GK Indian Railways: রোজ প্রায় ৬০০ ট্রেনের যাতায়াত আছে এই স্টেশনে! ভারতের সবচেয়ে পুরনো ও ব্যস্ত রেলস্টেশন কোনটি জানেন? ৯৯% মানুষ জানেন না সঠিক উত্তরটি...
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
GK Indian Railways: ১৮৫৪ সালে স্থাপিত এই স্টেশন প্রতিদিন ৬০০-রও বেশি ট্রেন পরিচালনা করে। এটি ভারতের প্রাচীনতম ও ব্যস্ততম স্টেশন, যা পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের রেল যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করে। কোন স্টেশনের কথা বলা হয়েছে জানুন...
ভারতীয় রেলওয়ে বিশ্বের অন্যতম প্রাচীন এবং বৃহত্তম গণপরিবহন ব্যবস্থা। দেশজুড়ে রয়েছে ৭০০০-এরও বেশি রেলস্টেশন এবং ২২,০০০টিরও বেশি ট্রেন প্রতিদিন চলাচল করে, যা দৈনিক ২.৪ কোটিরও বেশি যাত্রী পরিবহণ করে। এই হাজার হাজার স্টেশনের মধ্যে পশ্চিমবঙ্গের হাওড়া রেলস্টেশন দেশের সবচেয়ে ব্যস্ত স্টেশন হিসেবে চিহ্নিত।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
ব্রিটিশ স্থপতি হ্যালসি রিকার্ডোর নকশায় নির্মিত এই স্টেশনটির স্থাপত্য বিশিষ্ট কলোনিয়াল যুগের নিদর্শন। ১৯০১ থেকে ১৯০৬ সালের মধ্যে নির্মিত লাল ইটের এই দালান ভিক্টোরিয়ান ও গথিক স্থাপত্যের অপূর্ব মিশ্রণ। স্টেশনের প্রবেশপথে এখনো শোভা পাচ্ছে ৯৯ বছরের পুরনো বিখ্যাত ‘বড় ঘড়ি’—হাওড়া স্টেশনের ঐতিহ্যের প্রতীক।
advertisement
advertisement
সম্প্রতি হাওড়া স্টেশন IGBC প্ল্যাটিনাম রেটিং অর্জন করেছে পরিবেশবান্ধব স্থাপত্য ও টেকসই ব্যবস্থাপনার জন্য, যা মেট্রো শহরের মধ্যে প্রথমবার কোনো রেলস্টেশনের এই স্বীকৃতি। হাওড়া স্টেশন শুধুই একটি যাতায়াতের জায়গা নয়—এটি ভারতের অতীত ও বর্তমানের জীবন্ত দলিল, যেখানে প্রতিদিন শুরু হয় এবং শেষ হয় লক্ষ লক্ষ মানুষের গল্প।