General knowledge: ঘরে ঘরে বাস কোটিপতি, লাখপতিদের! দেশের এই গ্রামই বিশ্বের সবচেয়ে ধনী, এত টাকার রহস্য কী? জানলে বিশ্বাসই হবে না
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Richest Village: এই গ্রামে মোট ৭৬০০ টি বাড়ি রয়েছে। ছোট্ট এই গ্রামে ব্যাঙ্ক রয়েছে ১৭ টি। ১৭টি ব্যাঙ্কে গড়ে ৫০০০ কোটি টাকা জমা রয়েছে। কিন্তু কীভাবে এই গ্রামের মানুষরা এত ধনী হয়ে উঠলেন? রহস্যটা ঠিক কী?
গ্রাম বললেই কী ছবি মনে আসে? ধান খেত, কাঁচা রাস্তা, মাটির ছোট বাড়ি। এই চেনা ছবি ভুলতে বসবেন ভারতের এই গ্রামে এলে। গোটা গ্রাম জুড়ে কোটপতি, লাখপতিদের বাস।
advertisement
আয়ের সন্ধানে প্রচুর মানুষ গ্রাম ছেড়ে শহরে আসেন। সচরাচর দেখা যায়, গ্রামের চেয়ে শহরে ধনী পরিবারের সংখ্যা বেশি হয়। কিন্তু এই গ্রামে বাস একাধিক ধনীব্যক্তিদের।
advertisement
গুজরাতের কচ্ছেই একটি ছোট্ট গ্রাম মাধাপার। মাধাপার এই মুহূর্তে শুধুমাত্র দেশের নয়স গোটা বিশ্বের সবচেয়ে ধনী গ্রাম হয়ে উঠেছে।
advertisement
কচ্ছ জেলায় অবস্থিত এই গ্রামে মোট ৭৬০০ টি বাড়ি রয়েছে। ছোট্ট এই গ্রামে ব্যাঙ্ক রয়েছে ১৭ টি। কিন্তু কীভাবে এই গ্রামের মানুষরা এত ধনী হয়ে উঠলেন? রহস্যটা ঠিক কী?
advertisement
কয়েক বছর আগেও মাধাপারের অবস্থা এত উন্নত ছিল না। এক সময় এই গ্রামের মানুষদেরও কাঁচা বাড়ি ছিল। কোনও ভাবে কাটত দিন। কিন্তু এখন পুরো ভোল বদলে গিয়েছে এখানকার। হাসপাতাল, স্কুল, কলেজ, বাঁধ। সব মিলিয়ে শহরও ফেল।
advertisement
এই গ্রামের ধনী হয়ে ওঠার রহস্যের চাবিকাঠি রয়েছে ‘বিদেশে’। আসবে এই গ্রামের প্রচুর বাসিন্দারা এই মুহূর্তে আমেরিকা, ব্রিটেন, কানাডার মতো প্রথম সারীর দেশগুলিতে কর্মরত।
advertisement
তবে কাজের জন্য বিদেশ গেলেও নিজেদের শেকড়কে ভুলে যাননি তাঁরা। তাই বিদেশ থেকেই গ্রামে টাকা পাঠান তারা। যেকারণেই এই গ্রামের এত সমৃদ্ধি।
advertisement
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, মাধাপারের মোট জনসংখ্যা প্রায় ৯২০০০। এর মধ্যে ৬৫ জন এনআরআই অর্থাৎ বিদেশে থাকেন এবং সময়ে সময়ে তাদের পরিবারের কাছে টাকা পাঠান। গ্রামে বর্তমান ১৭টি ব্যাঙ্কে গড়ে ৫০০০ কোটি টাকা জমা রয়েছে।
advertisement