাখ বছর আগে বরফের নিচে আটকে থাকা এক লবণাক্ত হ্রদের জল এই রক্তের ঝরনার মূল উৎস। সেখানে অক্সিজেন নেই, সূর্যের আলো পৌঁছায় না, তবুও সেই জল জীবাণুময়, যেখানে বিরল জীবাণুর অস্তিত্ব পাওয়া গেছে! লবণাক্ত জলে থাকা আয়রন যখন বাতাসের সংস্পর্শে আসে, তখন মরিচার মতো রাসায়নিক প্রতিক্রিয়ায় জল রক্তের মতো লাল হয়ে যায়।
advertisement