Rose Plant Gardening Tips: গোলাপ গাছের দুর্দান্ত সার! ব্রেকফাস্ট খাওয়ার পরে ডাস্টবিনে ফেলে দেন..একটু কেরামতি করে টবের মাটিতে দিলেই হল
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
অনেকেই মনে করেন গোলাপ খুব সুখী গাছ৷ একটু এদিক থেকে ওদিক হলেই আর বাঁচানো যায় না৷ অনেকে আবার বলেন, গাছ তড়বড়িয়ে বাড়লেও ফুল আসতে চায় না মোটেই৷ গোলাপ গাছকে সুস্থ রাখা এবং চলটজলদি ফুল আনার জন্য রয়েছে কিছু ঘরোয়া উপায়৷ এই প্রতিবেদনে সে সব নিয়েই আলোচনা করব আমরা৷
advertisement
advertisement
প্রথমেই আসা যাক একটা অত্যন্ত সহজলভ্য সারের কথায়৷ যাঁরা বাগানচর্চা করে থাকেন, তাঁদের কাছে অবশ্য এই সার খুব একটা অপরিচিত নয়৷ তবে, যাঁরা নতুন নতুন গাছের শখ লালন করতে শুরু করেছেন, তাঁরা জেনে রাখুন৷ ব্রেকফাস্টে আমরা অনেকেই শীতকালে চা, পাউরুটি, ডিম সেদ্ধ, কলা সহযোগে খেয়ে থাকি৷ এর মধ্যে তিনটিতেই লুকিয়ে রয়েছে দুর্দান্ত সারের রহস্য৷
advertisement
advertisement
advertisement
advertisement
অনেকেই বাটার মিল্ক খেয়ে থাকেন আজকাল৷ শীতে যদিও চল টা একটু কম৷ বাটারমিল্কে উপকারী ব্যাকটেরিয়া থাকে যা মাটির গুণমান উন্নত করে এবং গোলাপ গাছে পুষ্টি সরবরাহ করে। টবের মাটিতে অল্প পরিমাণে বাটারমিল্ক যোগ করে এটি ব্যবহার করা যেতে পারে। এটি অতিরিক্ত পরিমাণে না দেওয়ার বিষয়ে সতর্ক থাকুন এবং শুধুমাত্র প্রয়োজন অনুসারে ব্যবহার করুন।
advertisement
যদি আপনার গোলাপ গাছে ফুল না আসে অথবা দ্রুত শুকিয়ে যায়, তাহলে আপনি পেঁয়াজের খোসা থেকে তৈরি সার ব্যবহার করতে পারেন। শুকনো পেঁয়াজের খোসা, যা প্রায়শই বাড়িতে ফেলে দেওয়া হয়, অথবা মাটির সাথে পুঙ্খানুপুঙ্খভাবে মিশিয়ে গাছের মাটিতে যোগ করুন। এটি মাটিতে আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করবে এবং গাছটিকে দ্রুত শুকিয়ে যাওয়া থেকে রক্ষা করবে।
